শালিমার, 30 সেপ্টেম্বর : শালিমার রেল ইয়ার্ডের 5 নম্বর গেটের শেড ভেঙে মৃত্যু হল একজনের ৷ আহত হয়েছেন আরও 5 জন ৷ দুর্ঘটনার পর ইয়ার্ড মাস্টারকে মারধরের অভিযোগ ওঠে উত্তেজিত জনতার বিরুদ্ধে ৷ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ মন্ত্রী অরূপ রায়কে ফোন করে খবর নেন ৷ আহতদের তদারকির জন্য মন্ত্রীকে নির্দেশ দেন ৷ অন্যদিকে, পূর্ব রেলের GM জানিয়েছেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে ৷
নতুন শেড তৈরির সময় দুর্ঘটনাটি ঘটে ৷ শেড ভেঙে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে ৷ আহতদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই একজনের মৃত্যু হয় ৷ মৃতের নাম দুখা চৌপাল ৷
ঘটনাস্থান পরিদর্শন করেন মন্ত্রী অরূপ রায় , হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা, IG(RPF) এস সি পাহাড়ি ৷