ETV Bharat / state

মন্ত্রী অরূপ রায়ের হার্টে ব্লক, বসানো হল স্টেন্ট - মন্ত্রী অরূপ রায়ের হার্টে ব্লক

গতকাল হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি । আজ সকালে স্থানীয় চিকিৎসক অরূপ রায়কে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন । সেই মতো বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অরূপ রায়কে নিয়ে যাওয়া হয়েছে ৷

arup roy
arup roy
author img

By

Published : Jan 24, 2021, 10:18 PM IST

কলকাতা,24 জানুয়ারি : মন্ত্রী অরূপ রায়ের হার্টে একটি স্টেন্ট বসানো হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । আজ দুপুরে মন্ত্রীকে বুকের যন্ত্রণায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ।

গতকাল শনিবার হাওড়ায় দলীয় অফিসে কাজ করার সময়ে হঠাৎ অসুস্থতা বোধ করেন অরূপ রায়। তাঁর বুকে যন্ত্রণা হতে থাকে । এর পরেই বাড়িতে মন্ত্রীর চিকিৎসা শুরু হয় । শেষ রাতে ফের তাঁর বুকে শুরু হয় যন্ত্রণা । আজ, সকালে মন্ত্রীকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এর পরেই তাঁকে নিয়ে আসা হয় আলিপুরের বেসরকারি ওই হাসপাতালে।

আরও পডু়ন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অরূপ রায়

দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রীকে প্রথমে হাসপাতালের এমার্জেন্সিতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল । প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকে । এর পর মন্ত্রীকে দুপুরে হাসপাতালে ভর্তি করানো হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রীর হার্টের একটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে । এই কারণে আর্টারিতে একটি স্টেন্ট বসিয়ে ব্লক-মুক্ত করা হয়েছে । মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে ।

কলকাতা,24 জানুয়ারি : মন্ত্রী অরূপ রায়ের হার্টে একটি স্টেন্ট বসানো হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । আজ দুপুরে মন্ত্রীকে বুকের যন্ত্রণায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ।

গতকাল শনিবার হাওড়ায় দলীয় অফিসে কাজ করার সময়ে হঠাৎ অসুস্থতা বোধ করেন অরূপ রায়। তাঁর বুকে যন্ত্রণা হতে থাকে । এর পরেই বাড়িতে মন্ত্রীর চিকিৎসা শুরু হয় । শেষ রাতে ফের তাঁর বুকে শুরু হয় যন্ত্রণা । আজ, সকালে মন্ত্রীকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এর পরেই তাঁকে নিয়ে আসা হয় আলিপুরের বেসরকারি ওই হাসপাতালে।

আরও পডু়ন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অরূপ রায়

দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রীকে প্রথমে হাসপাতালের এমার্জেন্সিতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল । প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকে । এর পর মন্ত্রীকে দুপুরে হাসপাতালে ভর্তি করানো হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রীর হার্টের একটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে । এই কারণে আর্টারিতে একটি স্টেন্ট বসিয়ে ব্লক-মুক্ত করা হয়েছে । মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.