ETV Bharat / state

Bike Trip: বয়স সংখ্যা মাত্র, বাইকে চেপে হিমালয় রক্ষার বার্তা দিচ্ছেন সাতান্নর শংকর

author img

By

Published : Dec 11, 2022, 10:30 PM IST

97 দিনে বাইকে করে 12,400 কিলোমিটার পথ পাড়ি । হিমালয় ভ্রমণ করে বাড়ি ফিরলেন হাওড়ার আন্দুলের সিদ্ধেশ্বরী তলার 57 বছরের প্রৌঢ় শংকর বন্দ্যোপাধ্যায় । বার্তা দিলেন পৃথিবী হোক দূষণমুক্ত, হিমালয় হোক দূষণমুক্ত, সুন্দর হোক প্রকৃতি (Message to Save Himalayas) ৷

Message to Save Himalayas
বাইকে চেপে হিমালয় রক্ষার বার্তা আন্দুলের প্রৌঢ়ের
হিমালয় রক্ষার বার্তা আন্দুলের প্রৌঢ়ের

হাওড়া, 11 ডিসেম্বর: একটা সময় বন্ধুরা তাঁর 100 সিসির হিরো বাইকটিকে 'বাজার করার বাইক' বলে কটাক্ষ করত । আর সেই দিন থেকেই তাঁর মনে জেদের সঞ্চার হয় । আর সেই মনের জোরেই দেবভূমি হিমালয়ের প্রতি একটা অপরিসীম ভালোবাসার টানে ও সমাজে হিমালয়ের প্রতি সচেতনতার বার্তা পৌঁছে দিতে 97 দিনে বাইক নিয়ে বারো হাজার চারশো কিলোমিটার পথ পাড়ি দিলেন শংকর বন্দ্যোপাধ্যায় । হিমালয় ভ্রমণ করে এলেন হাওড়ার আন্দুলের সিদ্ধেশ্বরী তলার 57 বছরের প্রৌঢ় (Message to Save Himalayas) ।

বয়স নিজের তালে হাঁটলেও তাঁর মনের অদম্য জেদ তাঁকে দিয়েছিল স্বপ্নপূরণের হাতছানি । দীর্ঘ 97 দিনের সফরে সেরে সম্প্রতি বাড়ি ফিরেছেন শংকর । হাওড়ার প্রৌঢ়ের চোখে এখনও স্পষ্ট হিমালয়ের ভয়াবহতা । এখনও যেন দু'টো চোখে ভাসছে নেপালের লুসতাং-এ ঘটে যাওয়া ধস এবং 6টি দুর্ঘটনা । এই সব কাটিয়ে বাড়ি ফিরেছেন স্বামী, এটা দেখেই যেন গর্বিত তাঁর স্ত্রী মিঠু বন্দ্যোপাধ্যায় ।

হিমালয়ের প্রতি ভালোবাসা ছোট থেকেই ছিল শংকর বন্দ্যোপাধ্যায়ের । আর সেই ইচ্ছে থেকেই ইচ্ছে পূরণের পিছনে ছুটছেন তিনি । বয়সের ক্যালেন্ডারে অনেকটা সময় এগিয়ে গেলেও শংকরকে ছুঁতে পারেনি বার্ধক্যের ক্লান্তি । তাই নিজের 100 সিসির বাইক নিয়েই ভারতজুড়ে 4টি সফর সেরে ফেলেছেন তিনি । কখনও এই বাইক নিয়ে ছুটে গিয়েছেন লাদাখ, কখনও আবার অরুণাচল, কখনও আবার গঙ্গার গতিপথ ধরে । তবে শুধুমাত্র সফর নয়, প্রতিবারই নানা সামাজিক বার্তা নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি । কখনও লাদাখে প্লাস্টিক মুক্তির বার্তা, কখনও আবার গঙ্গা সাফাইয়ের বার্তা ছিল তার সফরনামায় ।

আরও পড়ুন: সুস্থ থাকতে সাইকেল চালানোর বার্তা নিয়ে ঝাড়গ্রামে হাঙ্গেরির বার্থা

জানা গিয়েছে, আর এবার হিমালয়কে দূষণমুক্ত করার লক্ষ্যে গত 20 অগস্ট বাড়ি থেকে সফর শুরু করেন তিনি । মাঝে 97 দিনের হিমালয় প্রদক্ষিণের অভিজ্ঞতা । আর সব দুর্যোগ জয় করে গত 24 নভেম্বর বাড়ি ফিরে এলেন তিনি। তবে বাড়ি ফিরে তিনি নিয়ে এসেছেন অমূল্য সম্পদ । তা হল অনেক মানুষের ভালোবাসা । তাই 'পৃথিবীতে ভালো মানুষ কমে গিয়েছে' এই কথা মানতে নারাজ শংকর । তাঁর এই পুরো সফরে হোটেল কর্মী থেকে ট্রাক ড্রাইভার এবং কোটিপতি ব্যবসায়ী, সকলের থেকে অনেক ভালো ব্যবহার পেয়েছেন বলেই জানিয়েছেন । তবে শংকরের চোখে এখন একটাই স্বপ্ন, 'পৃথিবী হোক দূষণমুক্ত, হিমালয় হোক দূষণমুক্ত, সুন্দর হোক প্রকৃতি ৷'

