ETV Bharat / state

Trains Depart From Howrah: আগামী পাঁচদিন দূরপাল্লার ট্রেন শালিমারের পরিবর্তে ছাড়বে হাওড়া থেকে - আধুনিকীকরণের জন্য হাওড়া থেকে ট্রেন ছাড়বে

শালিমার স্টেশনে জরুরি আধুনিকীকরণের কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন হাওড়া থেকে ছাড়বে (Trains Will Depart from Howrah) ৷ বুধবার এমনটাই জানাল পূর্ব রেলওয়ে। দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশনের বদলে হাওড়া স্টেশনকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে ৷

Trains Will Depart from Howrah
দূরপাল্লার ট্রেন
author img

By

Published : Jan 11, 2023, 8:32 PM IST

হাওড়া, 11 জানুয়ারি: শালিমার স্টেশন আধুনিকীকরণ করা হবে ৷ তার কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা জানাল পূর্ব রেলওয়ে। পাশাপাশি লাইনেও চলবে রক্ষণাবেক্ষণের কাজ ৷ একারণেই এমন সিদ্ধান্তের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে (Trains Will Depart from Howrah Instead of Shalimar Station)। চলতি মাসের 13-16 তারিখ পর্যন্ত এই কাজ চলবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। তবে আজ রাত থেকেই বেশ কিছু ট্রেন হাওড়া থেকে ছাড়বে ৷ এছাড়াও ওই চারদিন স্টেশনে ট্রেন পরিষেবা সম্পূর্ণ থাকবে ৷ এর জন্য হওয়া যাত্রীদের অসুবিধার জন্য পূর্ব রেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যে যে ট্রেনগুলি শালিমারের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে তা হল-

12842 চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস 12-15 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12841 শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস 13-16 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12101 লোকমান্য তিলক-শালিমার এক্সপ্রেস 13 এবং 14 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12102 শালিমার-লোকমান্য তিলক এক্সপ্রেস 15 এবং 16 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12905 পোড়বন্দর-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস আজ এবং আগামিকাল জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে

12906 শালিমার-পোড়বন্দর সুপারফাস্ট এক্সপ্রেস 13 এবং 14 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12151 লোকমান্য তিলক-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস আজ এবং আগামিকাল জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12152 শালিমার-লোকমান্য তিলক সুপারফাস্ট এক্সপ্রেস 13 এবং 14 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়বে

এছাড়াও পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কুয়াশার কারণে একাধিক দূরপাল্লার ট্রেনের সফরসূচির পরিবর্তন করেছে পূর্ব রেল ৷ সেই ট্রেনগুলি হল-

13483 মালদা টাউন-দিল্লি এক্সপ্রেস 11 জানুয়ারি, অর্থাৎ আজ রাত 12.05 মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে। ট্রেনটি ছাড়ার পূর্ববর্তী সময় ছিল 10 জানুয়ারি সন্ধ্যা 7.15 মিনিটে।

22405 ভাগলপুর-আনন্দ বিহার গরিব রথ এক্সপ্রেস ভাগলপুর থেকে আজ রাত 11 টায় ছাড়বে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল 10 জানুয়ারি, অর্থাৎ গতকাল দুপুর 1.40 মিনিটে।

22459 মধুপুর-আনন্দ বিহার এক্সপ্রেস মধুপুর থেকে ছেড়েছে আজ সন্ধ্যা 6.15 মিনিটে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল 10 জানুয়ারি দুপুর 12.15 মিনিটে।

এছাড়াও আরও ছয়টি মেল ও এক্সপ্রেস ট্রেনের সময় সূচী পরিবর্তন করা হয়েছে ৷ সেগুলি হল-

13005 হাওড়া-অমৃতসর মেল হাওড়া থেকে আজ রাত 11.55 মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল 10 জানুয়ারি সন্ধ্যা 7.15 মিনিটে।

12321 হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বই মেল হাওড়া থেকে আজ রাত 12.30 মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ববর্তী সময় ছিল গতকাল রাত 11.35 মিনিটে।

12897 শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস শিয়ালদা থেকে আজ দুপুর 2.30 মিনিটে ছেড়েছে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল তগকাল রাত 10.55 মিনিটে।

13009 হাওড়া-যোগ নাগরি ঋষিকেশ দুন এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে আজ রাত 11 টায়। ট্রেনটির পূর্ববর্তী সময় ছিল 10 জানুয়ারি রাত 8.25 মিনিটে।

12311 হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে আজ রাত 11.55 মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ববর্তী সময় ছিল গতকাল রাত 9.55 মিনিটে।

12331 হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়েছে আজ বিকেল 5.30 মিনিটে ছেড়েছে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল গতকাল রাত 11.55 মিনিটে।

হাওড়া, 11 জানুয়ারি: শালিমার স্টেশন আধুনিকীকরণ করা হবে ৷ তার কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা জানাল পূর্ব রেলওয়ে। পাশাপাশি লাইনেও চলবে রক্ষণাবেক্ষণের কাজ ৷ একারণেই এমন সিদ্ধান্তের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে (Trains Will Depart from Howrah Instead of Shalimar Station)। চলতি মাসের 13-16 তারিখ পর্যন্ত এই কাজ চলবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। তবে আজ রাত থেকেই বেশ কিছু ট্রেন হাওড়া থেকে ছাড়বে ৷ এছাড়াও ওই চারদিন স্টেশনে ট্রেন পরিষেবা সম্পূর্ণ থাকবে ৷ এর জন্য হওয়া যাত্রীদের অসুবিধার জন্য পূর্ব রেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যে যে ট্রেনগুলি শালিমারের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে তা হল-

12842 চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস 12-15 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12841 শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস 13-16 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12101 লোকমান্য তিলক-শালিমার এক্সপ্রেস 13 এবং 14 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12102 শালিমার-লোকমান্য তিলক এক্সপ্রেস 15 এবং 16 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12905 পোড়বন্দর-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস আজ এবং আগামিকাল জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে

12906 শালিমার-পোড়বন্দর সুপারফাস্ট এক্সপ্রেস 13 এবং 14 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12151 লোকমান্য তিলক-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস আজ এবং আগামিকাল জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে যাত্রা করবে

12152 শালিমার-লোকমান্য তিলক সুপারফাস্ট এক্সপ্রেস 13 এবং 14 জানুয়ারি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়বে

এছাড়াও পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কুয়াশার কারণে একাধিক দূরপাল্লার ট্রেনের সফরসূচির পরিবর্তন করেছে পূর্ব রেল ৷ সেই ট্রেনগুলি হল-

13483 মালদা টাউন-দিল্লি এক্সপ্রেস 11 জানুয়ারি, অর্থাৎ আজ রাত 12.05 মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে। ট্রেনটি ছাড়ার পূর্ববর্তী সময় ছিল 10 জানুয়ারি সন্ধ্যা 7.15 মিনিটে।

22405 ভাগলপুর-আনন্দ বিহার গরিব রথ এক্সপ্রেস ভাগলপুর থেকে আজ রাত 11 টায় ছাড়বে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল 10 জানুয়ারি, অর্থাৎ গতকাল দুপুর 1.40 মিনিটে।

22459 মধুপুর-আনন্দ বিহার এক্সপ্রেস মধুপুর থেকে ছেড়েছে আজ সন্ধ্যা 6.15 মিনিটে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল 10 জানুয়ারি দুপুর 12.15 মিনিটে।

এছাড়াও আরও ছয়টি মেল ও এক্সপ্রেস ট্রেনের সময় সূচী পরিবর্তন করা হয়েছে ৷ সেগুলি হল-

13005 হাওড়া-অমৃতসর মেল হাওড়া থেকে আজ রাত 11.55 মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল 10 জানুয়ারি সন্ধ্যা 7.15 মিনিটে।

12321 হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বই মেল হাওড়া থেকে আজ রাত 12.30 মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ববর্তী সময় ছিল গতকাল রাত 11.35 মিনিটে।

12897 শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস শিয়ালদা থেকে আজ দুপুর 2.30 মিনিটে ছেড়েছে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল তগকাল রাত 10.55 মিনিটে।

13009 হাওড়া-যোগ নাগরি ঋষিকেশ দুন এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে আজ রাত 11 টায়। ট্রেনটির পূর্ববর্তী সময় ছিল 10 জানুয়ারি রাত 8.25 মিনিটে।

12311 হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে আজ রাত 11.55 মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ববর্তী সময় ছিল গতকাল রাত 9.55 মিনিটে।

12331 হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়েছে আজ বিকেল 5.30 মিনিটে ছেড়েছে। ট্রেনটির পূর্ববর্তী সময়সূচি ছিল গতকাল রাত 11.55 মিনিটে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.