ETV Bharat / state

অনুপ্রবেশকারীদের ভয়েই তৃণমূলের বিরোধিতা, কটাক্ষ দিলীপ ঘোষের

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ৷ বলেন, "2021-র পর তাঁকে শুধু হাঁটাহাঁটি করতে হবে । তাই এখন থেকে মমতা হাঁটার অভ্যাস করছেন । BJP-কে মিছিলের জন্য বাইরে থেকে লোক আনতে হয় না ৷ বাংলার 2 কোটি 30 লাখ ভোটার আমাদের ভোট দিয়েছেন ৷ আমাদের 1 কোটি সদস্য রয়েছে ৷ উলটে দিদিমণি বাইরে থেকে লোক আনেন ৷ পুলিশ আর 100 দিনের কাজের লোক নিয়ে মিছিল করছেন ৷"

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : Dec 19, 2019, 8:37 PM IST

হাওড়া, 19 ডিসেম্বর : CAA, NRC - এর পাশাপাশি NPR-এরও বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস ৷ অনুপ্রবেশকারীরা রাজ্য সরকারকে ভয় দেখিয়েছে বলেই এই বিরোধিতা বলে মনে করছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেন, "আমাদের কাছে ভিডিয়ো এসেছে ৷ তারা বলছে, এটা চলবে না ৷ বন্ধ করতে হবে ৷ ওদের চাপে পড়ে তৃণমূল এটা বন্ধ করেছে ৷" 6 ডিসেম্বর BJP-র হাওড়া গ্রামীণ জেলায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শিবশঙ্কর বেজ ৷ সূত্রের খবর, নতুন সভাপতির পাশাপাশি দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করার জন্য আজ হাওড়ার ফুলেশ্বরে এসেছিলেন দিলীপ ঘোষ ৷

সাংগঠনিক আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ৷ বলেন, "2021-র পর তাঁকে শুধু হাঁটাহাঁটি করতে হবে । তাই এখন থেকে মমতা হাঁটার অভ্যাস করছেন । BJP-কে মিছিলের জন্য বাইরে থেকে লোক আনতে হয় না ৷ বাংলার 2 কোটি 30 লাখ ভোটার আমাদের ভোট দিয়েছেন ৷ আমাদের 1 কোটি সদস্য রয়েছে ৷ উলটে দিদিমণি বাইরে থেকে লোক আনেন ৷ পুলিশ আর 100 দিনের কাজের লোক নিয়ে মিছিল করছেন ৷"

অনুপ্রবেশকারীদের ভয়েই তৃণমূলের এই বিরোধিতা, মনে করছেন দিলীপ ঘোষ

BJP-র আন্দোলন সম্পর্কে দিলীপ বলেন, "BJP-র দম আছে ৷ বাংলার মানুষকে নামিয়ে দিদির বিরোধিতা করব ৷ আমরা শুরু করেছি ৷ দু-একদিনের মধ্যে বুঝতে পারবে ৷" কলকাতায় আজ বামদলগুলি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল করে । সেই প্রসঙ্গে দিলীপ বলেন, "বামেদের আন্দোলন আজ থেকে শুরু হচ্ছে ৷ তবে বামেদের বাংলার মানুষ ভুলে গেছে ৷"

হাওড়া, 19 ডিসেম্বর : CAA, NRC - এর পাশাপাশি NPR-এরও বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস ৷ অনুপ্রবেশকারীরা রাজ্য সরকারকে ভয় দেখিয়েছে বলেই এই বিরোধিতা বলে মনে করছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেন, "আমাদের কাছে ভিডিয়ো এসেছে ৷ তারা বলছে, এটা চলবে না ৷ বন্ধ করতে হবে ৷ ওদের চাপে পড়ে তৃণমূল এটা বন্ধ করেছে ৷" 6 ডিসেম্বর BJP-র হাওড়া গ্রামীণ জেলায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শিবশঙ্কর বেজ ৷ সূত্রের খবর, নতুন সভাপতির পাশাপাশি দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করার জন্য আজ হাওড়ার ফুলেশ্বরে এসেছিলেন দিলীপ ঘোষ ৷

সাংগঠনিক আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ৷ বলেন, "2021-র পর তাঁকে শুধু হাঁটাহাঁটি করতে হবে । তাই এখন থেকে মমতা হাঁটার অভ্যাস করছেন । BJP-কে মিছিলের জন্য বাইরে থেকে লোক আনতে হয় না ৷ বাংলার 2 কোটি 30 লাখ ভোটার আমাদের ভোট দিয়েছেন ৷ আমাদের 1 কোটি সদস্য রয়েছে ৷ উলটে দিদিমণি বাইরে থেকে লোক আনেন ৷ পুলিশ আর 100 দিনের কাজের লোক নিয়ে মিছিল করছেন ৷"

অনুপ্রবেশকারীদের ভয়েই তৃণমূলের এই বিরোধিতা, মনে করছেন দিলীপ ঘোষ

BJP-র আন্দোলন সম্পর্কে দিলীপ বলেন, "BJP-র দম আছে ৷ বাংলার মানুষকে নামিয়ে দিদির বিরোধিতা করব ৷ আমরা শুরু করেছি ৷ দু-একদিনের মধ্যে বুঝতে পারবে ৷" কলকাতায় আজ বামদলগুলি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল করে । সেই প্রসঙ্গে দিলীপ বলেন, "বামেদের আন্দোলন আজ থেকে শুরু হচ্ছে ৷ তবে বামেদের বাংলার মানুষ ভুলে গেছে ৷"

Intro:

ফুলেশ্বরে এসে এভাবেই মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এন পি আর এর বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন অনুপ্রবেশকারীরা রাজ্য সরকারকে ভয় দেখিয়েছে। আমাদের কাছে সেই ভিডিও এসেছে। তারা বলছে এটা চলবেনা বন্ধ করতে হবে আর ওদের চাপে পড়ে টি এম সি এটা বন্ধ করেছে। এদিন দিলীপ ঘোষ দাবি করেন দেশের স্বার্থে যা যা হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করবে।
২০২১ এর আগে তিনি হাঁটাহাঁটি অভ্যেস করছেন। কারণ ২০২১ এর পরে তাকে হাঁটা হাঁটি করতে হবে। বিজেপিকে মিছিলের জন্য বাইরে থেকে লোক আনতে হয়না বাংলার ২ কোটি ৩০ লক্ষ ভোটার আমাদের ভোট দিয়েছে আর আমাদের ১ কোটি সদস্য আছে । উল্টে দিদিমণি বাইরে থেকে লোক আনতে যারা পার্টির লোক নয়। পুলিশ আর ১০০ দিনের কাজের লোক নিয়ে মিছিল করছেন তাতেও বলছেনা। বিজেপি বাইরে থেকে লোক আনছে বৃহস্পতিবার ফুলেশ্বরের মনসতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলা কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ।
বিজেপির আন্দোলন সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন বিজেপির দম আছে, বাংলার মানুষকে নিয়ে বিরোধীতা করবে, আমরা শুরু করেছি দুয়েকদিনের মধ্যে সেটা বুঝতে পারবে। বামেদের আন্দোলন সম্পর্কে দিলীপ ঘোষ বলেন বামেদের বাংলার মানুষ ভুলে গেছে‌‌।
প্রসঙ্গত গত ৬ ই ডিসেম্বর বিজেপির হাওড়া গ্রামীণ জেলায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শিবশঙ্কর বেজ। সূত্রের খবর নতুন সভাপতির পাশাপাশি দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করার জন্য বৃহস্পতিবার দিলীপ ঘোষ ফুলেশ্বরে এসেছিলেন।Body:JConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.