কলকাতা, 14 ফেব্রুয়ারি : দিল্লিতে যেভাবে CAA ও NRC-র বিরুদ্ধে লড়াই চলছে এই রাজ্যে ঠিক একইভাবে লড়াই হচ্ছে । লড়াইটা অনেক লম্বা । তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই লড়াইটা লড়তে হবে । আজ শিবপুর IIEST থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করে এমনই মন্তব্য করেন ঐশী ঘোষ ।
তিনি বলেন, RSS ও BJP-র বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দিতে তিনি এরাজ্যে এসেছেন । এই রাজ্যের লড়াইকে তিনি দিল্লিতে নিয়ে যেতে চান বলেও আশা প্রকাশ করেন ।
তিনি বলেন, "শুধুমাত্র শাহিনবাগ নয়, দেশজুড়েই কোটি কোটি মানুষ জেগে উঠেছে এই জনবিরোধী আইনের বিরুদ্ধে । তাঁরা লড়াই করতে প্রস্তুত । এই লড়াইটা শুধু JNU বা কোনও বিশ্ববিদ্যালয়ের একার লড়াই নয় । বরং দেশের সমস্ত মানুষ যারা সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে চান তাঁদের জাগানোর জন্য এই লড়াই ।
গতকাল বাম ছাত্র সংগঠনের ডাকে দলীয় ব্যানার ছাড়া পথে নেমেছিল ছাত্র-যুবরা । 'স্টুডেন্টস এগেইনস্ট ফ্যাসিজ়ম' ব্যানারকে সামনে রেখে জাতীয় পতাকা হাতে কলেজ স্ট্রিট থেকে শামবাজার পর্যন্ত মিছিল করেন তাঁরা ৷ মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ঐশী ।