হাওড়া, 6 ডিসেম্বর: টেট উত্তীর্ণদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ায় শিবপুরে ৷ পুলিশি বাধার মুখে পড়ল আন্দোলনকারীরা ৷ থানায় তুলে নিয়ে যাওয়া হল তাঁদের ৷ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে টেট উত্তীর্ণরা ৷ পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন ওইসব প্রার্থীরা ৷
জানা গিয়েছে, 6 ডিসেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা । বুধবারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী হাওড়ার বঙ্কিম ব্রিজের নীচ থেকে জমায়েত হয়ে মিছিল করে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেন । রাজ্যে টেট প্রার্থীদের চাকরির দাবিতে তাঁরা মূলত বুধবার এই নবান্ন অভিযানের ডাক দেয় । এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রার্থীরা মিছিল করে হাওড়ার শিবপুর থানা এলাকার কাজী পাড়ায় আসে ৷ সেখানে পুলিশ তাঁদের বাধা দেয় । ফলে সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রার্থীরা । ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী ৷ তারা সেখান থেকে আন্দোলনকারীদের তুলে এনে প্রথমে শিবপুর পুলিশ লাইন ও পরে শিবপুর থানায় নিয়ে আসে । পুলিশের এহেন আচরণে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা । তাঁরা শিবপুর থানার সামনেই শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন । এরপর তাদের থানার ভিতরে নিয়ে যাওয়া হয় ।
মূলত 10 ডিসেম্বর এ বছরের টেট পরীক্ষা ছিল ৷ সেই পরীক্ষা পিছিয়ে 24 ডিসেম্বর করা হয়েছে । পরীক্ষার্থীদের অভিযোগ, ওই দিনই কলকাতার ব্রিগেডে মেগাসভা রয়েছে । তাঁরা ওই দিন পরীক্ষা দিতে যেতে পারবেন না । তাই তাঁদের দাবি, আগের তারিখ অর্থাৎ 10 ডিসেম্বর টেট পরীক্ষার ব্যবস্থা করা হোক । এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেন ।
বিক্ষোভে সামিল হওয়া টেট প্রার্থী জয়দীপ ধর পুলিশি হেনস্তার অভিযোগ তুলে বলেন, "আমরা গত বছরের ডিসেম্বর মাসে টেট পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি । আমরা এখনও ইন্টারভিউ দেওয়ার নোটিশ পাইনি । মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেছেন 267টি পদ খালি আছে । তাহলে এই বছর ফের নতুন করে টেট নেওয়ার কী যুক্তি আছে । যারা ইতিমধ্যে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে ইন্টারভিউতে কেন ডাকা হচ্ছে না । এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে নবান্নে যাচ্ছিলাম । পুলিশ রাস্তায় আমাদের আটকে আমাদের সঙ্গে চোর, ডাকাতের মতো ব্যবহার করে এখানে নিয়ে এসেছে । আমরা কী দোষ করেছি? " বুধবারের এই বিক্ষোভে উপস্থিত সকলেই চাইছেন তাঁদেরকে ইন্টারভিউতে বসার জন্য নোটিস দেওয়া হোক । মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে অবিলম্বে তাঁদেরকে বার্তা দিক ।
উল্লেখ্য, চলতি মাসের 24 তারিখ ব্রিগেডের মাঠে রাজ্যের সনাতন ধর্মের সংগঠনগুলি এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের বিশাল সমাবেশের ডাক দিয়েছে । সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে । তাই এই দিনটিকে পরিবর্তনের জন্য ইতিমধ্যেই ভারত সেবাশ্রম সঙ্ঘ-সহ সব হিন্দু সংগঠন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন করেছে । যদিও তাদের সেই আবেদনে এখনও নবান্ন থেকে কোনও সদুত্তর আসেনি বলেই সূত্রের খবর । এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই বিরক্ত হিন্দু সংগঠনগুলি ।
আরও পড়ুন: