ETV Bharat / state

3 নভেম্বর গোলাবাড়ি থানা ঘেরাও, প্রয়োজনে মামলার হুঁশিয়ারি ট্যাক্সি সংগঠনের - Howrah taxi union

হাওড়া স্টেশন চত্বরে প্রাইভেট নম্বরের গাড়ির দৌরাত্ম্য ও পুলিশি জুলুমের অভিযোগে এর আগেও পুলিশ কমিশনার অনুজ শর্মাকে চিঠি দিয়েছিল হলুদ ট্যাক্সি সংগঠন । তবে তাতে কোনও ফল না হওয়ায় এবার থানা ঘেরাওয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা ।

golabari
ট্যাক্সি সংগঠন
author img

By

Published : Oct 29, 2020, 9:00 AM IST

হাওড়া, 29 অক্টোবর : 3 নভেম্বর হাওড়ার গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচি পালন করবে AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি । হাওড়া স্টেশন চত্বরে প্রাইভেট নম্বরের চারচাকা গাড়ির দৌরাত্ম্য ও পুলিশি জুলুমের অভিযোগ তুলে এই ঘেরাও কর্মসূচি ।

হাওড়া স্টেশন চত্বরে প্রাইভেট নম্বরের গাড়ির দৌরাত্ম্য ও পুলিশি জুলুমের অভিযোগে এর আগেও পুলিশ কমিশনার অনুজ শর্মাকে চিঠি দিয়েছিল হলুদ ট্যাক্সি সংগঠন । তবে তাতে কোনও ফল না হওয়ায় এবার থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয় তারা । হাওড়া স্টেশন চত্বরে যাত্রীদের প্রাইভেট নম্বরের গাড়িগুলি জোরজুলুম করে তাদের যাত্রী হাতিয়ে নিচ্ছে বলে ট্যাক্সি সংগঠনের অভিযোগ । শুধু তাই নয়, হাওড়া পুলিশের মদতে দীর্ঘদিন এই ধরনের বেআইনি কার্যকলাপ চলছে বলেও অভিযোগ করে তারা । এমনকী নিয়মিতভাবে হলুদ ট্যাক্সি চালকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে ।

সংগঠনের কনভেনার নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, "বিষয়টি বিস্তারিত জানিয়ে 10 সেপ্টেম্বর হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলাম ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছিলাম । কিন্তু প্রায় এক মাস কেটে গেল, এখনও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি । এরপর আমরা পুলিশ কমিশনারকেও পুরো বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছি । সেই চিঠির কোনও সদুত্তর আসেনি । তাই 3 নভেম্বর দুপুর 3 টেয় গোলাবাড়ি থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি নিতে বাধ্য হয়েছি আমরা । প্রয়োজনে হাইকোর্টে মামলা দায়েরও করা হবে ।"

এছাড়াও তিনি জানান, এই জুলুমের বিরোধিতা করায় তাঁদের চারজন চালক নিগৃহীত হন । এমনকী ট্যাক্সির চাকার হওয়া বের করে দেওয়া, ট্যাক্সি চালকদের গালিগালাজ ও তাঁদের মারধর করার অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে ।

হাওড়া, 29 অক্টোবর : 3 নভেম্বর হাওড়ার গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচি পালন করবে AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি । হাওড়া স্টেশন চত্বরে প্রাইভেট নম্বরের চারচাকা গাড়ির দৌরাত্ম্য ও পুলিশি জুলুমের অভিযোগ তুলে এই ঘেরাও কর্মসূচি ।

হাওড়া স্টেশন চত্বরে প্রাইভেট নম্বরের গাড়ির দৌরাত্ম্য ও পুলিশি জুলুমের অভিযোগে এর আগেও পুলিশ কমিশনার অনুজ শর্মাকে চিঠি দিয়েছিল হলুদ ট্যাক্সি সংগঠন । তবে তাতে কোনও ফল না হওয়ায় এবার থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয় তারা । হাওড়া স্টেশন চত্বরে যাত্রীদের প্রাইভেট নম্বরের গাড়িগুলি জোরজুলুম করে তাদের যাত্রী হাতিয়ে নিচ্ছে বলে ট্যাক্সি সংগঠনের অভিযোগ । শুধু তাই নয়, হাওড়া পুলিশের মদতে দীর্ঘদিন এই ধরনের বেআইনি কার্যকলাপ চলছে বলেও অভিযোগ করে তারা । এমনকী নিয়মিতভাবে হলুদ ট্যাক্সি চালকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে ।

সংগঠনের কনভেনার নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, "বিষয়টি বিস্তারিত জানিয়ে 10 সেপ্টেম্বর হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলাম ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছিলাম । কিন্তু প্রায় এক মাস কেটে গেল, এখনও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি । এরপর আমরা পুলিশ কমিশনারকেও পুরো বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছি । সেই চিঠির কোনও সদুত্তর আসেনি । তাই 3 নভেম্বর দুপুর 3 টেয় গোলাবাড়ি থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি নিতে বাধ্য হয়েছি আমরা । প্রয়োজনে হাইকোর্টে মামলা দায়েরও করা হবে ।"

এছাড়াও তিনি জানান, এই জুলুমের বিরোধিতা করায় তাঁদের চারজন চালক নিগৃহীত হন । এমনকী ট্যাক্সির চাকার হওয়া বের করে দেওয়া, ট্যাক্সি চালকদের গালিগালাজ ও তাঁদের মারধর করার অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.