ETV Bharat / state

মদের দোকান খোলা নিয়ে অশান্তি হাওড়ার বাঁকড়াতে - Unrest over opening of liquor shop in Howrah

এখন রমজান মাস চলছে তা সত্ত্বেও খুলেছে মদের দোকান । প্রায় ৫০০ মিটারের উপরে লম্বা লাইন । এই সব দেখে হাওড়ার বাঁকড়া এলাকার মানুষ ভেঙে দিয়েছে মদের ঠেক ।

Unrest over opening of liquor shop in Howrah
মদের দোকান খোলা নিয়ে অশান্তি হাওড়ার বাঁকড়াতে
author img

By

Published : May 5, 2020, 8:06 PM IST

হাওড়া, 5 মে : লকডাউনে দোকান খুলে মদ বিক্রির নির্দেশ এসেছিল সরকারি তরফে । কিন্তু যে এলাকায় রমজান মাস ৷ প্রশাসনের কাছে মদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা ৷ তা সত্ত্বেও গোপনে বন্ধ বিক্রি করায় ভাঙচুর মদের ঠেক ৷ আর তারপরেই আজকে দোকানের সামনে ঠেক ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাওড়ার বাঁকড়ার পশ্চিমপাড়াতে ।

রাজ্য সরকারের মদ বিক্রির নির্দেশে আজ সকাল থেকেই এলাকার বহু মানুষ লাইনে দাঁড়ায় ওই মদের দোকানে । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তারা মদ পান নি । এরপরে তাদের কাছে খবর যায় যে দোকানের সামনের ঠেক থেকে গোপনে মদ বিক্রি হচ্ছে । খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতারা ৷ এরপর ওই ঠেক ভাঙতে উদ্যত হয় তাঁরা ৷

অন্যদিকে একাংশের অভিযোগ এখন রমজান মাস চলছে তা সত্ত্বেও খুলেছে মদের দোকান । এই লকডাউনের জেরে মানুষ এখন বাইরে বেরোতে পারছে না । তারই মধ্যে এখানে মদের দোকান খোলা হচ্ছে । প্রায় ৫০০ মিটারের উপরে লম্বা লাইন । এই সব দেখে এলাকার মানুষ উত্তেজিত হয়ে যায় । তাই তারা এই ঠেক ভেঙে দিয়েছে । তাঁরা আরো দাবি করেন লকডাউন ওঠা অবধি কোনও মদের দোকান চালু করা যাবে না ।

মদের দোকান খোলা নিয়ে অশান্তি হাওড়ার বাঁকড়া তে

যদিও গতকাল থেকে আজ অবধি সেই মদের দোকান খোলেনি । দোকানের মালিককেও দোকান না খোলার পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ।

হাওড়া, 5 মে : লকডাউনে দোকান খুলে মদ বিক্রির নির্দেশ এসেছিল সরকারি তরফে । কিন্তু যে এলাকায় রমজান মাস ৷ প্রশাসনের কাছে মদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা ৷ তা সত্ত্বেও গোপনে বন্ধ বিক্রি করায় ভাঙচুর মদের ঠেক ৷ আর তারপরেই আজকে দোকানের সামনে ঠেক ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাওড়ার বাঁকড়ার পশ্চিমপাড়াতে ।

রাজ্য সরকারের মদ বিক্রির নির্দেশে আজ সকাল থেকেই এলাকার বহু মানুষ লাইনে দাঁড়ায় ওই মদের দোকানে । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তারা মদ পান নি । এরপরে তাদের কাছে খবর যায় যে দোকানের সামনের ঠেক থেকে গোপনে মদ বিক্রি হচ্ছে । খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতারা ৷ এরপর ওই ঠেক ভাঙতে উদ্যত হয় তাঁরা ৷

অন্যদিকে একাংশের অভিযোগ এখন রমজান মাস চলছে তা সত্ত্বেও খুলেছে মদের দোকান । এই লকডাউনের জেরে মানুষ এখন বাইরে বেরোতে পারছে না । তারই মধ্যে এখানে মদের দোকান খোলা হচ্ছে । প্রায় ৫০০ মিটারের উপরে লম্বা লাইন । এই সব দেখে এলাকার মানুষ উত্তেজিত হয়ে যায় । তাই তারা এই ঠেক ভেঙে দিয়েছে । তাঁরা আরো দাবি করেন লকডাউন ওঠা অবধি কোনও মদের দোকান চালু করা যাবে না ।

মদের দোকান খোলা নিয়ে অশান্তি হাওড়ার বাঁকড়া তে

যদিও গতকাল থেকে আজ অবধি সেই মদের দোকান খোলেনি । দোকানের মালিককেও দোকান না খোলার পরামর্শ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.