হাওড়া, 7 অক্টোবর: উলুবেড়িয়াতে লোকাল ট্রেনের ধাক্কায় 3 নাবালকের মৃত্যু (Tragic Accident at Uluberia)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে । ঠিক কীকরে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।
স্থানীয় সূত্রের খবর, উলুবেড়িয়া স্টেশন থেকে কিছু দূরে ডোম পাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রেল লাইনে এই তিনজন নাবালক খেলছিল ৷ সেইসময় আচমকা লোকাল ট্রেন এসে যায়। রেললাইনে তিনজনকেই ধাক্কা মারে ৷ 3জনেরই বয়স 10 থেকে 12 বছরের মধ্যে বলে জানা গিয়েছ। গুরুতর আহত অবস্থায় এক কিশোর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন: লাইনে উঠে সেলফি ! ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন দুই যুবক
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যায় উলুবেড়িয়া থানা ও রেল পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেন, ‘‘উলুবেড়িয়া স্টেশনের কাছে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তদন্ত করা সমস্ত দিক খতিয়ে দেখা হবে।’’