ETV Bharat / state

বৈশালীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে চিঠি বিজেপি নেতার ?

বিজেপির বালি অঞ্চলের মণ্ডল সভাপতি রাধারঞ্জন গোস্বামীর নাম দিয়ে একটি চিঠি প্রকাশ্যে এসেছে । চিঠিতে বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে । যদিও বিজেপি নেতা বলছেন, তাঁর সই নকল করা হয়েছে ।

বৈশালী ডালমিয়া
ছবি
author img

By

Published : Feb 17, 2021, 7:26 PM IST

হাওড়া, 17 ফেব্রুয়ারি : বিজেপিতে যোগদানের পর বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে তোলাবাজিসহ বিভিন্ন অভিযোগ নিয়ে বিজেপির নেতার নামে দিয়ে লেখা এক চিঠি প্রকাশ্যে এসেছে । আর এই ঘিরেই তোলপাড় হাওড়ার রাজনৈতিক মহলে । গতকাল থেকেই এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ।

অভিযোগ পত্রটি বিজেপির প্যাডে লেখা । অভিযোগকারী হিসেবে নাম রয়েছে বিজেপির বালি অঞ্চলের মণ্ডল সভাপতি রাধারঞ্জন গোস্বামীর । এটি পাঠানো হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহাকে । চিঠিতে বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে লেখা হয়েছে যে, তিনি গত এক বছরে বিধানসভায় যাননি । আমফান ও কোভিড বিপর্যয়ের সময় বালিতে তাঁকে দেখা যায়নি । বিজয় লক্ষ্মী রাও নামে এক জনকে নিয়োগ করেছেন বিধায়ক, যিনি ব্যবসায়ী ও প্রমোটারদের থেকে টাকা তোলেন ।

West Bengal Assembly Election 2021
বৈশালীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এই চিঠিটিই প্রকাশ্যে এসেছে

আরও অভিযোগ যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে যোগ দিয়েছে বৈশালী । ভবিষ্যতে তাঁকে যেন কোনও দায়িত্ব না দেওয়া হয় বিজেপি থেকে । এই চিঠির পরিপ্রেক্ষিতে রাধারঞ্জন গোস্বামী জানান, চিঠিটি তাঁর লেখা নয় । তাঁর সই নকল করা হয়েছে । চিঠি পেয়ে রাজ্য অফিস থেকে তাঁর কাছে ফোন এসেছিল । তিনি সবকিছু জানিয়ে দিয়েছেন ।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত

পাশাপাশি থানায় অভিযোগ করেছেন তাঁর নাম দিয়ে মিথ্যে চিঠি প্রকাশ করার জন্য । এই ঘটনার জন্য তৃণমূলের একাংশকে দায়ী করেছেন তিনি । অন্যদিকে তৃণমূল যুবর রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র জানান, "বৈশালী তৃণমূলে থাকাকালীন তাঁরা অভিযোগ করেছিলেন । তাই নতুন করে অভিযোগ করার কিছু নেই । এই চিঠি বিজেপি লিখেছে ।সেটা প্রকাশ্যে আসায় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে ।"
এই প্রসঙ্গে বৈশালী ডালমিয়া ফোনে তাঁর প্রতিক্রিয়ায় জানান, এটি ভুয়ো চিঠি । যাঁর নামে এই চিঠি প্রকাশ্যে এসেছে সে তার সঙ্গে রোজ বৈঠক করছেন । তিনি এই বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন পরবর্তী কালে।

হাওড়া, 17 ফেব্রুয়ারি : বিজেপিতে যোগদানের পর বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে তোলাবাজিসহ বিভিন্ন অভিযোগ নিয়ে বিজেপির নেতার নামে দিয়ে লেখা এক চিঠি প্রকাশ্যে এসেছে । আর এই ঘিরেই তোলপাড় হাওড়ার রাজনৈতিক মহলে । গতকাল থেকেই এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ।

অভিযোগ পত্রটি বিজেপির প্যাডে লেখা । অভিযোগকারী হিসেবে নাম রয়েছে বিজেপির বালি অঞ্চলের মণ্ডল সভাপতি রাধারঞ্জন গোস্বামীর । এটি পাঠানো হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহাকে । চিঠিতে বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে লেখা হয়েছে যে, তিনি গত এক বছরে বিধানসভায় যাননি । আমফান ও কোভিড বিপর্যয়ের সময় বালিতে তাঁকে দেখা যায়নি । বিজয় লক্ষ্মী রাও নামে এক জনকে নিয়োগ করেছেন বিধায়ক, যিনি ব্যবসায়ী ও প্রমোটারদের থেকে টাকা তোলেন ।

West Bengal Assembly Election 2021
বৈশালীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এই চিঠিটিই প্রকাশ্যে এসেছে

আরও অভিযোগ যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে যোগ দিয়েছে বৈশালী । ভবিষ্যতে তাঁকে যেন কোনও দায়িত্ব না দেওয়া হয় বিজেপি থেকে । এই চিঠির পরিপ্রেক্ষিতে রাধারঞ্জন গোস্বামী জানান, চিঠিটি তাঁর লেখা নয় । তাঁর সই নকল করা হয়েছে । চিঠি পেয়ে রাজ্য অফিস থেকে তাঁর কাছে ফোন এসেছিল । তিনি সবকিছু জানিয়ে দিয়েছেন ।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত

পাশাপাশি থানায় অভিযোগ করেছেন তাঁর নাম দিয়ে মিথ্যে চিঠি প্রকাশ করার জন্য । এই ঘটনার জন্য তৃণমূলের একাংশকে দায়ী করেছেন তিনি । অন্যদিকে তৃণমূল যুবর রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র জানান, "বৈশালী তৃণমূলে থাকাকালীন তাঁরা অভিযোগ করেছিলেন । তাই নতুন করে অভিযোগ করার কিছু নেই । এই চিঠি বিজেপি লিখেছে ।সেটা প্রকাশ্যে আসায় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে ।"
এই প্রসঙ্গে বৈশালী ডালমিয়া ফোনে তাঁর প্রতিক্রিয়ায় জানান, এটি ভুয়ো চিঠি । যাঁর নামে এই চিঠি প্রকাশ্যে এসেছে সে তার সঙ্গে রোজ বৈঠক করছেন । তিনি এই বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন পরবর্তী কালে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.