ETV Bharat / state

জলপাইগুড়িতে 55 লাখ টাকার মদ-সহ গ্রেপ্তার 2 - জলপাইগুড়ি

প্রায় 55 লাখ টাকার মদ সহ গ্রেপ্তার 2। ধৃতরা বিহারের বাসিন্দা বলে জনা গিয়েছে।

2 person arrested with alcohol
2 person arrested with alcohol
author img

By

Published : Jun 29, 2020, 3:35 PM IST

জলপাইগুড়ি, 29 জুন : বিহারে পাচার হওয়ার আগেই উদ্ধার বিপুল পরিমাণ মদ। ঘটনায় গ্রেপ্তার দুই পাচারকারী । জলপাইগুড়ি জেলার ঘটনা।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ । রাস্তায় বিহারের নম্বর প্লেটের একটি ট্রাক আটক করে পুলিশ । শুরু হয় তল্লাশি । পুলিশ সূত্রে খবর, তল্লাশি শুরু করতেই একজন পালিয়ে যায় । আটক ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় 500 কার্টুন মদ । যার আনুমানিক বাজারমূল্য প্রায় 55 লাখ টাকা । ঘটনায় রাজেশ মাহাত ও কমলেশ রায় নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । জানা গিয়েছে ধৃতদের বাড়ি বিহারে । পুলিশ সূত্রের খবর, ধৃতরা জেরায় স্বীকার করে যে অসমের তেজপুর থেকে বিহারে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল মদের কার্টুনগুলো ।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও ইলওয়াড বলেন, “গোপন সুত্রে খবর পেয়েই পুলিশ 50-60 লাখ টাকার মদ উদ্ধার করেছে । দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । অরুণাচলপ্রদেশ থেকে বিহারে পাচার করা হচ্ছিল এই মদ । বিহারে মদ নিষিদ্ধ থাকায় সেখানে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল মদের কার্টুনগুলো ।”

জলপাইগুড়ি, 29 জুন : বিহারে পাচার হওয়ার আগেই উদ্ধার বিপুল পরিমাণ মদ। ঘটনায় গ্রেপ্তার দুই পাচারকারী । জলপাইগুড়ি জেলার ঘটনা।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ । রাস্তায় বিহারের নম্বর প্লেটের একটি ট্রাক আটক করে পুলিশ । শুরু হয় তল্লাশি । পুলিশ সূত্রে খবর, তল্লাশি শুরু করতেই একজন পালিয়ে যায় । আটক ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় 500 কার্টুন মদ । যার আনুমানিক বাজারমূল্য প্রায় 55 লাখ টাকা । ঘটনায় রাজেশ মাহাত ও কমলেশ রায় নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । জানা গিয়েছে ধৃতদের বাড়ি বিহারে । পুলিশ সূত্রের খবর, ধৃতরা জেরায় স্বীকার করে যে অসমের তেজপুর থেকে বিহারে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল মদের কার্টুনগুলো ।

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও ইলওয়াড বলেন, “গোপন সুত্রে খবর পেয়েই পুলিশ 50-60 লাখ টাকার মদ উদ্ধার করেছে । দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । অরুণাচলপ্রদেশ থেকে বিহারে পাচার করা হচ্ছিল এই মদ । বিহারে মদ নিষিদ্ধ থাকায় সেখানে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল মদের কার্টুনগুলো ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.