ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত বাগনান, বোমাবাজি ভাঙচুর একাধিক বাড়ি - হাওড়ার খবর

গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ ওই গ্রামে বেশকিছু BJP কর্মী জড়ো হয় এবং স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলে ঘটনার সূত্রপাত হয় বলে তৃণমূল কর্মীদের অভিযোগ । এরপর দু দলের মধ্যে শুরু হয় হাতাহাতি । এরপর তৃণমূলের কর্মীরা বেশ কয়েকটি BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ ।

TMC-BJP clash
TMC-BJP clash
author img

By

Published : Sep 14, 2020, 8:52 PM IST

Updated : Sep 15, 2020, 7:50 AM IST

বাগনান, 14 সেপ্টেম্বর : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত বাগনানের মেনলক গ্রাম । গতকাল রাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 15 টি বাড়িতে ভাঙচুর করা হয় । এর পাশাপাশি চলে ব্যাপক বোমাবাজি । বেশ কয়েকটি মালবাহী গাড়ি এবং বাইকে ভাঙচুর করা হয় । এই ঘটনায় তৃণমূল-BJP মিলিয়ে কমপক্ষে পাঁচ জন জখম হয় ।

গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ ওই গ্রামে বেশকিছু BJP কর্মী জড়ো হয় এবং স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলে ঘটনার সূত্রপাত হয় বলে তৃণমূল কর্মীদের অভিযোগ । এরপর দু দলের মধ্যে শুরু হয় হাতাহাতি । এরপর তৃণমূলের কর্মীরা বেশ কয়েকটি BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ । পাল্টা BJP কর্মীরাও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে ছুটে যায় SDPO-র নেতৃত্বে বাগনান থানার বিরাট পুলিশবাহিনী ।

BJP-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওই এলাকায় তৃণমূলের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে । বেছে বেছে BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে । উল্টে পুলিশ BJP কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে । যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

বাগনানের বিধায়ক অরুণাভ সেন জানান, BJP কর্মীরা এলাকাকে অশান্ত করতে চাইছে । তাই পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে BJP কর্মীরাই ।

বাগনান, 14 সেপ্টেম্বর : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত বাগনানের মেনলক গ্রাম । গতকাল রাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 15 টি বাড়িতে ভাঙচুর করা হয় । এর পাশাপাশি চলে ব্যাপক বোমাবাজি । বেশ কয়েকটি মালবাহী গাড়ি এবং বাইকে ভাঙচুর করা হয় । এই ঘটনায় তৃণমূল-BJP মিলিয়ে কমপক্ষে পাঁচ জন জখম হয় ।

গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ ওই গ্রামে বেশকিছু BJP কর্মী জড়ো হয় এবং স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলে ঘটনার সূত্রপাত হয় বলে তৃণমূল কর্মীদের অভিযোগ । এরপর দু দলের মধ্যে শুরু হয় হাতাহাতি । এরপর তৃণমূলের কর্মীরা বেশ কয়েকটি BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ । পাল্টা BJP কর্মীরাও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে ছুটে যায় SDPO-র নেতৃত্বে বাগনান থানার বিরাট পুলিশবাহিনী ।

BJP-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওই এলাকায় তৃণমূলের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে । বেছে বেছে BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে । উল্টে পুলিশ BJP কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে । যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

বাগনানের বিধায়ক অরুণাভ সেন জানান, BJP কর্মীরা এলাকাকে অশান্ত করতে চাইছে । তাই পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে BJP কর্মীরাই ।

Last Updated : Sep 15, 2020, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.