ETV Bharat / state

Vande Bharat Express: বড়দিনে বড় উপহার ! লিলুয়া কারশেডে পৌঁছল পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস

রবিবার হাওড়ার লিলুয়া কার শেডে (Liluah Car Shed) ঢুকল পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ৷ আর কী জানা যাচ্ছে এই ট্রেন সম্পর্কে ?

Vande Bharat Express enters in Liluah Car Shed for the First Time
বন্দে ভারত এক্সপ্রেস ৷
author img

By

Published : Dec 25, 2022, 7:52 PM IST

Updated : Dec 25, 2022, 8:28 PM IST

হাওড়া, 25 ডিসেম্বর: বড়দিনে (Christmas 2022) বড় সুখবর দিল পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষ ৷ বড়দিনের সকালে লিলুয়ায় পূর্ব রেলের কারশেডে (Liluah Car Shed) ঢুকল পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ৷ রবিবার ভোরে সকলের অলক্ষ্যে হাওড়ায় প্রবেশ করল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড এই ট্রেন ৷ চেন্নাই থেকে তৈরি হয়ে আসা এই রেকটিতে রয়েছে অত্যাধুনিক সমস্ত পরিকাঠামো ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক চললে এই মাসেরই 30 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে এই ট্রেন ৷ তবে, প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও পর্যন্ত এর আনুষ্ঠানিক ছাত্রপত্র মেলেনি ৷ কিন্তু, প্রয়োজনীয় অনুমোদন সোমবারের মধ্যেই চলে আসবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ ৷ এই ট্রেনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগবে মাত্র 8 (আট) ঘণ্টা ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, "পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত ট্রেন চালানোর জন্য পূর্ব রেল প্রস্তুত রয়েছে ৷ আগামী 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী যদি তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যে থেকে সময় বের করতে পারেন, তাহলে ওই দিনই হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন ৷"

আরও পড়ুন: দু’টো বন্দে ভারত এক্সপ্রেস চলবে উত্তরবঙ্গ থেকে, রেলমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি সাংসদের

বর্তমানে হাওড়া থেকে এনজেপি পৌঁছতে কমপক্ষে 10 থেকে 12 ঘণ্টা সময় লাগে ৷ বন্দে ভারতে তা একধাক্কায় অনেকটাই কমে যাবে ৷ যাত্রীদের প্রায় 2 থেকে 4 ঘণ্টা সময় বাঁচবে ৷ এর ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বাসিন্দারাও উপকৃত হবেন ৷

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি ৷ তবে, প্রস্তাব অনুসারে সকাল 5টা 50 মিনিটে হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস ৷ সেই ট্রেনই ওই একই দিনে দুপুর 2টো 50 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ফিরতি পথে হাওড়া রওনা দেবে ৷ রেল মন্ত্রকের আশ্বাস, আগামী দিনে হাওড়া-রাঁচি, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-পাটনা রুটেও চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস ৷ তবে এই ট্রেনের ভাড়া এখনও ঠিক করা হয়নি ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে ৷ শীঘ্রই এই ট্রেনের ভাড়ার তালিকা জনসমক্ষে আনা হবে।

প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সেমি হাইস্পিড ট্রেন ৷ এখনও পর্যন্ত দেশে মোট ছ'টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে ৷ আগামী কয়েকমাসের মধ্যে আরও বেশ কয়েকটি ট্রেন চালু হবে ৷ ভারতীয় রেল বোর্ডের তরফে জানা গিয়েছে, সপ্তাহে 6 দিন ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস ৷ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে দাঁড়াবে শুধুমাত্র বোলপুর ও মালদা টাউন স্টেশনে ৷ পরবর্তীকালে এই ট্রেনের স্টপেজ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ৷

হাওড়া, 25 ডিসেম্বর: বড়দিনে (Christmas 2022) বড় সুখবর দিল পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষ ৷ বড়দিনের সকালে লিলুয়ায় পূর্ব রেলের কারশেডে (Liluah Car Shed) ঢুকল পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ৷ রবিবার ভোরে সকলের অলক্ষ্যে হাওড়ায় প্রবেশ করল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড এই ট্রেন ৷ চেন্নাই থেকে তৈরি হয়ে আসা এই রেকটিতে রয়েছে অত্যাধুনিক সমস্ত পরিকাঠামো ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক চললে এই মাসেরই 30 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে এই ট্রেন ৷ তবে, প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও পর্যন্ত এর আনুষ্ঠানিক ছাত্রপত্র মেলেনি ৷ কিন্তু, প্রয়োজনীয় অনুমোদন সোমবারের মধ্যেই চলে আসবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ ৷ এই ট্রেনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগবে মাত্র 8 (আট) ঘণ্টা ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, "পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত ট্রেন চালানোর জন্য পূর্ব রেল প্রস্তুত রয়েছে ৷ আগামী 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী যদি তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যে থেকে সময় বের করতে পারেন, তাহলে ওই দিনই হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন ৷"

আরও পড়ুন: দু’টো বন্দে ভারত এক্সপ্রেস চলবে উত্তরবঙ্গ থেকে, রেলমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি সাংসদের

বর্তমানে হাওড়া থেকে এনজেপি পৌঁছতে কমপক্ষে 10 থেকে 12 ঘণ্টা সময় লাগে ৷ বন্দে ভারতে তা একধাক্কায় অনেকটাই কমে যাবে ৷ যাত্রীদের প্রায় 2 থেকে 4 ঘণ্টা সময় বাঁচবে ৷ এর ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বাসিন্দারাও উপকৃত হবেন ৷

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি ৷ তবে, প্রস্তাব অনুসারে সকাল 5টা 50 মিনিটে হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস ৷ সেই ট্রেনই ওই একই দিনে দুপুর 2টো 50 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ফিরতি পথে হাওড়া রওনা দেবে ৷ রেল মন্ত্রকের আশ্বাস, আগামী দিনে হাওড়া-রাঁচি, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-পাটনা রুটেও চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস ৷ তবে এই ট্রেনের ভাড়া এখনও ঠিক করা হয়নি ৷ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে ৷ শীঘ্রই এই ট্রেনের ভাড়ার তালিকা জনসমক্ষে আনা হবে।

প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সেমি হাইস্পিড ট্রেন ৷ এখনও পর্যন্ত দেশে মোট ছ'টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে ৷ আগামী কয়েকমাসের মধ্যে আরও বেশ কয়েকটি ট্রেন চালু হবে ৷ ভারতীয় রেল বোর্ডের তরফে জানা গিয়েছে, সপ্তাহে 6 দিন ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস ৷ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে দাঁড়াবে শুধুমাত্র বোলপুর ও মালদা টাউন স্টেশনে ৷ পরবর্তীকালে এই ট্রেনের স্টপেজ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ৷

Last Updated : Dec 25, 2022, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.