ETV Bharat / state

রাজীবের মিছিলে গো ব্যাক স্লোগান, পোস্টার; উত্তেজনা জগদীশপুরে - রাজীব বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার ডোমজুর জগদীশপুরে মিছিল করে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন রাজীব বন্দ্যোপাধ্যায় । সেই এলাকাতেই নিজেদের দলের পতাকা আর রাজীব বন্দ্যোপাধ্যায় গো ব্যাক লেখা পোস্টারে ভরিয়ে দেয় তৃণমূল ।

go-back-slogan-in-procession-of-bjp-leader-rajeev-banerjee
go-back-slogan-in-procession-of-bjp-leader-rajeev-banerjee
author img

By

Published : Mar 19, 2021, 2:48 PM IST

হাওড়া, 19 মার্চ: ফের রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিলে গো ব্যাক স্লোগান তুলল তৃণমূল কর্মীরা ৷ এমনকি বিজেপি নেতা যে অঞ্চলে মিছিল করলেন সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় গো ব্যাক লেখা পোস্টারে ভরিয়ে তোলা হল । এই ঘটনায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয় ৷ ঘটনা নিয়ে শাসকদল তাদের মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগও তুলল বিজেপি কর্মীরা ।

বৃহস্পতিবার ডোমজুর বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । জগদীশপুরে মিছিল করে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন রাজীব । সেই এলাকাতেই নিজেদের দলের পতাকা আর রাজীব বন্দ্যোপাধ্যায় গো ব্যাক লেখা পোস্টারে ভরিয়ে দিয়েছিল তৃণমূল । যদিও মিছিল করে যাওয়ার পথে বিজেপি কর্মীরা সেই হোর্ডিং ভেঙে দেয় । এদিকে, পুলিশের উপস্থিতিতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকা তৃণমূল কর্মীরা ।

ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিলে উত্তেজনা

আরও পড়ুন: রাজীবকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান

পরে বিজেপির তরফে অভিযোগ করা হয়, মিছিলে অশান্তি করার চেষ্টা করে তৃণমূল ৷ এর আগে ডোমজুরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে তাঁকে কালো পতাকা দেখিয়েছিল তৃণমূল ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.