ETV Bharat / state

কম পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ,  11 রেশন ডিলারকে শোকজ় - MR ডিলার অ্যাসোসিয়েশন

কয়েকজন রেশন ডিলার খাদ্যসামগ্রী কম দিচ্ছে । এই অভিযোগ পেয়েই সত্যতা যাচাইয়ের চেষ্টা করে খাদ্য বিভাগ । এরপরই 11 জন রেশন ডিলারকে শোকজ় করা হয় ।

ration dealers
রেশন ডিলার
author img

By

Published : Apr 21, 2020, 10:53 PM IST

জলপাইগুড়ি, 21 এপ্রিল : খাদ্যসামগ্রী কম পরিমাণে দেওয়া ও গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে জলপাইগুড়ি জেলার 11 জন রেশন ডিলারকে শোকজ় করল খাদ্য দপ্তর। একজন ডিলারকে সাময়িক সাসপেন্ডও করা হয়েছে বলে সূত্রের খবর।


যথাযথ উত্তর না পেলে ওই রেশন ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে । এদিকে সরকার নির্ধারিত পরিমাণের থেকে কম খাদ্যসামগ্রী কোনও ডিলার গ্রাহকদের দিয়ে থাকলে ওই ডিলারের পাশে তারা থাকবে না বলে সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশে লকডাউন চলছে। এর জেরে সমস্যায় পড়েছেন অনেকেই । তাঁদের রেশন থেকে খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । কিন্তু কয়েকজন রেশন ডিলার ঠিক পরিমাণে খাদ্যসামগ্রী দিচ্ছে না বলে অভিযোগ ।

জলপাইগুড়ি জেলার 526 জন ডিলারের মাধ্যমে প্রায় 25 লাখ গ্রাহকের মধ্যে রেশনের খাদ্য সামগ্রী দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু একাধিক রেশন ডিলার নাকি খাদ্যসামগ্রী কম দিচ্ছে, খারাপ ব্যবহারও করছে । এই অভিযোগ আসার পরই জেলা খাদ্যবিভাগ তার সত্যতা যাচাইয়ের কাজ শুরু করে। এরপরই 11 জন রেশন ডিলারকে শোকজ় করা হয়। তাদের মধ্যে 6জন রেশন ডিলার মালবাজার মহকুমার এবং 5 জন জলপাইগুড়ি সদর মহকুমার। এছাড়াও রাজগঞ্জ ব্লকের বেলাকোবা এলাকার 1 জন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।


জলপাইগুড়ি জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক নীলমণি লাহিড়ি বলেন, "সরকার থেকে দেওয়া খাদ্যসামগ্রী সঠিক পরিমাণে গ্রাহকরা পান আমরা সেটাই চাই । কিন্তু তারা কম খাদ্যামগ্রী দিচ্ছে বলে কয়েকজন ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এটা আমরা সমর্থন করি না।"


জলপাইগুড়ি জেলা খাদ্য বিভাগের আধিকারিক অমৃত ঘোষ বলেন, "যেখানে অভিযোগ আসছে আমরা কড়া পদক্ষেপ করছি ।" তিনি জানান, সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম খাদ্যসামগ্রী বণ্টন করলেই কড়া পদক্ষেপ করা হবে রেশন ডিলারের বিরুদ্ধে।

জলপাইগুড়ি, 21 এপ্রিল : খাদ্যসামগ্রী কম পরিমাণে দেওয়া ও গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে জলপাইগুড়ি জেলার 11 জন রেশন ডিলারকে শোকজ় করল খাদ্য দপ্তর। একজন ডিলারকে সাময়িক সাসপেন্ডও করা হয়েছে বলে সূত্রের খবর।


যথাযথ উত্তর না পেলে ওই রেশন ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে । এদিকে সরকার নির্ধারিত পরিমাণের থেকে কম খাদ্যসামগ্রী কোনও ডিলার গ্রাহকদের দিয়ে থাকলে ওই ডিলারের পাশে তারা থাকবে না বলে সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশে লকডাউন চলছে। এর জেরে সমস্যায় পড়েছেন অনেকেই । তাঁদের রেশন থেকে খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । কিন্তু কয়েকজন রেশন ডিলার ঠিক পরিমাণে খাদ্যসামগ্রী দিচ্ছে না বলে অভিযোগ ।

জলপাইগুড়ি জেলার 526 জন ডিলারের মাধ্যমে প্রায় 25 লাখ গ্রাহকের মধ্যে রেশনের খাদ্য সামগ্রী দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু একাধিক রেশন ডিলার নাকি খাদ্যসামগ্রী কম দিচ্ছে, খারাপ ব্যবহারও করছে । এই অভিযোগ আসার পরই জেলা খাদ্যবিভাগ তার সত্যতা যাচাইয়ের কাজ শুরু করে। এরপরই 11 জন রেশন ডিলারকে শোকজ় করা হয়। তাদের মধ্যে 6জন রেশন ডিলার মালবাজার মহকুমার এবং 5 জন জলপাইগুড়ি সদর মহকুমার। এছাড়াও রাজগঞ্জ ব্লকের বেলাকোবা এলাকার 1 জন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।


জলপাইগুড়ি জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক নীলমণি লাহিড়ি বলেন, "সরকার থেকে দেওয়া খাদ্যসামগ্রী সঠিক পরিমাণে গ্রাহকরা পান আমরা সেটাই চাই । কিন্তু তারা কম খাদ্যামগ্রী দিচ্ছে বলে কয়েকজন ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এটা আমরা সমর্থন করি না।"


জলপাইগুড়ি জেলা খাদ্য বিভাগের আধিকারিক অমৃত ঘোষ বলেন, "যেখানে অভিযোগ আসছে আমরা কড়া পদক্ষেপ করছি ।" তিনি জানান, সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম খাদ্যসামগ্রী বণ্টন করলেই কড়া পদক্ষেপ করা হবে রেশন ডিলারের বিরুদ্ধে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.