হাওড়া, 1 অক্টোবর : তৃণমূল পরিচালিত হাওড়া পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সমালোচনা খোদ শাসকদলের বিধায়কের মুখেই ৷ 7নং ওয়ার্ডের সি রোডে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে ৷ সেই জমা জল থেকে পচা গন্ধ বের হচ্ছে ৷ নাজেহাল অবস্থা 7নং ওয়ার্ডের বাসিন্দাদের ৷ বহু বাড়িতে জমা পচা জল ঢুকে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে যান হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরী ৷ জমা জল না নামা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷
এ দিন গৌতম চৌধুরী বলেন, ‘‘বৃষ্টি তো হবেই ৷ কিন্তু, তাই বলে 50 থেকে 60 দিন ধরে জল জমে থাকবে কেন ? এটা মেনে নেওয়া যায় না ৷’’ নিজের দলের দ্বারা পরিচালিত প্রশাসনিক বোর্ডের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘‘বামুনগাছি এলাকার প্রায় 30 হাজার মানুষ জল-যন্ত্রণা ভোগ করছেন ৷ সমস্ত দোকান ও বাজার বন্ধ হয়ে রয়েছে ৷ সাধারণ মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে ৷’’ সরাসরি হাওড়া পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর কাছে বারবার বলা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেন বিধায়ক ৷
আরও পড়ুন : Flood Situation: মমতার ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বে আদালতে যাওয়ার পরামর্শ অধীরের
এ নিয়ে শাসকদলের বিধায়ককে কটাক্ষ করেছেন হাওড়া সদরের বিজেপি যুবমোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং ৷ তিনি বলেন, ‘‘বিধায়ক নিজে হাওড়া পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ৷ বিগত দিনে তিনি নিজে এমআইসি ছিলেন ৷ সেই সময় তিনি কী করেছেন ?’’ আজ বিধায়কের এই সমালোচনাকে নাটক বলে কটাক্ষ করেন তিনি ৷
আরও পড়ুন : Building Submerged: ঘাটালে ঝুমি নদীর জলে ভেঙে পড়ল দোতলা বাড়ি