ETV Bharat / state

দর্জির কাজের আড়ালে অস্ত্র ব্যবসা, পুলিশি অভিযানে পর্দা ফাঁস - আগ্নেয়াস্ত্র

দর্জির কাজের আড়ালে চলতো আগ্নেয়াস্ত্রর ব্যবসা। যদিও শেষ পর্যন্ত পুলিশের ফাঁদে পড়ল ওই আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী । ধৃতের নাম সওকত মোল্লা । তার কাছে থেকে উদ্ধার হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 20, 2019, 6:16 AM IST

Updated : Jun 20, 2019, 3:22 PM IST

বকুলতলা, 20 জুন : দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত খোলাখালি অঞ্চলের রঘুনাথপুরের বাসিন্দা সওকত মোল্লা পেশায় দর্জি । কিন্তু দর্জির পেশার আড়ালে তার মূল ব্যবসা ছিল বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি । কিছুদিন আগে একটি সূত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় পুলিশ । কিন্তু সেবার ব্যর্থ হয়ে ফিরতে হয় তাদের ।

মঙ্গলবার রাতে বারুইপুর পুলিশ জেলার আধিকারিকদের কাছে গোপন সূত্রে একটি খবর আসে। খবর পেয়েই স্পেশাল অপারেশন গ্রুপের OC লক্ষ্মীকান্ত বিশ্বাস ও বকুলতলা থানার OC হাবুল আচার্যর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মহিষমারি এলাকায় অভিযান চালায় । সেখানে একটি অটো সহ আটক করে সওকত মোল্লাকে । অটোর মধ্যে কাপড়ে জড়ানো অবস্থায় উদ্ধার হয় সাতটি লং ব্যারেল পাইপ গান , একটি ছোট পাইপ গান ও একটি সেভেন এম এম পিস্তল । এছাড়া বারো বোরের পনেরোটি কার্তুজ, সেভেন এম এম পিস্তলের পাঁচটি ও এইট এম এম পিস্তলে একটি কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার হয় ।

বুধবার বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান জানান, অনেকদিন ধরেই সওকত বাইরে থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে বিক্রি করছিল জয়নগর, বকুলতলা সহ বিভিন্ন এলাকায় । কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসত , কোথায় সেগুলি তৈরি হয় ও কোথায় কোথায় কাদের কাছে সেগুলি বিক্রি করা হত তা জানতে ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বকুলতলা, 20 জুন : দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত খোলাখালি অঞ্চলের রঘুনাথপুরের বাসিন্দা সওকত মোল্লা পেশায় দর্জি । কিন্তু দর্জির পেশার আড়ালে তার মূল ব্যবসা ছিল বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি । কিছুদিন আগে একটি সূত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় পুলিশ । কিন্তু সেবার ব্যর্থ হয়ে ফিরতে হয় তাদের ।

মঙ্গলবার রাতে বারুইপুর পুলিশ জেলার আধিকারিকদের কাছে গোপন সূত্রে একটি খবর আসে। খবর পেয়েই স্পেশাল অপারেশন গ্রুপের OC লক্ষ্মীকান্ত বিশ্বাস ও বকুলতলা থানার OC হাবুল আচার্যর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মহিষমারি এলাকায় অভিযান চালায় । সেখানে একটি অটো সহ আটক করে সওকত মোল্লাকে । অটোর মধ্যে কাপড়ে জড়ানো অবস্থায় উদ্ধার হয় সাতটি লং ব্যারেল পাইপ গান , একটি ছোট পাইপ গান ও একটি সেভেন এম এম পিস্তল । এছাড়া বারো বোরের পনেরোটি কার্তুজ, সেভেন এম এম পিস্তলের পাঁচটি ও এইট এম এম পিস্তলে একটি কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার হয় ।

বুধবার বারুইপুর পুলিশ জেলার সুপার রশিদ মুনির খান জানান, অনেকদিন ধরেই সওকত বাইরে থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে বিক্রি করছিল জয়নগর, বকুলতলা সহ বিভিন্ন এলাকায় । কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসত , কোথায় সেগুলি তৈরি হয় ও কোথায় কোথায় কাদের কাছে সেগুলি বিক্রি করা হত তা জানতে ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Intro:দর্জির কাজের আড়ালে রমরমিয়ে চলতো আগ্নেঅস্ত্রের ব্যবসা। যদিও শেষমেশ পুলিশের ফাঁদে পড়লো ওই আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী। ধৃতের নাম সওকাত মোল্লা। তার কাছে থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ।

দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত খোলাখালী অঞ্চলের রঘুনাথপুরের বাসিন্দা সওকাত মোল্লা পেশায় দর্জি মিস্ত্রী । বাড়িতে দর্জির কাজের আড়ালে মূলত তার প্রধান ব্যবসা ছিল আগ্নেয়াস্ত্র বিক্রির। কিছুদিন আগে একটি সূত্রে খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় পুলিশ, ব্যর্থ হয়ে খালি হাতে হাতে ফিরতে হয় সেবার। মঙ্গলবার রাতে বারুইপুর পুলিশ জেলার আধিকারিকদের কাছে গোপন সূত্রে একটি খবর আসে। খবর পেয়েই তড়িঘড়ি বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপর ও.সি লক্ষিকান্ত বিশ্বাস ও বকুলতলা থানার ও.সি হাবুল আচার্য এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ বাহিনী হানা দেয় মোহিষমারি এলাকায় । সেখানে একটি আটো সহ আটক করে সওকাত মোল্লাকে। অটোর মধ্যে কাপড়ে জড়ানো অবস্থায় উদ্ধার হয় সাতটি লং ব্যারেল পাইপ গান , একটি ছোট পাইপ গান ও একটি সেভেন এম.এম পিস্তল । সঙ্গে বারো বোরের পনেরো টি কার্তুজ , সেভেন এম .এম পাঁচটি ও এইট এম.এম একটি কার্তুজ ও একটি ম্যাগাজিন । বুধবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান জানান অনেকদিন ধরেই সওকাত বাইরে থেকে আগ্নেয়াস্ত্র আমদানি করে বিক্রি করছিল জয়নগর , বকুলতলা সহ বিভিন্ন এলাকায় । কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসত , কোথায় তৈরি হয় ও কোথায় কোথায় কাদের কাছে তার মাধ্যমে পৌঁছে যেত তা জানতে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।
Last Updated : Jun 20, 2019, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.