ETV Bharat / state

নিজেরাই মুড়ি কিনে এনে ছবি তুললেন তৃণমূল নেতৃত্ব, দাবি বাড়ির মালিকের - Uluberia BJP

উলুবেড়িয়ায় কেষ্ট দলুইয়ের বাড়িতে মুড়ি খেলেন তৃণমূল নেতৃত্ব ৷ কিছুই জানতেন না দাবি কেষ্ট দলুই ও তাঁর স্ত্রীর ৷

উলুবেড়িয়া
উলুবেড়িয়া
author img

By

Published : Feb 9, 2021, 8:22 PM IST

উলুবেড়িয়া, 9 ফেব্রুয়ারি : তৃণমূলের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে বিতর্ক ৷ উলুবেড়িয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বাড়িতে মধ্যাহ্নভোজনের করার কথা ছিল সেই বাড়িতেই হাজির তৃণমূল নেতৃত্ব ৷ যদিও এবিষয়ে কিছুই জানতেন না বলে দাবি বাড়ির মালিক কেষ্ট দলুই ও নমিতা দলুইয়ের ৷ এমনকি তৃণমূল নেতৃত্ব নিজেরাই খাবার কিনে আনে বলেও দাবি করেন তাঁরা ৷ 'তৃণমূলের এটা নির্লজ্জ বেহায়াপানা ' কটাক্ষ বিজেপির ৷

ভিডিয়োতে শুনুন কেষ্ট দলুইয়ের বক্তব্য

প্রসঙ্গত, গত 30 জানুয়ারি রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ সেদিন উলুবেড়িয়ায় কেষ্ট দলুইয়ের বাড়িতে মধ্যাহ্নভোজনের করার কথা ছিল তাঁর ৷ যদিও অমিত শাহের সফর বাতিল হয় ৷ এর ঠিক কিছুদিন বাদেই কেষ্ট দলুইয়ের বাড়িতে হাজির হন তৃণমূল নেতৃত্ব ৷ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, অন্যতম প্রশাসক আব্বাস উদ্দিন খান ,আকবর শেখ, রিতা ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ৷ ইদ্রিস আলির দাবি, বাড়ির মালিক নিজের হাতে তাঁদের মুড়ি খেতে দেন ৷

আরও পড়ুন : ডুমুরজলা স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে তরজা শাসকদল ও বিজেপির

যদিও সমস্ত বিষয়টি অস্বীকার করেন বাড়ির মালিক কেষ্ট দলুই ও তাঁর স্ত্রী নমিতা দলুই ৷ এবিষয়ে কিছুই জানতেন না বলেই দাবি করেন তাঁরা ৷ পাশাপাশি তাঁদের দাবি, মুড়ি সহ অন্যান্য খাবার তৃণমূল নেতারা নিজেরাই কিনে আনেন ৷ এমনকি তাঁকে মুড়ির পাত্র হাতে দিয়ে ছবিও তোলেন তৃণমূল নেতৃত্ব ৷ এমনই অভিযোগ করেন নমিতা দলুই ৷ এই খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব ৷ তাঁদের মতে, 'তৃণমূলের এটা নির্লজ্জ বেহায়াপানা'এর পরিচয় ৷

উলুবেড়িয়া, 9 ফেব্রুয়ারি : তৃণমূলের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে বিতর্ক ৷ উলুবেড়িয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বাড়িতে মধ্যাহ্নভোজনের করার কথা ছিল সেই বাড়িতেই হাজির তৃণমূল নেতৃত্ব ৷ যদিও এবিষয়ে কিছুই জানতেন না বলে দাবি বাড়ির মালিক কেষ্ট দলুই ও নমিতা দলুইয়ের ৷ এমনকি তৃণমূল নেতৃত্ব নিজেরাই খাবার কিনে আনে বলেও দাবি করেন তাঁরা ৷ 'তৃণমূলের এটা নির্লজ্জ বেহায়াপানা ' কটাক্ষ বিজেপির ৷

ভিডিয়োতে শুনুন কেষ্ট দলুইয়ের বক্তব্য

প্রসঙ্গত, গত 30 জানুয়ারি রাজ্যে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ সেদিন উলুবেড়িয়ায় কেষ্ট দলুইয়ের বাড়িতে মধ্যাহ্নভোজনের করার কথা ছিল তাঁর ৷ যদিও অমিত শাহের সফর বাতিল হয় ৷ এর ঠিক কিছুদিন বাদেই কেষ্ট দলুইয়ের বাড়িতে হাজির হন তৃণমূল নেতৃত্ব ৷ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, অন্যতম প্রশাসক আব্বাস উদ্দিন খান ,আকবর শেখ, রিতা ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ৷ ইদ্রিস আলির দাবি, বাড়ির মালিক নিজের হাতে তাঁদের মুড়ি খেতে দেন ৷

আরও পড়ুন : ডুমুরজলা স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে তরজা শাসকদল ও বিজেপির

যদিও সমস্ত বিষয়টি অস্বীকার করেন বাড়ির মালিক কেষ্ট দলুই ও তাঁর স্ত্রী নমিতা দলুই ৷ এবিষয়ে কিছুই জানতেন না বলেই দাবি করেন তাঁরা ৷ পাশাপাশি তাঁদের দাবি, মুড়ি সহ অন্যান্য খাবার তৃণমূল নেতারা নিজেরাই কিনে আনেন ৷ এমনকি তাঁকে মুড়ির পাত্র হাতে দিয়ে ছবিও তোলেন তৃণমূল নেতৃত্ব ৷ এমনই অভিযোগ করেন নমিতা দলুই ৷ এই খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব ৷ তাঁদের মতে, 'তৃণমূলের এটা নির্লজ্জ বেহায়াপানা'এর পরিচয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.