ডোমজুড়, 14 জুন : রাজীবকে নিয়ে ফের বিক্ষোভ ডোমজুড়ে । রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরানোর চেষ্টার বিরুদ্ধে ডোমজুড়ে তৃণমূল কর্মীদের কুশপুতুল দাহ করে বিক্ষোভ । কুণাল ঘোষের বাড়িতে দলে ফেরার আলোচনা হলেও রাজীবকে দলে নিতে নারাজ ডোমজুড়ের কর্মীরা । বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে দল ফেরানো যাবে না । এই দাবিতে তৃণমূল কর্মীদের মিছিল ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ।
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ডোমজুড়ের সলপ বাজারের কাছে তৃণমূল কর্মীরা হাতে পোস্টার ও ফ্লেক্স নিয়ে হাওড়া-আমতা রোডের উপর বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁরা ডোমজুড়ের সলপ বাজার থেকে বটতলা পর্যন্ত হাতে পোস্টার নিয়ে মিছিল করেন । রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকাও দাহ করেন তাঁরা ।
আরও পড়ুন : Rajib Banerjee : গদ্দার-বেইমানদের সঙ্গে আপোস নয়, ডোমজুড়ে পোস্টার
ডোমজুড় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন । তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছেন । এখন যেভাবে তিনি দলে ফেরার চেষ্টা করছেন তা মোটেই মেনে নেওয়া যায় না । তাঁর দলে ফেরার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা । উল্লেখ্য, এবারের ভোটে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী হিসেবে ডোমজুড় বিধানসভা আসনে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের কাছে হেরে যান ।