ETV Bharat / state

ভুটানে পাচারের আগেই উদ্ধার 15টি তক্ষক, গ্রেপ্তার 3 - 3 arrested for wild animal trafficking from Jalpaiguri to Bhutan

খবর ছিল 15 টি তক্ষক কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে ভুটানে পাচার করা হবে ৷ খবরের ভিত্তিতে তক্ষক পাচারকারীদের মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয় । টাকার প্রলোভনের ফাঁদে পা দেয় দলসিংপাড়া চা বাগানের তিন শ্রমিক ৷ এরপর তাদের কাছ থেকে পাওয়া যায় তক্ষকগুলি ৷

ভুটানে পাচারের আগেই উদ্ধার 15টি তক্ষক
author img

By

Published : Sep 16, 2019, 2:49 PM IST

জলপাইগুড়ি, 16 সেপ্টেম্বর : ভুটানে পাচারের আগেই উদ্ধার হল 15টি তক্ষক ৷ গ্রেপ্তার 3 পাচারকারী ৷ ধৃতদের নাম সুরজ খড়িয়া (22), অর্জুন খড়িয়া (24), ফাগু খড়িয়া (34) ৷ প্রত্যেকেই আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়ার বাসিন্দা ৷ বন বিভাগের উত্তরবঙ্গের STF - এর প্রধান তথা বৈকুন্ঠপুর বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তের অভিযানে ধরা পড়ে তারা ৷ ধৃতদের আজ আদালতে তোলা হবে ৷

গোপন সূত্রে খবর পেয়ে STF-এর বেলাকোবার কর্মীরা দলসিংপাড়া যান ৷ খবর ছিল 15 টি তক্ষক কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে ভুটানে পাচার করা হবে ৷ খবরের ভিত্তিতে তক্ষক পাচারকারীদের মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয় । সেই ফাঁদে পা দেয় চা বাগানের তিন পাচারকারী ৷ এরপর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তক্ষকগুলি ৷ তাদের বেলাকোবায় নিয়ে এসে জেরা করা হয়েছে ।

সঞ্জয় দত্ত বলেন, "আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল । খবর পেয়ে সাদা পোশাকে দলসিংপাড়া পৌঁছে টাকার প্রলোভন দেখিয়ে পাচারকারীদের ডাকি । ১৫ টি তক্ষক নিয়ে আসে তিনজন । ওরা উত্তরবঙ্গের জঙ্গল থেকে তক্ষক ধরে ভুটানে পাচারের পরিকল্পনা করেছিল । তার আগেই ধরা পড়ে । আজ ধৃতদের আদালতে তোলা হবে এবং উদ্ধার হওয়া তক্ষকগুলিকে বেঙ্গল সাফারি পার্কে ছাড়ার জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে ।"

জলপাইগুড়ি, 16 সেপ্টেম্বর : ভুটানে পাচারের আগেই উদ্ধার হল 15টি তক্ষক ৷ গ্রেপ্তার 3 পাচারকারী ৷ ধৃতদের নাম সুরজ খড়িয়া (22), অর্জুন খড়িয়া (24), ফাগু খড়িয়া (34) ৷ প্রত্যেকেই আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়ার বাসিন্দা ৷ বন বিভাগের উত্তরবঙ্গের STF - এর প্রধান তথা বৈকুন্ঠপুর বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তের অভিযানে ধরা পড়ে তারা ৷ ধৃতদের আজ আদালতে তোলা হবে ৷

গোপন সূত্রে খবর পেয়ে STF-এর বেলাকোবার কর্মীরা দলসিংপাড়া যান ৷ খবর ছিল 15 টি তক্ষক কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে ভুটানে পাচার করা হবে ৷ খবরের ভিত্তিতে তক্ষক পাচারকারীদের মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয় । সেই ফাঁদে পা দেয় চা বাগানের তিন পাচারকারী ৷ এরপর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তক্ষকগুলি ৷ তাদের বেলাকোবায় নিয়ে এসে জেরা করা হয়েছে ।

সঞ্জয় দত্ত বলেন, "আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল । খবর পেয়ে সাদা পোশাকে দলসিংপাড়া পৌঁছে টাকার প্রলোভন দেখিয়ে পাচারকারীদের ডাকি । ১৫ টি তক্ষক নিয়ে আসে তিনজন । ওরা উত্তরবঙ্গের জঙ্গল থেকে তক্ষক ধরে ভুটানে পাচারের পরিকল্পনা করেছিল । তার আগেই ধরা পড়ে । আজ ধৃতদের আদালতে তোলা হবে এবং উদ্ধার হওয়া তক্ষকগুলিকে বেঙ্গল সাফারি পার্কে ছাড়ার জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে ।"

Intro:জলপাইগুড়িঃ ভুটানে বন্যপ্রাণী পাচারের আগেই গ্রেপ্তার বন্যপ্রাণী পাচারকারী। উদ্ধার ১৫টি তক্ষক। গ্রেপ্তার তিন পাচার কারি। বন দপ্তরের উত্তরবঙ্গের STF এর প্রধান বৈকুন্ঠপুর বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তের অভিযানের ধরা পড়ল তিন পাচারকারী। গ্রেপ্তার সুরজ খড়িয়া(২২),অর্জুন খড়িয়া(২৪),ফাগু খড়িয়া(৩৪) এরা সবাই আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়ার বাসিন্দা।Body:বন্যপ্রাণী পাচারের গোপন সুত্রে খবর পেয়ে বন দপ্তরের টাস্ক ফোর্সের বেলাকোবা বন দপ্তরের কর্মিরা আলিপুরদুয়ার জেলার দলসিং পাড়া যান।খবর আসে ১৫ টি তক্ষক কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে ভুটানে পাচার করা হবে।সেই খবর ভিত্তিতে তক্ষক পাচারকারীদের মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়।টাকার প্রলোভন দেখিয়ে দলসিংপাড়া চা বাগানের তিন শ্রমিকের কাছ থেকে পাওয়া যায় ১৫ টি তক্ষক। তাদেরকে বেলাকোবায় নিয়ে আসা হয়। Conclusion:এদিন STF এর প্রধান সঞ্জয় দত্ত জানান আমাদের কাছে গোপন সুত্রে খবর আসে।সেই ভাবে আমরা সাদা পোশাকে দলসিংপাড়া পৌছায় টাকার প্রলোভন দেখিয়ে তাদের ডাকি। ১৫ টি তক্ষক নিয়ে আসে তিনজন।এরা উত্তরবঙ্গের জঙ্গল থেকে তক্ষক ধরে ভুটানে পাচারের পরিকল্পনা নিয়ছিল। তার আগেই ধরা পরে।আজ ধৃতদের আদালতে তোলা হবে।আর উদ্ধার হওয়া তক্ষক গুলিকে বেঙ্গল সাফারি পার্কে ছাড়ার অনুমতির জন্য আদালতের কাছে আবেদন করা হবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.