ETV Bharat / state

ডিভিসি জল ছাড়ায় ভাঙল কুলিয়া ঘাটের বাঁশের সেতু, প্লাবিত একাধিক গ্রাম - হাওড়া

ডিভিসি থেকে জল ছাড়ার কারণে মুন্ডেশ্বরী ও রূপনারায়ণের কুলিয়া ঘাটের বাঁশের সেতু ভেঙে গেল । এর সঙ্গে ডুবেছে কুরচি সহ নদী তীরবর্তী বেশ কিছু এলাকা । ভোর রাত থেকে জল ঢুকছে গ্রামে । উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, রাজ্য সরকার ও জেলা প্রশাসন সজাগ রয়েছে ।

ডিভিসি জল ছাড়ায় ভাঙল কুলিয়া ঘাটের বাঁশের সেতু তাতে প্লাবিত একাধিক গ্রাম
ডিভিসি জল ছাড়ায় ভাঙল কুলিয়া ঘাটের বাঁশের সেতু তাতে প্লাবিত একাধিক গ্রাম
author img

By

Published : Jun 21, 2021, 4:32 PM IST

উদয়নারায়ণপুর ও আমতা , ২১ জুন : ডিভিসি থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বেশ কিছু এলাকা । জলের তোড়ে ভেঙে গিয়েছে মুন্ডেশ্বরী ও রূপনারায়ণের উপরের বাঁশের সেতু । ডিভিসির বাঁধ থেকে জল ছাড়ার কথা ঘোষণা করেছিল কর্তৃপক্ষ । সেই মতো গতকাল রাতে ৭০ হাজার কিউসেক, এদিন ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয় । এই জলের কারণেই প্লাবিত হয় দামোদরের পশ্চিম পাড় ।

এবারেও নিম্নচাপের জেরে ও বর্ষা প্রবেশ করায় একইভাবে ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা । হরিহরপুর, মুচিপাড়া দিয়ে জল ঢুকছে পার্শ্ববর্তী গ্রামগুলিতে । এর সঙ্গে ডুবেছে কুরচি সহ নদী তীরবর্তীর বেশ কিছু এলাকা । ভোর রাত থেকে গ্রামে জল ঢোকার ফলে ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকা থেকে মানুষজনকে সরানো হচ্ছে । উদয়নারায়ণপুরের পাশাপাশি আমতায় রূপনারায়ণ ও মুন্ডেশ্বরীর জলে ভেসে গেল কুলিয়া ঘাটের বাঁশের সেতু । ফলে আমতার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দ্বীপ অঞ্চল ভাটোরা ।

ডিভিসি জল ছাড়ায় ভাঙল কুলিয়া ঘাটের বাঁশের সেতু তাতে প্লাবিত একাধিক গ্রাম

আরও পড়ুন...বর্ষার শুরুতেই জলমগ্ন হাওড়া

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী শীল জানান, তাঁরা খুব আতঙ্কে আছেন । সবেমাত্র জল ঢোকা শুরু হয়েছে গ্রামে । যে পরিমাণে জল ঢুকছে তাতে এলাকার পিচ রাস্তা থেকে শুরু করে সব ডুবে যাবে । পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে যে এরপরে খাবার পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দিতে পারে ।

গ্রামের স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই পারাপারের জন্য বালির বস্তা জলের উপর ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করছে ।

আরও পড়ুন...Weather Forecast : মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

যদিও এই প্রসঙ্গে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা দাবি করেন, পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে না । অতীতেও এই ধরণের ঘটনা ঘটেছে । রাজ্য সরকার ও জেলা প্রশাসন সজাগ রয়েছে । তিনি আরও জানান, বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় দামোদরের নাব্যতা বাড়ানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । সব ঠিকমতো চললে আগামী বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে । তিনি বলেন, ‘‘দামোদরের পশ্চিম পাড়ে যাঁরা বসবাস করেন তাঁদের কাছে প্রতি বছর এই জলপ্লাবন অভিশাপের মতো দাঁড়িয়েছে । ইতিমধ্যে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে । গোটা বিষয়টার উপরে নজরদারি রাখা হয়েছে ।’’

উদয়নারায়ণপুর ও আমতা , ২১ জুন : ডিভিসি থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বেশ কিছু এলাকা । জলের তোড়ে ভেঙে গিয়েছে মুন্ডেশ্বরী ও রূপনারায়ণের উপরের বাঁশের সেতু । ডিভিসির বাঁধ থেকে জল ছাড়ার কথা ঘোষণা করেছিল কর্তৃপক্ষ । সেই মতো গতকাল রাতে ৭০ হাজার কিউসেক, এদিন ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয় । এই জলের কারণেই প্লাবিত হয় দামোদরের পশ্চিম পাড় ।

এবারেও নিম্নচাপের জেরে ও বর্ষা প্রবেশ করায় একইভাবে ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা । হরিহরপুর, মুচিপাড়া দিয়ে জল ঢুকছে পার্শ্ববর্তী গ্রামগুলিতে । এর সঙ্গে ডুবেছে কুরচি সহ নদী তীরবর্তীর বেশ কিছু এলাকা । ভোর রাত থেকে গ্রামে জল ঢোকার ফলে ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকা থেকে মানুষজনকে সরানো হচ্ছে । উদয়নারায়ণপুরের পাশাপাশি আমতায় রূপনারায়ণ ও মুন্ডেশ্বরীর জলে ভেসে গেল কুলিয়া ঘাটের বাঁশের সেতু । ফলে আমতার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দ্বীপ অঞ্চল ভাটোরা ।

ডিভিসি জল ছাড়ায় ভাঙল কুলিয়া ঘাটের বাঁশের সেতু তাতে প্লাবিত একাধিক গ্রাম

আরও পড়ুন...বর্ষার শুরুতেই জলমগ্ন হাওড়া

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী শীল জানান, তাঁরা খুব আতঙ্কে আছেন । সবেমাত্র জল ঢোকা শুরু হয়েছে গ্রামে । যে পরিমাণে জল ঢুকছে তাতে এলাকার পিচ রাস্তা থেকে শুরু করে সব ডুবে যাবে । পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে যে এরপরে খাবার পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দিতে পারে ।

গ্রামের স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই পারাপারের জন্য বালির বস্তা জলের উপর ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করছে ।

আরও পড়ুন...Weather Forecast : মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

যদিও এই প্রসঙ্গে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা দাবি করেন, পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে না । অতীতেও এই ধরণের ঘটনা ঘটেছে । রাজ্য সরকার ও জেলা প্রশাসন সজাগ রয়েছে । তিনি আরও জানান, বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় দামোদরের নাব্যতা বাড়ানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । সব ঠিকমতো চললে আগামী বছরের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে । তিনি বলেন, ‘‘দামোদরের পশ্চিম পাড়ে যাঁরা বসবাস করেন তাঁদের কাছে প্রতি বছর এই জলপ্লাবন অভিশাপের মতো দাঁড়িয়েছে । ইতিমধ্যে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে । গোটা বিষয়টার উপরে নজরদারি রাখা হয়েছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.