জলপাইগুড়ি, 10 জুন : জলপাইগুড়ি জেলায় নতুন করে দু'জন কোরোনা আক্রান্ত । 200 জনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এল । অন্যদিকে আজ জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । এতে কিছুটা হলেও খুশির খবর মনে করছেন উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় ৷
তিনি বলেন, "আজ আমাদের খুব আনন্দের দিন । 200 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । 13 জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । উত্তরবঙ্গের কোরোনা আক্রান্ত 978 জনের মধ্যে চারজন মারা গেছে । এখন 541 জন চিকিৎসাধীন ।"
তিনি আরও বলেন, "আমরা জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে 70টি বেড বাড়িয়েছিলাম । আরও 150টি বেড বাড়িয়েছি । আমরা আশঙ্কা করছি কোভিড আক্রান্ত বাড়বে । নতুন করে পরিযায়ী যে সমস্ত শ্রমিকরা আসবে তাদের রাখার ব্যবস্থা করতে হবে । পাহাড়ে ত্রিবেণীতে কোভিড হাসপাতাল হচ্ছে । আগামী শনিবারের মধ্য ঢুকে যাবে জিনিসপত্র ।"
কোরোনা রিপোর্ট প্রসঙ্গে সুশান্ত রায় জানান, 45000 এর উপর টেস্ট হয়েছে । তার মধ্যে 978 পজ়িটিভ বেরিয়েছে । আমরা কোরোনা টেস্ট করতে গিয়ে চাপের মধ্যে আছি কত টেস্ট করা যাবে সেই নিয়ে ।"