ETV Bharat / state

গেরুয়া জার্সিতেও চেনা ডোমজুড়ে রাজীব, সুর চড়ালেন কল্যাণের বিরুদ্ধে

নিজের পরিচিত শক্ত ঘাঁটি থেকেই লড়বেন রাজীব । ডোমজুড় বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করা হল রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে । আর তালিকা ঘোষণা পরই চেনা ডোমজুড়ের লক্ষণপুরে প্রচারে নামলেন রাজীব । আর নেমেই বিপক্ষে থাকা কল্যাণ ঘোষকে আক্রমণ করেন তিনি ।

রাজীব
রাজীব
author img

By

Published : Mar 14, 2021, 11:08 PM IST

ডোমজুড়, 14 মার্চ : কেন্দ্র একই আছে । প্রার্থীও একই । শুধু বদলে গেছে প্রার্থীর জার্সির রঙ । কেন্দ্রের নাম ডোমজুড় । প্রার্থীর নাম রাজীব বন্দ্যোপাধ্যায় । ঘাস ফুলের বদলে তুলে নিয়েছেন পদ্ম । আর সেই পদ্মে টিকিট পেয়েই তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের বিরুদ্ধে সুর চড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

রাজ্যে ভোটের দামামা ইতিমধ্যে বেজে গেছে । নির্বাচনের তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি । দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা প্রকাশ পায় । প্রার্থী তালিকায় যেমন হেভিওয়েট প্রার্থীদের চমক বেশি । তেমনই তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রার্থীরাও নিজেদের জায়গা করে নিয়েছেন । আর সেই তালিকায় টিকিট পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । নিজের পরিচিত শক্ত ঘাঁটি থেকেই লড়বেন রাজীব । ডোমজুড় বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করা হল রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে । আর তালিকা ঘোষণা পরই চেনা ডোমজুড়ের লক্ষণপুরে প্রচারে নামলেন রাজীব । স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এলাকার মানুষদের বাড়ি বাড়ি পৌঁছালেন । তাঁদের সঙ্গে বললেন কথা ।

সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন রাজীব । যোগদানের পর বিভিন্ন সভায় বারবার তিনি ডোমজুড় থেকেই দাঁড়াবেন বলে ইচ্ছাপ্রকাশ করেন । তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম প্রতিদ্বন্দ্বী কল্যাণ ঘোষকে ইতিমধ্যেই শাসক দল প্রার্থী করেছেন । প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই হুঙ্কার দেন কল্যাণ । বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক তাঁর হাত দিয়েই শুরু হয়েছিল, এবার ডোমজুড় থেকে হারিয়ে রাজীবের রাজনৈতিক কেরিয়ার শেষ করবেন । প্রত্ত্যুত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায়, শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে তারই দলের স্থানীয় নেতার খুনের ঘটনায় পুলিশের চার্জশিটে নাম থাকার অভিযোগ তোলেন । মৃত নেতার স্ত্রীও দাবি করেন তাঁর স্বামীর খুনের ঘটনায় বর্তমান শাসক দলের প্রার্থী জড়িত । দাবি ও পাল্টা দাবির মধ্যে ডোমজুড় বিধানসভা কেন্দ্র, রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ।

আরও পড়ুন : পদ্মবন ছাড়ার ইচ্ছেপ্রকাশ করে চিঠি শোভন-বৈশাখীর

ডোমজুড়ের বিধানসভা ভোটের মুখে ফের উঠে এল হাওড়ার বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের বিষয় । ২০১০ সালে বালি স্টেশনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন তপন দত্ত । ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের বিরুদ্ধে রাজীব বাবু কটাক্ষ করে বলেন, "ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর হাত ধরে রাজনীতিতে এসেছেন বলেননি ।" এরপরই তিনি দাবি করেন, তপন দত্তের খুনের মামলায় কল্যাণ ঘোষের নাম চার্জশিটে আছে । এটা সকলেই জানেন বলেও মন্তব্য করেন তিনি ।

ডোমজুড়, 14 মার্চ : কেন্দ্র একই আছে । প্রার্থীও একই । শুধু বদলে গেছে প্রার্থীর জার্সির রঙ । কেন্দ্রের নাম ডোমজুড় । প্রার্থীর নাম রাজীব বন্দ্যোপাধ্যায় । ঘাস ফুলের বদলে তুলে নিয়েছেন পদ্ম । আর সেই পদ্মে টিকিট পেয়েই তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের বিরুদ্ধে সুর চড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

রাজ্যে ভোটের দামামা ইতিমধ্যে বেজে গেছে । নির্বাচনের তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি । দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা প্রকাশ পায় । প্রার্থী তালিকায় যেমন হেভিওয়েট প্রার্থীদের চমক বেশি । তেমনই তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রার্থীরাও নিজেদের জায়গা করে নিয়েছেন । আর সেই তালিকায় টিকিট পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । নিজের পরিচিত শক্ত ঘাঁটি থেকেই লড়বেন রাজীব । ডোমজুড় বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করা হল রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে । আর তালিকা ঘোষণা পরই চেনা ডোমজুড়ের লক্ষণপুরে প্রচারে নামলেন রাজীব । স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এলাকার মানুষদের বাড়ি বাড়ি পৌঁছালেন । তাঁদের সঙ্গে বললেন কথা ।

সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন রাজীব । যোগদানের পর বিভিন্ন সভায় বারবার তিনি ডোমজুড় থেকেই দাঁড়াবেন বলে ইচ্ছাপ্রকাশ করেন । তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম প্রতিদ্বন্দ্বী কল্যাণ ঘোষকে ইতিমধ্যেই শাসক দল প্রার্থী করেছেন । প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই হুঙ্কার দেন কল্যাণ । বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক তাঁর হাত দিয়েই শুরু হয়েছিল, এবার ডোমজুড় থেকে হারিয়ে রাজীবের রাজনৈতিক কেরিয়ার শেষ করবেন । প্রত্ত্যুত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায়, শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে তারই দলের স্থানীয় নেতার খুনের ঘটনায় পুলিশের চার্জশিটে নাম থাকার অভিযোগ তোলেন । মৃত নেতার স্ত্রীও দাবি করেন তাঁর স্বামীর খুনের ঘটনায় বর্তমান শাসক দলের প্রার্থী জড়িত । দাবি ও পাল্টা দাবির মধ্যে ডোমজুড় বিধানসভা কেন্দ্র, রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ।

আরও পড়ুন : পদ্মবন ছাড়ার ইচ্ছেপ্রকাশ করে চিঠি শোভন-বৈশাখীর

ডোমজুড়ের বিধানসভা ভোটের মুখে ফের উঠে এল হাওড়ার বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের বিষয় । ২০১০ সালে বালি স্টেশনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন তপন দত্ত । ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের বিরুদ্ধে রাজীব বাবু কটাক্ষ করে বলেন, "ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর হাত ধরে রাজনীতিতে এসেছেন বলেননি ।" এরপরই তিনি দাবি করেন, তপন দত্তের খুনের মামলায় কল্যাণ ঘোষের নাম চার্জশিটে আছে । এটা সকলেই জানেন বলেও মন্তব্য করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.