হাওড়া, 8 জুন: "এটা 2023-এর বিজেপি, ভোট লুট করতে এলে তাকে হেঁটে ফিরে যেতে হবে না", শাসকদলকে হুমকি সুকান্ত'র। বৃহস্পতিবার হাওড়ার সাঁকরাইল ব্লকে দলীয় অনুষ্ঠানে এসে আসন্ন পঞ্চায়েত ভোটের মুখে এই ভাষাতেই শাসকদলকে হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি শাসকদলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, "এটা 18 নয়, 23-এর বিজেপি, কেউ ভোট লুট করতে এলে তাকে হেঁটে ফিরে যেতে হবে না। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ।
কেন্দ্রীয় সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে রাজ্যের হাজারটি বুথে জনসভা করার কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য বিজেপি। তারই অংশ হিসেবে এদিন সাঁকরাইল বিধানসভার অন্তর্গত মাশীলা গ্রাম পঞ্চায়েতের শ্যামসঙ্গু প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। তিনি এদিন সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সিবিআইয়ের নব জোয়ারের অভিনন্দন জানান। তিনি বলেন, "ভাইপো নব জোয়ার শুরু করেছিল, আজকে সিবিআই নব জোয়ার শুরু করেছে।"
তিনি শাসকদলকে কটাক্ষ করে বলেন, "বাংলার মানুষ বলছে আগে ববি যাবে না দিদি যাবে!" একসঙ্গে বিভিন্ন পৌরসভাতে সিবিআইয়ের অভিযান প্রসঙ্গে সুকান্ত বলেন, "60টি পৌরসভা থেকে ব্যাগ ভরতি নথি আধিকারিকরা নিয়ে গিয়েছে। তাই ববিদার উত্তেজনা বেড়ে গিয়েছে বলেই রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করছেন।" এছাড়াও এই নিয়োগ বিনা পয়সাতে হয়নি বলেই দাবি করেন সুকান্ত। সুকান্ত শাসকদলের নেতাদের কটাক্ষ করে বলেন আর কিছু দিনের মধ্যে গাইতে হবে 'হাম তুম তিহার মে বন্ধ হ্যায়, অউর চাবি খো যায়ে'।
আরও পড়ুন: কমিশনের সিদ্ধান্ত গণতন্ত্রের হত্যা অভিযোগ শুভেন্দুর, পালটা দিলেন রাজীবা
তিনি আরও বলেন, "তৃণমূলের নব জোয়ারে ভাটা পড়লেও সিবিআইয়ের নবজোয়ার শুরু হয়েছে।" সুকান্ত রাজ্যে নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার উদ্দেশ্যে বলেন, "মুখ্যমন্ত্রীর ভাইয়ের সঙ্গে বসে মদ্যপান করছেন সেই ছবি সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাই ঢুক ঢুক পিও আর যুগ যুগ জিও করুক তারা তাতে অসুবিধা নেই।"