বকুলতলা, 20 জুন : দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত খোলাখালি অঞ্চলের রঘুনাথপুরের বাসিন্দা সওকত মোল্লা পেশায় দর্জি । কিন্তু দর্জির পেশার আড়ালে তার মূল ব্যবসা ছিল বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি । কিছুদিন আগে একটি সূত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় পুলিশ । কিন্তু সেবার ব্যর্থ হয়ে ফিরতে হয় তাদের ।
মঙ্গলবার রাতে বারুইপুর পুলিশ জেলার আধিকারিকদের কাছে গোপন সূত্রে একটি খবর আসে। খবর পেয়েই স্পেশাল অপারেশন গ্রুপের OC লক্ষ্মীকান্ত বিশ্বাস ও বকুলতলা থানার OC হাবুল আচার্যর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মহিষমারি এলাকায় অভিযান চালায় । সেখানে একটি অটো সহ আটক করে সওকত মোল্লাকে । অটোর মধ্যে কাপড়ে জড়ানো অবস্থায় উদ্ধার হয় সাতটি লং ব্যারেল পাইপ গান , একটি ছোট পাইপ গান ও একটি সেভেন এম এম পিস্তল । এছাড়া বারো বোরের পনেরোটি কার্তুজ, সেভেন এম এম পিস্তলের পাঁচটি ও এইট এম এম পিস্তলে একটি কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার হয় ।
বুধবার বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান জানান, অনেকদিন ধরেই সওকত বাইরে থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে বিক্রি করছিল জয়নগর, বকুলতলা সহ বিভিন্ন এলাকায় । কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসত , কোথায় সেগুলি তৈরি হয় ও কোথায় কোথায় কাদের কাছে সেগুলি বিক্রি করা হত তা জানতে ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।