ETV Bharat / state

হাওড়ায় গোল্ড লোন সংস্থায় ফিল্মি কায়দায় ডাকাতি, খোয়া গেল 26 কিলো সোনা - হাওড়া ডাকাতি

ভোরদুপুরে বেসরকারি স্বর্ণ বন্দক কম্পানি অফিসে ফিল্মি কায়দায় ডাকাতি । 26 কিলো সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া জগাছা থানার অন্তর্গত রামরাজাতলা স্টেশন রোডে ।

howrah robbery
howrah robbery
author img

By

Published : Oct 17, 2020, 7:45 PM IST

হাওড়া, 17 অক্টোবর : দিনদুপুরে হাওড়া রামরাজা তলা স্টেশন রোডে বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে দুঃসাহিক ডাকাতি । একেবারে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলল লুটপাঠ । প্রাণের ভয়ে অসহায়ভাবেই নিজেদের সম্পত্তি চোখের সামনে চলে যেতে দেখলেন গ্রাহকরা ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ দুপুরে গ্রাহক সেজে একদল লোক ওই অফিসে ঢোকে । এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করে তারা । মুহূর্তের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই গ্রাহকদের লকার রুমে বন্দী করে ফেলে তারা । এরপর ম্যানেজারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভল্টে নিয়ে গিয়ে চলে লুটপাঠ । অভিযোগ, ভল্ট থেকে প্রায় 26 কিলোগ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

হাওড়ায় গোল্ড লোন সংস্থায় ডাকাতি

এরপরই খবর দেওয়া হয় পুলিশে । খোয়া যাওয়া 26 কিলো সোনার গয়নার দাম প্রায় 1 কোটি 30 লক্ষ টাকা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছোয় জগাছা থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । ঘটনাস্থান থেকে হাতের ছাপের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম । এছাড়াও অফিসের CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

হাওড়া, 17 অক্টোবর : দিনদুপুরে হাওড়া রামরাজা তলা স্টেশন রোডে বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে দুঃসাহিক ডাকাতি । একেবারে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলল লুটপাঠ । প্রাণের ভয়ে অসহায়ভাবেই নিজেদের সম্পত্তি চোখের সামনে চলে যেতে দেখলেন গ্রাহকরা ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ দুপুরে গ্রাহক সেজে একদল লোক ওই অফিসে ঢোকে । এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করে তারা । মুহূর্তের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই গ্রাহকদের লকার রুমে বন্দী করে ফেলে তারা । এরপর ম্যানেজারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভল্টে নিয়ে গিয়ে চলে লুটপাঠ । অভিযোগ, ভল্ট থেকে প্রায় 26 কিলোগ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

হাওড়ায় গোল্ড লোন সংস্থায় ডাকাতি

এরপরই খবর দেওয়া হয় পুলিশে । খোয়া যাওয়া 26 কিলো সোনার গয়নার দাম প্রায় 1 কোটি 30 লক্ষ টাকা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছোয় জগাছা থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । ঘটনাস্থান থেকে হাতের ছাপের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম । এছাড়াও অফিসের CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.