ETV Bharat / state

Death by Lightning: চাষের কাজে গিয়ে বাজ পড়ে মৃত 2 কৃষক - Death by Lightning

কৃষি জমিতে ধানের চারা রোপণ করার সময় বাজ পড়ে মৃত 2 ৷ পৃথক দুটি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাহাড়পুর ও ক্রান্তি ব্লকের মৌলানীতে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 22, 2023, 11:21 PM IST

Updated : Jul 23, 2023, 4:00 PM IST

জলপাইগুড়ি, 23 জুলাই: কৃষি জমিতে ধানের চারা রোপণ করার সময় বাজ পড়ে মৃত্যু হল দুই কৃষকের। পৃথক দু'টি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাহাড়পুর ও ক্রান্তি ব্লকের মৌলানীতে ৷ পৃথক দু'টি মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ৷ মৃত কৃষকরা হলেন সুভাষ রায় ও রবি রায়। মৃত সুভাষ রায় (45) জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর হাকিমপাড়ার বাসিন্দা । মৃত রবি রায় (24) ক্রান্তি ব্লকের মৌলানীর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছে আরও দু'জন ৷

ক্রান্তি ব্লকের মৌলানীর বাসিন্দা মৃত রবি রায়ের কাকা গয়ানাথ রায় বলেন, " প্রতিদিনের মতো রবি ধানের জমিতে কাজ করছিল। বর্ষার মরসুম ৷ হঠাৎই আকাশ কালো করে আসে ৷ বৃষ্টিও নামে ৷ আচমকাই বিকট আওয়াজ করে বাজ পড়ে ৷ ফাঁকা জমিতে বাজ পড়ে তাঁর উপরে ৷ সেখানেই লুটিয়ে পড়েন রবি ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।"

আরও পড়ুন: পিসিমণির হেঁসেলে ব্যালট মেনু, টোটোয় ব্যানার লাগিয়ে প্রতিবাদ চালক সুকেশের

অন্যদিকে, জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সদস্য চিত্ত রায় জানান,পাহাড়পুর হাকিমপাড়ায় বিকাশ মল্লিক, বাবু দাস ও সুভাষ রায় জমিতে ধান রোপণ করছিলেন। সেই সময় তাঁদের ওপর হঠাৎ বাজ পরে। সে সময় কৃষি জমিতে কাজ করছিলেন তিন জন। বাজ পরে একজনের মৃত্যু হয়েছে। দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক সুভাষ রায়কে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আহত অবস্থায় বিকাশ মল্লিক ও বাবু দাস জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি যথাক্রমে জালিয়াপাড়া ও হাকিমপাড়াতে।

জলপাইগুড়ি, 23 জুলাই: কৃষি জমিতে ধানের চারা রোপণ করার সময় বাজ পড়ে মৃত্যু হল দুই কৃষকের। পৃথক দু'টি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাহাড়পুর ও ক্রান্তি ব্লকের মৌলানীতে ৷ পৃথক দু'টি মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ৷ মৃত কৃষকরা হলেন সুভাষ রায় ও রবি রায়। মৃত সুভাষ রায় (45) জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর হাকিমপাড়ার বাসিন্দা । মৃত রবি রায় (24) ক্রান্তি ব্লকের মৌলানীর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছে আরও দু'জন ৷

ক্রান্তি ব্লকের মৌলানীর বাসিন্দা মৃত রবি রায়ের কাকা গয়ানাথ রায় বলেন, " প্রতিদিনের মতো রবি ধানের জমিতে কাজ করছিল। বর্ষার মরসুম ৷ হঠাৎই আকাশ কালো করে আসে ৷ বৃষ্টিও নামে ৷ আচমকাই বিকট আওয়াজ করে বাজ পড়ে ৷ ফাঁকা জমিতে বাজ পড়ে তাঁর উপরে ৷ সেখানেই লুটিয়ে পড়েন রবি ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।"

আরও পড়ুন: পিসিমণির হেঁসেলে ব্যালট মেনু, টোটোয় ব্যানার লাগিয়ে প্রতিবাদ চালক সুকেশের

অন্যদিকে, জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সদস্য চিত্ত রায় জানান,পাহাড়পুর হাকিমপাড়ায় বিকাশ মল্লিক, বাবু দাস ও সুভাষ রায় জমিতে ধান রোপণ করছিলেন। সেই সময় তাঁদের ওপর হঠাৎ বাজ পরে। সে সময় কৃষি জমিতে কাজ করছিলেন তিন জন। বাজ পরে একজনের মৃত্যু হয়েছে। দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক সুভাষ রায়কে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আহত অবস্থায় বিকাশ মল্লিক ও বাবু দাস জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি যথাক্রমে জালিয়াপাড়া ও হাকিমপাড়াতে।

Last Updated : Jul 23, 2023, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.