ETV Bharat / state

উদ্ধার হল ম্যাজিশিয়ান ম্যানড্রেকের দেহ

ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান ম্যাজিশিয়ান ম্যানড্রেক । দীর্ঘ তল্লাশির পর গতকাল বিকেলে গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয় ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 18, 2019, 2:41 AM IST

হাওড়া, 18 জুন: অবশেষে উদ্ধার হল ম্যাজিশিয়ান ম্যানড্রেকের দেহ । দীর্ঘ তল্লাশির পর গতকাল বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে স্থানীয়রা ম্যাজিশিয়ান ম্যানড্রেকের দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন ।

জানা গেছে, গত রবিবার (16 জুন) হাত-পা বাঁধা অবস্থায় ম্যাজিক দেখাতে গঙ্গায় ঝাঁপ দেন ম্যানড্রেক ওরফে চঞ্চল লাহিড়ী । প্রায় 32 ফুট লম্বা চেন দিয়ে নিজের শরীর বেঁধে জলে ঝাঁপ দেন তিনি । ওই চেনে লাগানো ছিল 6টি তালাও । কিন্তু গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর থেকেই দেখা মেলেনি ম্যানড্রেকের । লম্বার চেনের 6টি তালা খুলে ম্যানড্রেকের মিলেনিয়াম পার্কে ওঠার কথা ছিল । কিন্তু দীর্ঘক্ষণ তিনি জল থেকে উঠছেন না দেখে শুরু হয় তল্লাশি । সন্ধে হয়ে যাওয়ায় তল্লাশি বন্ধ রাখা হয় রবিবার । সোমবার সকাল 10টা নাগাদ ফের তল্লাশি শুরু হয় । পরে রামকৃষ্ণপুর ঘাটের কাছে ম্যানড্রেকের দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন ।

এই সংক্রান্ত আরও খবর : ম্যাজিক নয়, হল ট্র্যাজিক; গঙ্গায় তলিয়ে গেলেন জাদুকর ম্যানড্রেক

পুলিশ সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর ঘাট থেকে বাজে কদমতলা ঘাটে লঞ্চের সাহায্যে নিয়ে আসা হয় ম্যানড্রেকের দেহ । পরে সেখান থেকে আর্মেনিয়াম ঘাটের কাছে ম্যাজিসিয়ানের দেহ জল থেকে তোলা হয় ।

হাওড়া, 18 জুন: অবশেষে উদ্ধার হল ম্যাজিশিয়ান ম্যানড্রেকের দেহ । দীর্ঘ তল্লাশির পর গতকাল বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে স্থানীয়রা ম্যাজিশিয়ান ম্যানড্রেকের দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন ।

জানা গেছে, গত রবিবার (16 জুন) হাত-পা বাঁধা অবস্থায় ম্যাজিক দেখাতে গঙ্গায় ঝাঁপ দেন ম্যানড্রেক ওরফে চঞ্চল লাহিড়ী । প্রায় 32 ফুট লম্বা চেন দিয়ে নিজের শরীর বেঁধে জলে ঝাঁপ দেন তিনি । ওই চেনে লাগানো ছিল 6টি তালাও । কিন্তু গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর থেকেই দেখা মেলেনি ম্যানড্রেকের । লম্বার চেনের 6টি তালা খুলে ম্যানড্রেকের মিলেনিয়াম পার্কে ওঠার কথা ছিল । কিন্তু দীর্ঘক্ষণ তিনি জল থেকে উঠছেন না দেখে শুরু হয় তল্লাশি । সন্ধে হয়ে যাওয়ায় তল্লাশি বন্ধ রাখা হয় রবিবার । সোমবার সকাল 10টা নাগাদ ফের তল্লাশি শুরু হয় । পরে রামকৃষ্ণপুর ঘাটের কাছে ম্যানড্রেকের দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন ।

এই সংক্রান্ত আরও খবর : ম্যাজিক নয়, হল ট্র্যাজিক; গঙ্গায় তলিয়ে গেলেন জাদুকর ম্যানড্রেক

পুলিশ সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর ঘাট থেকে বাজে কদমতলা ঘাটে লঞ্চের সাহায্যে নিয়ে আসা হয় ম্যানড্রেকের দেহ । পরে সেখান থেকে আর্মেনিয়াম ঘাটের কাছে ম্যাজিসিয়ানের দেহ জল থেকে তোলা হয় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.