ETV Bharat / state

TMC MPs Controversial Remarks on Dhankhar : রাজ্যপালকে সাদা হাতির সঙ্গে তুলনা, বেনজির আক্রমণ কল্যাণের - রাজ্যপালকে সাদা হাতির সঙ্গে তুলনা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (TMC MPs Controversial Remarks on Dhankhar) ৷ তিনি রাজ্যপালকে সাদা হাতির তুলনা করেন ৷

tmc mp kalyan banerjee controversial remarks on wb governor jagdeep dhankhar
TMC MPs Controversial Remarks on Dhankhar : রাজ্যপালকে সাদা হাতির সঙ্গে তুলনা, বেনজির আক্রমণ কল্যাণের
author img

By

Published : Jan 1, 2022, 8:24 PM IST

ডোমজুড়, 1 জানুয়ারি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে সাদা হাতির সঙ্গে তুলনা করলেন শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (tmc mp kalyan banerjee controversial remarks on wb governor jagdeep dhankhar) । আজ, শনিবার হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রে দুয়ারে চিকিৎসক অনুষ্ঠানে এসে বেনজিরভাবে আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ । তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে রাজ্যপাল রাখা ও সাদা হাতি পোষা, একই ব্যাপার ৷

তিনি বলেন, ‘‘বি আর আম্বেদকর যদি জানতেন জগদীপ ধনকড়ের মতো কোনও ব্যক্তি রাজ্যপাল হবেন । তাহলে সংবিধানে রাজ্যপালের কোনও পদ তিনি রাখতেন না ।’’ তিনি রাজ্যপালকে হাস্যকর চরিত্র বলে কটাক্ষ করেন । তিনি প্রশ্ন তোলেন রাজ্যপালের সাংবিধানিক অধিকার নিয়েও ।

হাওড়া পৌরনিগম সংশোধনী বিল রাজ্যপাল আটকে রেখেছেন কোন অধিকারে, সেই প্রশ্ন তোলেন তিনি । তিনি বলেন, ‘‘বুদ্ধ, সিপিএম, মোদি- মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারেননি ৷ আর রাজ্যপাল তাঁদের কাছ খুবই নগণ্য । রাজ্যপাল নর্দমার পোকার মতো উড়ে যাবেন ।’’

রাজ্যপালকে সাদা হাতির সঙ্গে তুলনা, বেনজির আক্রমণ কল্যাণের

একই সঙ্গে তিনি রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তাঁর সঙ্গে সাংবিধানিক বিতর্কসভায় বসার জন্য ৷ তাঁর হুঁশিয়ারি, রাজ্যপাল বসলে তাঁকে বুঝিয়ে দেবেন সংবিধান কতটুকু অধিকার তাঁকে দিয়েছে ।

আরও পড়ুন : HMC (Amendment) Bill : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন, বিভ্রান্তি দূর করে জানালেন রাজ্যপাল

পাশাপাশি তিনি নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন ৷ তিনি বলেন, ‘‘ডোমজুড়ে যে 43 হাজার ভোটে হেরে গিয়েছে, তার বিষয়ে বেশি কথা বলা ঠিক নয় । অপ্রয়োজনে তাঁকে গুরুত্ব দেওয়া উচিত নয়। তৃণমূলের নেতারা ভাত আর সব্জি খেয়ে ভাল থাকতে পারেন, গদ্দারের মতো দক্ষিণ কলকাতায় চারটে বাড়ি, দুবাইতে ফ্ল্যাট লাগে না ।’’

ডোমজুড়, 1 জানুয়ারি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে সাদা হাতির সঙ্গে তুলনা করলেন শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (tmc mp kalyan banerjee controversial remarks on wb governor jagdeep dhankhar) । আজ, শনিবার হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রে দুয়ারে চিকিৎসক অনুষ্ঠানে এসে বেনজিরভাবে আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ । তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে রাজ্যপাল রাখা ও সাদা হাতি পোষা, একই ব্যাপার ৷

তিনি বলেন, ‘‘বি আর আম্বেদকর যদি জানতেন জগদীপ ধনকড়ের মতো কোনও ব্যক্তি রাজ্যপাল হবেন । তাহলে সংবিধানে রাজ্যপালের কোনও পদ তিনি রাখতেন না ।’’ তিনি রাজ্যপালকে হাস্যকর চরিত্র বলে কটাক্ষ করেন । তিনি প্রশ্ন তোলেন রাজ্যপালের সাংবিধানিক অধিকার নিয়েও ।

হাওড়া পৌরনিগম সংশোধনী বিল রাজ্যপাল আটকে রেখেছেন কোন অধিকারে, সেই প্রশ্ন তোলেন তিনি । তিনি বলেন, ‘‘বুদ্ধ, সিপিএম, মোদি- মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারেননি ৷ আর রাজ্যপাল তাঁদের কাছ খুবই নগণ্য । রাজ্যপাল নর্দমার পোকার মতো উড়ে যাবেন ।’’

রাজ্যপালকে সাদা হাতির সঙ্গে তুলনা, বেনজির আক্রমণ কল্যাণের

একই সঙ্গে তিনি রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তাঁর সঙ্গে সাংবিধানিক বিতর্কসভায় বসার জন্য ৷ তাঁর হুঁশিয়ারি, রাজ্যপাল বসলে তাঁকে বুঝিয়ে দেবেন সংবিধান কতটুকু অধিকার তাঁকে দিয়েছে ।

আরও পড়ুন : HMC (Amendment) Bill : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন, বিভ্রান্তি দূর করে জানালেন রাজ্যপাল

পাশাপাশি তিনি নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন ৷ তিনি বলেন, ‘‘ডোমজুড়ে যে 43 হাজার ভোটে হেরে গিয়েছে, তার বিষয়ে বেশি কথা বলা ঠিক নয় । অপ্রয়োজনে তাঁকে গুরুত্ব দেওয়া উচিত নয়। তৃণমূলের নেতারা ভাত আর সব্জি খেয়ে ভাল থাকতে পারেন, গদ্দারের মতো দক্ষিণ কলকাতায় চারটে বাড়ি, দুবাইতে ফ্ল্যাট লাগে না ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.