ETV Bharat / state

বাঁকড়ায় ফের উত্তেজনা, CPI(M) পার্টি অফিসে আগুন ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - CPIM পার্টি অফিসে আগুন

আজ সকালে ওই এলাকার CPI(M) কর্মীরা দেখেন, পার্টি অফিসের তালা ভাঙা । ভিতরে ঢুকে দেখে কাগজপত্র সমস্তটাই পুড়ে গিয়েছে আগুনে । CPI(M) কর্মীদের অভিযোগ, এই ঘটনায় তৃণমূল দায়ী ।

Cpim party office
Cpim party office
author img

By

Published : Sep 14, 2020, 7:41 PM IST

Updated : Sep 14, 2020, 8:10 PM IST

ডোমজুড়, 14 সেপ্টেম্বর : হাওড়ার ডোমজুড় বাঁকড়া কবর পাড়ায় CPI(M) পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ । কাঠগড়ায় শাসক দল তৃণমূল । জানা গেছে, আজ সকালে ওই এলাকার CPI(M) কর্মীরা দেখেন, পার্টি অফিসের তালা ভাঙা । ভিতরে ঢুকে দেখে কাগজপত্র সমস্তটাই পুড়ে গিয়েছে আগুনে । আরও বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে । এর পরেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ছুটে আসেন ওই এলাকার CPI(M) কর্মীরা। খবর দেওয়া হয় ডোমজুড় থানায় । ঘটনাস্থানে আসে পুলিশ । তাঁরা খতিয়ে দেখছেন গোটা বিষয়টি ।

CPI(M)-র তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। CPI(M) কর্মীদের অভিযোগ, এই ঘটনায় তৃণমূল দায়ী । যদিও তৃণমূলের পক্ষ থেকে পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

CPI(M) পার্টি অফিসে আগুন ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উল্লেখ্য, গত 5 সেপ্টেম্বর ওই পার্টি অফিসে রক্তদান শিবিরকে কেন্দ্র করেই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । বানচাল হয়ে যায় রক্তদান শিবির । এরপর আজ ফের সেই একই পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।

ডোমজুড়, 14 সেপ্টেম্বর : হাওড়ার ডোমজুড় বাঁকড়া কবর পাড়ায় CPI(M) পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ । কাঠগড়ায় শাসক দল তৃণমূল । জানা গেছে, আজ সকালে ওই এলাকার CPI(M) কর্মীরা দেখেন, পার্টি অফিসের তালা ভাঙা । ভিতরে ঢুকে দেখে কাগজপত্র সমস্তটাই পুড়ে গিয়েছে আগুনে । আরও বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে । এর পরেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ছুটে আসেন ওই এলাকার CPI(M) কর্মীরা। খবর দেওয়া হয় ডোমজুড় থানায় । ঘটনাস্থানে আসে পুলিশ । তাঁরা খতিয়ে দেখছেন গোটা বিষয়টি ।

CPI(M)-র তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। CPI(M) কর্মীদের অভিযোগ, এই ঘটনায় তৃণমূল দায়ী । যদিও তৃণমূলের পক্ষ থেকে পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

CPI(M) পার্টি অফিসে আগুন ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উল্লেখ্য, গত 5 সেপ্টেম্বর ওই পার্টি অফিসে রক্তদান শিবিরকে কেন্দ্র করেই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । বানচাল হয়ে যায় রক্তদান শিবির । এরপর আজ ফের সেই একই পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।

Last Updated : Sep 14, 2020, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.