উলুবেড়িয়া, 2 মার্চ : হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার (Uluberia Municipality Results 2022) 32টি ওয়ার্ডের মধ্যে 28টিতে জয়ী হল তৃণমূল ৷ একটিতে সিপিআইএম, একটিতে বিজেপি ও একজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন । আর একটি ওয়ার্ডে কে জিতেছেন, তা জানা যায়নি ৷ হাওড়ার উলুবেরিয়া ওম দয়াল কলেজের বাইরে জয়ের পর সবুজ আবিরে বিজয়োৎসব করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা (TMC Wins in Uluberia) ।
শাসকদল সূত্রের খবর, উলুবেড়িয়া পৌরসভার সবক’টি আসনেই জয়ী হওয়ার কথা থাকলেও কেন এই চারটি ওয়ার্ড হাতছাড়া হল, তা খতিয়ে দেখা হবে ।
উল্লেখ্য, 2015 সালের পৌরসভার নির্বাচনে মোট 32টি ওয়ার্ডের মধ্যে শাসকদল 26টি ও বিরোধীরা 6টি আসনে জিতেছিল । এবারের নির্বাচনে দু’টি অতিরিক্ত ওয়ার্ড দখল করল তৃণমূল (tmc wins in uluberia municipality of howrah) । যদিও আগের পৌরসভার ভোটে ওই 6 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিলে বিরোধী শূন্য হয়ে গিয়েছিল পৌরসভা । এবারও একই পরিস্থিতি তৈরি হবে বলে দাবি শাসকদলের ।
উলুবেড়িয়া পৌরসভার 32টি ওয়ার্ডে 30 লাখের বেশি ভোটার ৷ ভোট পড়েছিল 68.64 শতাংশ ৷
আরও পড়ুন : Bengal civic polls result 2022 Live : বহরমপুর তৃণমূলের দখলে, নদিয়ার তাহেরপুর বামেদের