ETV Bharat / state

জগাছা শুট আউটের কিনারা, ধৃত মূল অভিযুক্ত

আজ বিকেলে হাওড়া সিটি পুলিশের একটি দল জগাছা এলাকায় অভিযান চালায় ৷ তখনই পুলিশের জালে আটকে যায় জগাছা শুট আউটে মূল অভিযুক্ত শংকর কর্মকার ৷

jagacha shootout case
jagacha shootout case
author img

By

Published : Sep 3, 2020, 11:04 PM IST

জগাছা, 3 সেপ্টেম্বর : অবশেষে জগাছা শুট আউটের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। পলাতক মূল অভিযুক্ত শংকর কর্মকার ও তার সহযোগী রিকুকে আজ বিকালে গ্রেপ্তার করে পুলিশ ৷ এই ঘটনায় আগেই আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় । আজ ধৃতদের ঘটনাস্থানে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে হাওড়া সিটি পুলিশের একটি দল জগাছা এলাকায় অভিযান চালায় ৷ তখনই পুলিশের জালে ধরা পড়ে জগাছা শুট আউটের মূল অভিযুক্ত শংকর কর্মকার ও তার সহযোগী রিকু ৷

ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করেছে পুলিশ

25 অগাস্ট ইছাপুর এলাকার একজন ছাঁট লোহার ব্যবসায়ী সুনীল ভৌমিককে গুলি করে শংকর ও তার দলবল । গুলি লাগলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী । 24 ঘণ্টার মধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত মনোজ, রাজু ও আবিদ নামে তিনজন গ্রেপ্তার করে সিটি পুলিশ ৷ যদিও, মূল অভিযুক্ত শংকর কর্মকারকে গ্রেপ্তার করতে পাড়েনি পুলিশ ৷ জেরায় অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকার করে, তলাবাজির টাকা না পেয়েই ওই ব্যবসায়ীকে লক্ষ করে গুলি করে তারা ।পালানোর সময় আরেক ব্যক্তির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাইক ছিনতাই করে পালায় । আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করেছে পুলিশ । ওই তিন অভিযুক্তকে নিয়ে শংকরের খোঁজে তল্লাশি চালানো হয় বিভিন্ন জায়গায় । কিন্তু কোথাও শংকরের খোঁজ পায়নি পুলিশ ৷

দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিতে জখম হন সুনীল ভৌমিকের ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভরতি করা হয়ে । বর্তমানে ওই ব্যবসায়ীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷

জগাছা, 3 সেপ্টেম্বর : অবশেষে জগাছা শুট আউটের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। পলাতক মূল অভিযুক্ত শংকর কর্মকার ও তার সহযোগী রিকুকে আজ বিকালে গ্রেপ্তার করে পুলিশ ৷ এই ঘটনায় আগেই আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় । আজ ধৃতদের ঘটনাস্থানে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে হাওড়া সিটি পুলিশের একটি দল জগাছা এলাকায় অভিযান চালায় ৷ তখনই পুলিশের জালে ধরা পড়ে জগাছা শুট আউটের মূল অভিযুক্ত শংকর কর্মকার ও তার সহযোগী রিকু ৷

ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করেছে পুলিশ

25 অগাস্ট ইছাপুর এলাকার একজন ছাঁট লোহার ব্যবসায়ী সুনীল ভৌমিককে গুলি করে শংকর ও তার দলবল । গুলি লাগলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী । 24 ঘণ্টার মধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত মনোজ, রাজু ও আবিদ নামে তিনজন গ্রেপ্তার করে সিটি পুলিশ ৷ যদিও, মূল অভিযুক্ত শংকর কর্মকারকে গ্রেপ্তার করতে পাড়েনি পুলিশ ৷ জেরায় অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকার করে, তলাবাজির টাকা না পেয়েই ওই ব্যবসায়ীকে লক্ষ করে গুলি করে তারা ।পালানোর সময় আরেক ব্যক্তির মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাইক ছিনতাই করে পালায় । আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করেছে পুলিশ । ওই তিন অভিযুক্তকে নিয়ে শংকরের খোঁজে তল্লাশি চালানো হয় বিভিন্ন জায়গায় । কিন্তু কোথাও শংকরের খোঁজ পায়নি পুলিশ ৷

দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিতে জখম হন সুনীল ভৌমিকের ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভরতি করা হয়ে । বর্তমানে ওই ব্যবসায়ীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.