ETV Bharat / state

যশের দাপটে রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত গ্রামীণ হাওড়ার বেশ কিছু এলাকা - রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত

বাঁধ ভাঙার পর রূপনারায়ণের জলে গ্রামের রাস্তা ডুবে গিয়েছে নিয়ে যায় ব্লক প্রশাসন । স্থানীয় দেওড়া হাইস্কুলে আপাতত আশ্রয় নিয়েছেন কয়েকশো গ্রামবাসী ।

রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত গ্রামীণ হাওড়ার বেশ কিছু এলাকা
রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত গ্রামীণ হাওড়ার বেশ কিছু এলাকা
author img

By

Published : May 27, 2021, 8:25 PM IST

হাওড়া, 27 মে : গ্রামীণ হাওড়ায় রূপনারায়ণের জলের চাপে ভাঙল নদীবাঁধ । নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনায় অশনি সংকেত দেখছে জেলা প্রশাসন । যদিও ঘূর্ণিঝড় যশ সরাসরি আঘাত হানেনি বাংলায় ৷ তবু হাওড়া গ্রামীণ এলাকায় ধ্বংসের চিহ্ন রেখে গিয়েছে যশ ।

হাওড়ার শ্যামপুর দু'নম্বর ব্লক পঞ্চায়েতের ধুধুটি, বৈকুণ্ঠপুর, চাউলিয়াসহ বিস্তীর্ণ এলাকা রূপনারায়ণ নদের জলের তলায় । গতকালের ভরা কোটালে রূপনায়ারণ নদের জলস্তর বাড়ার কারণে ভেঙে পড়ে নদীবাঁধের একাংশ । এরপরই হুড়মুড় করে জল ঢুকতে থাকে শ্যামপুর-2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় । কারওর গোটা বাড়ি রূপনারায়ণের করাল গ্রাসে ভেঙে পড়ে ৷ কারওর বাড়িতে এখনও হাঁটুর উপরে জল ।

রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত গ্রামীণ হাওড়ার বেশ কিছু এলাকা

বাঁধ ভাঙার পর রূপনারায়ণের জলে গ্রামের রাস্তা ডুবে গিয়েছে । বহু জায়গায় ধসে গিয়েছে রাস্তা ৷ যদিও আগে ভাগেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় ব্লক প্রশাসন । স্থানীয় দেওড়া হাইস্কুলে আপাতত আশ্রয় নিয়েছেন কয়েকশো গ্রামবাসী । আজ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা ।

আরও পড়ুন : রাজ্যে 15 জুন পর্যন্ত বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল যশের প্রভাবে রাজ্যে বৃষ্টিপাত হবে ৷ সকাল থেকেই সেই পূর্বাভাস মিলিয়ে দিয়ে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় ৷ আর এতেই অশনি সংকেত দেখছে জেলা প্রশাসন । নতুন করে আরও কিছু এলাকায় বাঁধ ভাঙার আশঙ্কা করছে জেলা প্রশাসন ৷

হাওড়া, 27 মে : গ্রামীণ হাওড়ায় রূপনারায়ণের জলের চাপে ভাঙল নদীবাঁধ । নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনায় অশনি সংকেত দেখছে জেলা প্রশাসন । যদিও ঘূর্ণিঝড় যশ সরাসরি আঘাত হানেনি বাংলায় ৷ তবু হাওড়া গ্রামীণ এলাকায় ধ্বংসের চিহ্ন রেখে গিয়েছে যশ ।

হাওড়ার শ্যামপুর দু'নম্বর ব্লক পঞ্চায়েতের ধুধুটি, বৈকুণ্ঠপুর, চাউলিয়াসহ বিস্তীর্ণ এলাকা রূপনারায়ণ নদের জলের তলায় । গতকালের ভরা কোটালে রূপনায়ারণ নদের জলস্তর বাড়ার কারণে ভেঙে পড়ে নদীবাঁধের একাংশ । এরপরই হুড়মুড় করে জল ঢুকতে থাকে শ্যামপুর-2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় । কারওর গোটা বাড়ি রূপনারায়ণের করাল গ্রাসে ভেঙে পড়ে ৷ কারওর বাড়িতে এখনও হাঁটুর উপরে জল ।

রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত গ্রামীণ হাওড়ার বেশ কিছু এলাকা

বাঁধ ভাঙার পর রূপনারায়ণের জলে গ্রামের রাস্তা ডুবে গিয়েছে । বহু জায়গায় ধসে গিয়েছে রাস্তা ৷ যদিও আগে ভাগেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় ব্লক প্রশাসন । স্থানীয় দেওড়া হাইস্কুলে আপাতত আশ্রয় নিয়েছেন কয়েকশো গ্রামবাসী । আজ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা ।

আরও পড়ুন : রাজ্যে 15 জুন পর্যন্ত বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল যশের প্রভাবে রাজ্যে বৃষ্টিপাত হবে ৷ সকাল থেকেই সেই পূর্বাভাস মিলিয়ে দিয়ে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় ৷ আর এতেই অশনি সংকেত দেখছে জেলা প্রশাসন । নতুন করে আরও কিছু এলাকায় বাঁধ ভাঙার আশঙ্কা করছে জেলা প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.