ETV Bharat / state

তোলাবাজি এবং থানার সামনে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী সহ 11 - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

তোলাবাজির অভিযোগে বিজেপি নেত্রী ও তাঁর স্বামীকে গ্রেফতার করল বালি থানার পুলিশ ৷ অভিযোগ থানার সামনে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে গালাগালি করছিল বনশ্রী মণ্ডল, তাঁর স্বামী সৌরভ মণ্ডল এবং বিজেপির অন্যান্য কর্মীরা ৷ যদিও বনশ্রী মণ্ডলের পাল্টা অভিযোগ, শাসক দলের বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় তাঁদের ফাঁসানো হয়েছে ৷

bjp-leader-and-her-husband-arrest-for-extortion-and-creat-chaos-in-bally-police-station
তোলাবাজি এবং থানার সামনে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী সহ 11
author img

By

Published : Mar 17, 2021, 4:40 PM IST

হাওড়া, 17 মার্চ : থানার সামনে বিশৃঙ্খলা তৈরি ও তোলাবাজির অভিযোগে হাওড়া ও হুগলি জেলার বিজেপি কনভেনর বনশ্রী মণ্ডল ও তাঁর স্বামী সৌরভ মণ্ডল সহ মোট 11 জনকে গ্রেফতার করল বালি পুলিশ ৷ অভিযোগ মঙ্গলবার দুপুরে থানার সামনে লোকজন জড়ো করে বিশৃঙ্খলা তৈরি করছিলেন তাঁরা ৷ এমনকি পুলিশের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে গালাগালি দেওয়ার অভিযোগও রয়েছে ৷ যদিও বিজেপির ওই নেত্রী বনশ্রী মণ্ডলের অভিযোগ ৷ স্থানীয় একটি জলাভূমি বুজিয়ে বহুতল তোলার প্রতিবাদ করায় তাঁর স্বামীকে গতকাল রাতে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ এ নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে সৌরভ মণ্ডলকে থানায় ঢুকিয়ে মারধর করা হয় ৷ সেই সঙ্গে বনশ্রী মণ্ডল, সৌরভ মণ্ডল সহ বাকিদের গ্রেফতার করে পুলিশ ৷

তোলাবাজি এবং থানার সামনে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী সহ 11

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বালি থানার সামনে তোলাবাজি করছিল বিজেপি নেত্রী বনশ্রী মণ্ডলের স্বামী সৌরভ মণ্ডল ৷ শুধু তাই নয় থানার বাইরে দাঁড়িয়ে পুলিশকে গালাগালি করা ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগও উঠেছে বিজেপি নেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৷ যার পরেই পুলিশ বনশ্রী মণ্ডল, সৌরভ মণ্ডল সহ 11 জনকে গ্রেফতার করে ৷ জানা গিয়েছে প্রথমদিকে বালি থানার পক্ষ থেকে তাঁদের বোঝানোর চেষ্টা করা হয় ৷ কিন্তু, তাঁরা তা না মেনে উপরন্তু পুলিশ আধিকারিকদের সঙ্গেই তর্কে জড়িয়ে পড়েন। এর পরেই পুলিশ তাঁদের গ্রেফতার করে ৷ জানা গিয়েছে সৌরভ মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে ৷ গতকালই বনশ্রী মণ্ডল সহ বাকি বিজেপির নেতা কর্মীরা আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে যান ৷

আরও পড়ুন : চাঁপদানিতে বিজেপি নেতাকে গুলি

জামিনে ছাড়া পেয়ে বনশ্রী মণ্ডলের পাল্টা অভিযোগ, পুলিশ তৃণমূলের চাপে পড়ে তাঁদের গ্রেফতার করেছে ৷ তিনি অভিযোগ করেছেন, বালিতে বেআইনি ভাবে একটি জলাভূমি বুজিয়ে বহুতল তুলেছিল স্থানীয় এক প্রোমোটার ৷ সেই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল পৌরসভার কাছে ৷ কিন্তু, সেই বহুতলটি ভেঙে ফেলার বদলে সেখানে কয়েকদিন আগে তৃণমূলের নির্বাচনী কার্যালয় করা হয়েছে ৷ অভিযোগ তার প্রতিবাদ করায় সোমবার রাতে সৌরভ মণ্ডলকে ফোনে এসএমএস পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয় ৷ সেই হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ পাল্টা তাঁর স্বামীকে মারধর করে বলে অভিযোগ করেছেন বনশ্রী মণ্ডল ৷

