ETV Bharat / state

Udaynarayanpur Death: বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হল উদয়নারায়ণপুরের এক নাবালিকার - visited

হাওড়ার উদয়নারায়ণপুরে গতকাল ডিভিসির ছাড়া জলে তোড়ে ভেসে যায় 14 বছরের নাবালিকা রিমা রক্ষিত ৷ সে উদয়নারায়ণপুরের জোকার বাসিন্দা । পরে তাকে উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

Udaynarayanpur Death
বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হল উদয়নারায়ণপুরের এক নাবালিকার
author img

By

Published : Aug 4, 2021, 3:47 PM IST

উদয়নারায়ণপুর, 4 অগস্ট: রাজ্যে গত কয়েক দিনের বৃষ্টিতে কার্যত বন্যার সৃষ্টি হয়েছে জেলার বিস্তৃর্ণ অংশে ৷ বাড়ি ঘর সর্বত্র প্রায় জলমগ্ন ৷ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার ৷ পরিবারগুলিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ গতকাল ডিভিসির ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা সহ গ্রামীণ হাওড়ার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে ৷ জলের তোড়ে ভেসে যায় 14 বছরের নাবালিকা রিমা রক্ষিত ৷ সে উদয়নারায়ণপুরের জোকার বাসিন্দা । জানা গিয়েছে, গতকাল দুপুরে বাড়ির সামনে দিয়ে তীব্র বেগে বয়ে যাওয়া জলে ভেসে যায় রিমা। বাড়ির বেশ কিছুটা দূর থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন । পরে তাকে উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

ইতিমধ্যেই গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা-2 ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় রয়েছে ৷ জলের তলায় বহু গ্রাম ৷ গতকাল দুপুরে আমতার বন্যা পরিদর্শনে আসেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, স্থানীয় বিধায়ক সুকান্ত কুমার পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ৷ তাঁরা হানিধারা এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন । স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন । সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি ৷

বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হল উদয়নারায়ণপুরের এক নাবালিকার

আরও পড়ুন: বলে-কয়ে নয়, আত্মহত্যা চুপচাপই করা হয় ; বাবুলকে খোঁচা জয়ের

রাজ্যের বানভাসি এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে আজ হাওড়া ও হুগলির বিভিন্ন অঞ্চল পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হেলিকপ্টারে খতিয়ে দেখবেন কার্যত বন্যা কবলিত এলাকাগুলি ৷ মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগের দিন সেখানে যান তাঁর মন্ত্রিসভার সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ৷ তবে পরিস্থিতির কবে পরিবর্তন হবে সেই বিষয়ে অন্ধকারে স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনিক আধিকারিকরাও ৷

উদয়নারায়ণপুর, 4 অগস্ট: রাজ্যে গত কয়েক দিনের বৃষ্টিতে কার্যত বন্যার সৃষ্টি হয়েছে জেলার বিস্তৃর্ণ অংশে ৷ বাড়ি ঘর সর্বত্র প্রায় জলমগ্ন ৷ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার ৷ পরিবারগুলিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ গতকাল ডিভিসির ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা সহ গ্রামীণ হাওড়ার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে ৷ জলের তোড়ে ভেসে যায় 14 বছরের নাবালিকা রিমা রক্ষিত ৷ সে উদয়নারায়ণপুরের জোকার বাসিন্দা । জানা গিয়েছে, গতকাল দুপুরে বাড়ির সামনে দিয়ে তীব্র বেগে বয়ে যাওয়া জলে ভেসে যায় রিমা। বাড়ির বেশ কিছুটা দূর থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন । পরে তাকে উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

ইতিমধ্যেই গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা-2 ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় রয়েছে ৷ জলের তলায় বহু গ্রাম ৷ গতকাল দুপুরে আমতার বন্যা পরিদর্শনে আসেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, স্থানীয় বিধায়ক সুকান্ত কুমার পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ৷ তাঁরা হানিধারা এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন । স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন । সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি ৷

বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হল উদয়নারায়ণপুরের এক নাবালিকার

আরও পড়ুন: বলে-কয়ে নয়, আত্মহত্যা চুপচাপই করা হয় ; বাবুলকে খোঁচা জয়ের

রাজ্যের বানভাসি এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে আজ হাওড়া ও হুগলির বিভিন্ন অঞ্চল পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হেলিকপ্টারে খতিয়ে দেখবেন কার্যত বন্যা কবলিত এলাকাগুলি ৷ মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগের দিন সেখানে যান তাঁর মন্ত্রিসভার সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ৷ তবে পরিস্থিতির কবে পরিবর্তন হবে সেই বিষয়ে অন্ধকারে স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনিক আধিকারিকরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.