ETV Bharat / state

মজুরি বৃদ্ধির দাবিতে হাওড়া পৌরনিগমের সাফাই কর্মীদের বিক্ষোভ

মজুরি বৃদ্ধিসহ একাধিক দাবিতে হাওড়া পৌরনিগম ঘেরাও করল সাফাইকর্মীরা ৷ সাফাইকর্মীদের আন্দোলনে সামিল হয় 100 দিনের কর্মীরাও ৷ তাদের দাবি মজুরি বাড়িয়ে ESI, EPF এর মত সরকারি পরিষেবা দিতে হবে ।

হাওড়া পৌরনিগম
author img

By

Published : Jul 30, 2019, 11:04 PM IST

হাওড়া, 30 জুলাই : ফের আন্দোলনে হাওড়া পৌরনিগমের অস্থায়ী সাফাই কর্মীরা । দৈনিক ৫০০ টাকা মজুরিসহ একগুচ্ছ দাবি নিয়ে আজ পৌরনিগম ঘেরাও করে তারা । আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনের পরও তাদের মজুরি বাড়েনি । দৈনিক ২৫৩ টাকায় কাজ করতে হয় তাদের । এই টাকায় সংসার চালানো মোটেও সহজ নয় । দিনের পর দিন তাদের বঞ্চনা করা হচ্ছে ৷

সবেতন ছুটি, কাজের স্থায়ীকরণসহ একাধিক দাবি তোলা হয় আজকের ঘেরাও অভিযান থেকে ৷ একাংশের অভিযোগ, দীর্ঘদিন আবর্জনা পরিষ্কার করলেও তাদের পরিচয়পত্র দেওয়া হয়নি ৷ ফলে কর্মক্ষেত্রে কখনও সখনও অসুবিধেয় পড়তে হয় ৷ এমন কী তাদের স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামও দেওয়া হয় না ৷ এক সাফাইকর্মী বলেন, "আমাদের দাবি পৌরনিগম কর্তৃপক্ষকে জানিয়েছি । দাবি না মানলে বৃহত্তর আন্দোলন করব । কাজ থেকে বিরত থাকব ।"

এদিকে সাফাই কর্মীদের আন্দোলনে যোগ দিয়েছেন 100 দিনের কর্মীরাও । তাদের অভিযোগ, কলকাতা পৌর নিগমের 100 দিনের কাজের কর্মীরা দৈনিক 147 টাকা মজুরি পায় । কিন্তু হাওড়া পৌর নিগম দৈনিক ১০০ টাকা মজুরি দেয় । অবিলম্বে সেই মজুরি বাড়াতে হবে । সেই সঙ্গে তাঁদের দাবি ESI, EPF এর মত সরকারি পরিষেবাও দিতে হবে হবে ।

হাওড়া, 30 জুলাই : ফের আন্দোলনে হাওড়া পৌরনিগমের অস্থায়ী সাফাই কর্মীরা । দৈনিক ৫০০ টাকা মজুরিসহ একগুচ্ছ দাবি নিয়ে আজ পৌরনিগম ঘেরাও করে তারা । আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনের পরও তাদের মজুরি বাড়েনি । দৈনিক ২৫৩ টাকায় কাজ করতে হয় তাদের । এই টাকায় সংসার চালানো মোটেও সহজ নয় । দিনের পর দিন তাদের বঞ্চনা করা হচ্ছে ৷

সবেতন ছুটি, কাজের স্থায়ীকরণসহ একাধিক দাবি তোলা হয় আজকের ঘেরাও অভিযান থেকে ৷ একাংশের অভিযোগ, দীর্ঘদিন আবর্জনা পরিষ্কার করলেও তাদের পরিচয়পত্র দেওয়া হয়নি ৷ ফলে কর্মক্ষেত্রে কখনও সখনও অসুবিধেয় পড়তে হয় ৷ এমন কী তাদের স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামও দেওয়া হয় না ৷ এক সাফাইকর্মী বলেন, "আমাদের দাবি পৌরনিগম কর্তৃপক্ষকে জানিয়েছি । দাবি না মানলে বৃহত্তর আন্দোলন করব । কাজ থেকে বিরত থাকব ।"

এদিকে সাফাই কর্মীদের আন্দোলনে যোগ দিয়েছেন 100 দিনের কর্মীরাও । তাদের অভিযোগ, কলকাতা পৌর নিগমের 100 দিনের কাজের কর্মীরা দৈনিক 147 টাকা মজুরি পায় । কিন্তু হাওড়া পৌর নিগম দৈনিক ১০০ টাকা মজুরি দেয় । অবিলম্বে সেই মজুরি বাড়াতে হবে । সেই সঙ্গে তাঁদের দাবি ESI, EPF এর মত সরকারি পরিষেবাও দিতে হবে হবে ।

Intro:ফের আন্দোলনে হাওড়া পৌর নিগমের অস্থায়ী কর্মীরা। দৈনিক ৫০০ টাকা মজুরি সহ এক গুচ্ছ দাবি নিয়ে করপোরেশন ঘেরাও করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনের পরও তাদের মজুরি বাড়েনি। দৈনিক ২৫৩ টাকায় কাজ করতে হয় তাদের। যা বর্তমান বাজারে সংসার চালানোর জন্য মোটেও যথেষ্ট নয়। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে কাজের স্থায়িত্বকরন সহ সবেতন ছুটির মত ইস্যুগুলিও রয়েছে। এছাড়াও একাংশের অভিযোগ, দীর্ঘদিন আবর্জনা নিয়ে কাজ করতে হলেও তাদের কোনও পরিচয়পত্র বা হেলথ সেফটির সংরঞ্জাম দেওয়া হয়নি। এমনকি কাজের জন্য ঝাটাটাও নিজের পয়সায় বাঁধতে হয় তাদের। ফলে দাবি না মানা হলে কর্ম বিরতির পথে হাঁটবেন তারা।
Body:এর পাশাপাশি আন্দোলন করেন ১০০ দিনের কর্মীরাও। তাদের অভিযোগ, কলকাতা পৌর সংস্থার ১০০ দিনের কাজের কর্মীরা দৈনিক ১৪৭ টাকা পান। কিন্তু হাওড়া পৌর সংস্থার ক্ষেত্রে দৈনিক ১০০ টাকা। অবিলম্বে সেই মজুরি বাড়াতে হবে। এছাড়াও পিএফ এর মত সুবিধা চালু করতে হবে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.