হাওড়া, 17 মার্চ : থানার সামনে বিশৃঙ্খলা তৈরি ও তোলাবাজির অভিযোগে হাওড়া ও হুগলি জেলার বিজেপি কনভেনর বনশ্রী মণ্ডল ও তাঁর স্বামী সৌরভ মণ্ডল সহ মোট 11 জনকে গ্রেফতার করল বালি পুলিশ ৷ অভিযোগ মঙ্গলবার দুপুরে থানার সামনে লোকজন জড়ো করে বিশৃঙ্খলা তৈরি করছিলেন তাঁরা ৷ এমনকি পুলিশের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে গালাগালি দেওয়ার অভিযোগও রয়েছে ৷ যদিও বিজেপির ওই নেত্রী বনশ্রী মণ্ডলের অভিযোগ ৷ স্থানীয় একটি জলাভূমি বুজিয়ে বহুতল তোলার প্রতিবাদ করায় তাঁর স্বামীকে গতকাল রাতে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ এ নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে সৌরভ মণ্ডলকে থানায় ঢুকিয়ে মারধর করা হয় ৷ সেই সঙ্গে বনশ্রী মণ্ডল, সৌরভ মণ্ডল সহ বাকিদের গ্রেফতার করে পুলিশ ৷

তোলাবাজি এবং থানার সামনে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী সহ 11

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বালি থানার সামনে তোলাবাজি করছিল বিজেপি নেত্রী বনশ্রী মণ্ডলের স্বামী সৌরভ মণ্ডল ৷ শুধু তাই নয় থানার বাইরে দাঁড়িয়ে পুলিশকে গালাগালি করা ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগও উঠেছে বিজেপি নেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৷ যার পরেই পুলিশ বনশ্রী মণ্ডল, সৌরভ মণ্ডল সহ 11 জনকে গ্রেফতার করে ৷ জানা গিয়েছে প্রথমদিকে বালি থানার পক্ষ থেকে তাঁদের বোঝানোর চেষ্টা করা হয় ৷ কিন্তু, তাঁরা তা না মেনে উপরন্তু পুলিশ আধিকারিকদের সঙ্গেই তর্কে জড়িয়ে পড়েন। এর পরেই পুলিশ তাঁদের গ্রেফতার করে ৷ জানা গিয়েছে সৌরভ মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে ৷ গতকালই বনশ্রী মণ্ডল সহ বাকি বিজেপির নেতা কর্মীরা আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে যান ৷

আরও পড়ুন : চাঁপদানিতে বিজেপি নেতাকে গুলি

জামিনে ছাড়া পেয়ে বনশ্রী মণ্ডলের পাল্টা অভিযোগ, পুলিশ তৃণমূলের চাপে পড়ে তাঁদের গ্রেফতার করেছে ৷ তিনি অভিযোগ করেছেন, বালিতে বেআইনি ভাবে একটি জলাভূমি বুজিয়ে বহুতল তুলেছিল স্থানীয় এক প্রোমোটার ৷ সেই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল পৌরসভার কাছে ৷ কিন্তু, সেই বহুতলটি ভেঙে ফেলার বদলে সেখানে কয়েকদিন আগে তৃণমূলের নির্বাচনী কার্যালয় করা হয়েছে ৷ অভিযোগ তার প্রতিবাদ করায় সোমবার রাতে সৌরভ মণ্ডলকে ফোনে এসএমএস পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয় ৷ সেই হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ পাল্টা তাঁর স্বামীকে মারধর করে বলে অভিযোগ করেছেন বনশ্রী মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.