ETV Bharat / state

লিলুয়া পুলিশ ফাঁড়িতে তৃণমূল-BJP হাতাহাতি, গ্রেপ্তার 1

author img

By

Published : Mar 11, 2020, 7:54 PM IST

গতকাল সকাল সাড়ে ন'টা নাগাদ লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর হাটে বেশ কয়েকজন BJP কর্মী জড়ো হন। BJP কর্মীদের অভিযোগ, তাঁদের দেখে তৃণমূল কর্মীরা হঠাৎ গালিগালাজ শুরু করে । BJP কর্মীরা প্রতিবাদ করার পর তাঁরা লিলুয়া পুলিশ ফাঁড়িতে যান লিখিত অভিযোগ দায়ের করতে । সেই সময় স্থানীয় জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার নেতৃত্বে তৃণমূল কর্মীরাও ফাঁড়িতে পৌঁছান । পুলিশ সূত্রে খবর, সেখানেই দু'পক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়ে যায় ।

bjp_tmc_clash_under_liluah_ps_area
লিলুয়া পুলিশ ফাঁড়িতে তৃণমূল-BJP হাতাহাতি

লিলুয়া, 11 মার্চ : হাটের মধ্যে গালিগালাজকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারধর ৷ ঘটনায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে কোনা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে লিলুয়া পুলিশ ফাঁড়িতে ৷

স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল সাড়ে ন'টা নাগাদ লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর হাটে বেশ কয়েকজন BJP কর্মী জড়ো হন । BJP কর্মীদের অভিযোগ, তাঁদের দেখে তৃণমূল কর্মীরা হঠাৎ গালিগালাজ শুরু করে । BJP কর্মীরা প্রতিবাদ করার পর তারা লিলুয়া পুলিশ ফাঁড়িতে যান লিখিত অভিযোগ দায়ের করতে । সেই সময় স্থানীয় জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার নেতৃত্বে তৃণমূল কর্মীরাও ফাঁড়িতে পৌঁছান । পুলিশ সূত্রে খবর, সেখানেই দু'পক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়ে যায় । তৃণমূল কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে ধাক্কা মারে BJP কর্মীরা ৷ সেই সময় গৌতম মণ্ডল নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী পড়ে গিয়ে মাথা ফেটে যায় । তাঁকে পুলিশ তৎক্ষণাৎ কোনা হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন । পুলিশ এই ঘটনায় রমেশ নস্কর নামে এক BJP কর্মীকে গ্রেপ্তার করেছে ৷

ঘটনায় BJP নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতা গোবিন্দ হাজরার নেতৃত্বে ওই দলের কর্মীরা প্রায়ই BJP কর্মীদের ওপর হামলা চালাচ্ছে ও মারধর করছে । যদিও তৃণমূল পঞ্চায়েত প্রধান যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর বক্তব্য, BJP গোলমাল পাকানোর চেষ্টা করছে ৷

লিলুয়া, 11 মার্চ : হাটের মধ্যে গালিগালাজকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারধর ৷ ঘটনায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে কোনা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে লিলুয়া পুলিশ ফাঁড়িতে ৷

স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল সাড়ে ন'টা নাগাদ লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর হাটে বেশ কয়েকজন BJP কর্মী জড়ো হন । BJP কর্মীদের অভিযোগ, তাঁদের দেখে তৃণমূল কর্মীরা হঠাৎ গালিগালাজ শুরু করে । BJP কর্মীরা প্রতিবাদ করার পর তারা লিলুয়া পুলিশ ফাঁড়িতে যান লিখিত অভিযোগ দায়ের করতে । সেই সময় স্থানীয় জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার নেতৃত্বে তৃণমূল কর্মীরাও ফাঁড়িতে পৌঁছান । পুলিশ সূত্রে খবর, সেখানেই দু'পক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়ে যায় । তৃণমূল কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে ধাক্কা মারে BJP কর্মীরা ৷ সেই সময় গৌতম মণ্ডল নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী পড়ে গিয়ে মাথা ফেটে যায় । তাঁকে পুলিশ তৎক্ষণাৎ কোনা হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন । পুলিশ এই ঘটনায় রমেশ নস্কর নামে এক BJP কর্মীকে গ্রেপ্তার করেছে ৷

ঘটনায় BJP নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতা গোবিন্দ হাজরার নেতৃত্বে ওই দলের কর্মীরা প্রায়ই BJP কর্মীদের ওপর হামলা চালাচ্ছে ও মারধর করছে । যদিও তৃণমূল পঞ্চায়েত প্রধান যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর বক্তব্য, BJP গোলমাল পাকানোর চেষ্টা করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.