হিমালয় রক্ষার বার্তা আন্দুলের প্রৌঢ়ের

হাওড়া, 11 ডিসেম্বর: একটা সময় বন্ধুরা তাঁর 100 সিসির হিরো বাইকটিকে 'বাজার করার বাইক' বলে কটাক্ষ করত । আর সেই দিন থেকেই তাঁর মনে জেদের সঞ্চার হয় । আর সেই মনের জোরেই দেবভূমি হিমালয়ের প্রতি একটা অপরিসীম ভালোবাসার টানে ও সমাজে হিমালয়ের প্রতি সচেতনতার বার্তা পৌঁছে দিতে 97 দিনে বাইক নিয়ে বারো হাজার চারশো কিলোমিটার পথ পাড়ি দিলেন শংকর বন্দ্যোপাধ্যায় । হিমালয় ভ্রমণ করে এলেন হাওড়ার আন্দুলের সিদ্ধেশ্বরী তলার 57 বছরের প্রৌঢ় (Message to Save Himalayas) ।

বয়স নিজের তালে হাঁটলেও তাঁর মনের অদম্য জেদ তাঁকে দিয়েছিল স্বপ্নপূরণের হাতছানি । দীর্ঘ 97 দিনের সফরে সেরে সম্প্রতি বাড়ি ফিরেছেন শংকর । হাওড়ার প্রৌঢ়ের চোখে এখনও স্পষ্ট হিমালয়ের ভয়াবহতা । এখনও যেন দু'টো চোখে ভাসছে নেপালের লুসতাং-এ ঘটে যাওয়া ধস এবং 6টি দুর্ঘটনা । এই সব কাটিয়ে বাড়ি ফিরেছেন স্বামী, এটা দেখেই যেন গর্বিত তাঁর স্ত্রী মিঠু বন্দ্যোপাধ্যায় ।

হিমালয়ের প্রতি ভালোবাসা ছোট থেকেই ছিল শংকর বন্দ্যোপাধ্যায়ের । আর সেই ইচ্ছে থেকেই ইচ্ছে পূরণের পিছনে ছুটছেন তিনি । বয়সের ক্যালেন্ডারে অনেকটা সময় এগিয়ে গেলেও শংকরকে ছুঁতে পারেনি বার্ধক্যের ক্লান্তি । তাই নিজের 100 সিসির বাইক নিয়েই ভারতজুড়ে 4টি সফর সেরে ফেলেছেন তিনি । কখনও এই বাইক নিয়ে ছুটে গিয়েছেন লাদাখ, কখনও আবার অরুণাচল, কখনও আবার গঙ্গার গতিপথ ধরে । তবে শুধুমাত্র সফর নয়, প্রতিবারই নানা সামাজিক বার্তা নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি । কখনও লাদাখে প্লাস্টিক মুক্তির বার্তা, কখনও আবার গঙ্গা সাফাইয়ের বার্তা ছিল তার সফরনামায় ।

আরও পড়ুন: সুস্থ থাকতে সাইকেল চালানোর বার্তা নিয়ে ঝাড়গ্রামে হাঙ্গেরির বার্থা

জানা গিয়েছে, আর এবার হিমালয়কে দূষণমুক্ত করার লক্ষ্যে গত 20 অগস্ট বাড়ি থেকে সফর শুরু করেন তিনি । মাঝে 97 দিনের হিমালয় প্রদক্ষিণের অভিজ্ঞতা । আর সব দুর্যোগ জয় করে গত 24 নভেম্বর বাড়ি ফিরে এলেন তিনি। তবে বাড়ি ফিরে তিনি নিয়ে এসেছেন অমূল্য সম্পদ । তা হল অনেক মানুষের ভালোবাসা । তাই 'পৃথিবীতে ভালো মানুষ কমে গিয়েছে' এই কথা মানতে নারাজ শংকর । তাঁর এই পুরো সফরে হোটেল কর্মী থেকে ট্রাক ড্রাইভার এবং কোটিপতি ব্যবসায়ী, সকলের থেকে অনেক ভালো ব্যবহার পেয়েছেন বলেই জানিয়েছেন । তবে শংকরের চোখে এখন একটাই স্বপ্ন, 'পৃথিবী হোক দূষণমুক্ত, হিমালয় হোক দূষণমুক্ত, সুন্দর হোক প্রকৃতি ৷'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.