ETV Bharat / state

কলেজের সামনে "জয়শ্রীরাম" ধ্বনি, BJP-TMCP সংঘর্ষে উত্তপ্ত ব্যাঁটরা - TMCP

ফেস্টুন লাগানোর সময় "জয়শ্রীরাম" ধ্বনি । ধুন্ধুমার হাওড়ার নরসিংহ দত্ত কলেজ চত্বর । পুলিশ এসে পরিস্থিতি সামলায় ।

নরসিংহ দত্ত কলেজ
author img

By

Published : Jun 28, 2019, 9:55 PM IST

Updated : Jun 28, 2019, 10:17 PM IST

হাওড়া, 28 জুন : "জয়শ্রীরাম" ধ্বনি দিয়ে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ার নরসিংহ দত্ত কলেজ । BJP-TMCP সংঘর্ষ হয় । ব্যাঁটরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংহ দত্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ ভারতীর জন্ম শতবার্ষিকীর ফেস্টুন টাঙাচ্ছিল BJP কর্মীরা । অভিযোগ, তাতে বাধা দেয় TMCP সদস্যরা । এই নিয়ে ঝামেলা বাধে দু'পক্ষের । বেশ কয়েকজন BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ।

দেখুন ভিডিয়ো

এদিকে তৃণমূল ছাত্র পরিষদের পালটা অভিযোগ, ফেস্টুন লাগানোর সময় তাদের সদস্যদের দেখে "জয়শ্রীরাম" ধ্বনি দিচ্ছিলেন BJP কর্মীরা । সেই সঙ্গে গালিগালাজও করছিলেন তাঁরা । যদিও অভিযোগ অস্বীকার করে BJP ।

ঝামেলার পর কলেজের সামনে বিক্ষোভ দেখান TMCP সদস্যরা । পরে ব্যাঁটরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।

হাওড়া, 28 জুন : "জয়শ্রীরাম" ধ্বনি দিয়ে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ার নরসিংহ দত্ত কলেজ । BJP-TMCP সংঘর্ষ হয় । ব্যাঁটরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংহ দত্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ ভারতীর জন্ম শতবার্ষিকীর ফেস্টুন টাঙাচ্ছিল BJP কর্মীরা । অভিযোগ, তাতে বাধা দেয় TMCP সদস্যরা । এই নিয়ে ঝামেলা বাধে দু'পক্ষের । বেশ কয়েকজন BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ।

দেখুন ভিডিয়ো

এদিকে তৃণমূল ছাত্র পরিষদের পালটা অভিযোগ, ফেস্টুন লাগানোর সময় তাদের সদস্যদের দেখে "জয়শ্রীরাম" ধ্বনি দিচ্ছিলেন BJP কর্মীরা । সেই সঙ্গে গালিগালাজও করছিলেন তাঁরা । যদিও অভিযোগ অস্বীকার করে BJP ।

ঝামেলার পর কলেজের সামনে বিক্ষোভ দেখান TMCP সদস্যরা । পরে ব্যাঁটরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।

Intro:একটি ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মধ্য হাওড়া নর সিংহ দত্ত কলেজের সামনে।নর সিংহ দত্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ ভারতীর জন্ম শত বার্ষিকীর ফেস্টুন টাঙাচ্ছিল বিজেপি কর্মীরা।অভিযোগ তখন তাতে বাধা দেয় টিএমসি কর্মীরা।এই নিয়ে ঝামেলা বাধে দু পক্ষের মধ্যে।পাল্টা অভিযোগ তৃণমূলের।ফেস্টুন লাগানোর সময় তাদের কর্মীদের দেখে জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছিল বিজেপি।অশ্রাব্য গালিগালাজ করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আসে ব্যান্টরা থানার পুলিশ।ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল।দু পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।
Body:বConclusion:
Last Updated : Jun 28, 2019, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.