ETV Bharat / state

ডুয়ার্সের জঙ্গলে বন্যপ্রাণী শিকার, গ্রেপ্তার 13 - Duaars

লকডাউনের সুযোগ নিয়ে ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে শিকারে যায় 13জন আদিবাসী ৷ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করেন বনকর্মীরা ৷ অস্ত্র-সহ একটি বন্য শুকরও উদ্ধার হয়েছে ৷

গ্রেপ্তার 13
author img

By

Published : Mar 27, 2020, 9:04 PM IST

জলপাইগুড়ি, 27 মার্চ : লকডাউনে বন্ধ সব কিছু ৷ বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে শুরু করে দোকানপাট সবেতেই তালা ৷ এরই সুযোগ নিয়ে জাতীয় উদ্যানে ঢুকে বন্যপ্রাণী শিকার করতে যায় এক দল শিকারী ৷ ঘটনাটি জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের ৷ জঙ্গল বন্ধের সুযোগ নিয়ে শিকারে গিয়েছিল আদিবাসীরা ৷ খবর পেয়ে বন বিভাগের তরফে অভিযান চালানো হয় ৷ তাতেই ধরৈ পড়ে তারা ৷ গ্রেপ্তার করা হয় 13জনকে ৷ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক 14দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷

লকডাউনের সুযোগ নিয়ে ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে শিকারে যায় বাবলু ওড়াও, লিটু ওড়াও, অমুত খড়িয়া, বিরজু মুণ্ডা, অজয় মাহালি-সহ আরও আটজন আদিবাসী ৷ নাগরাকাটার বামনডাঙার এই 13জন যুবক চারিদিক বন্ধ থাকার সুবিধা নিয়ে ঢুকে পড়ে উদ্যানে ৷ খবর পেয়ে গরুমারা জাতীয় উদ্যানের বনকর্মীরা অভিযান চালান ৷ আর তাতেই ধরা পড়ে তারা ৷

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকটি অস্ত্র ৷ একটি ব্যাগে একটি বন্য শুকরও পাওয়া যায় ৷ ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা রুজু করা হয় ৷ আজ আদালত তাদের 14দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় ৷

জলপাইগুড়ি, 27 মার্চ : লকডাউনে বন্ধ সব কিছু ৷ বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে শুরু করে দোকানপাট সবেতেই তালা ৷ এরই সুযোগ নিয়ে জাতীয় উদ্যানে ঢুকে বন্যপ্রাণী শিকার করতে যায় এক দল শিকারী ৷ ঘটনাটি জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানের ৷ জঙ্গল বন্ধের সুযোগ নিয়ে শিকারে গিয়েছিল আদিবাসীরা ৷ খবর পেয়ে বন বিভাগের তরফে অভিযান চালানো হয় ৷ তাতেই ধরৈ পড়ে তারা ৷ গ্রেপ্তার করা হয় 13জনকে ৷ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক 14দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷

লকডাউনের সুযোগ নিয়ে ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে শিকারে যায় বাবলু ওড়াও, লিটু ওড়াও, অমুত খড়িয়া, বিরজু মুণ্ডা, অজয় মাহালি-সহ আরও আটজন আদিবাসী ৷ নাগরাকাটার বামনডাঙার এই 13জন যুবক চারিদিক বন্ধ থাকার সুবিধা নিয়ে ঢুকে পড়ে উদ্যানে ৷ খবর পেয়ে গরুমারা জাতীয় উদ্যানের বনকর্মীরা অভিযান চালান ৷ আর তাতেই ধরা পড়ে তারা ৷

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকটি অস্ত্র ৷ একটি ব্যাগে একটি বন্য শুকরও পাওয়া যায় ৷ ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা রুজু করা হয় ৷ আজ আদালত তাদের 14দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.