ETV Bharat / state

ছেলের মূর্তির পাশে দাঁড়িয়ে আবেগতাড়িত শহিদের মা - পুলওয়ামায় শহিদ বাবলু সাঁতরা

শহিদ বাবলু সাঁতরার স্মরণে মূর্তি স্থাপন করা হয় এলাকায় ৷ এমনকী তাঁর নামে রাস্তার নামকরণ করা হয় ৷

উলুবেড়িয়া
উলুবেড়িয়া
author img

By

Published : Feb 14, 2021, 6:45 PM IST

উলুবেড়িয়া, 14 ফেব্রুয়ারি : 14ই ফেব্রুয়ারি 2019 ৷ একটা ফোন ৷ বদলে দিয়েছিল পুরো এলাকার চিত্র ৷ ভালোবাসার দিনে শুধুই কান্নার শব্দ শোনা গিয়েছিল উলুবেড়িয়া জুড়ে ৷ শহিদ বাবলু সাঁতরার কফিন বন্দী দেহ এসেছিল উলুবেড়িয়ায় ৷ কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর মা ৷

আরও পড়ুন : সীমান্তের বদলে বাড়ির দরোয়ান! ফের কেন্দ্রকে মহুয়ার টুইট-খোঁচা

দু বছর পার হয়ে গেলেও যেন বিশ্বাস হয় না বনমালা সাঁতরার ৷ আজও ফোনের দিকে তাঁকিয়ে থাকেন ৷ ফোনের রিং হয় ঠিকই, কিন্তু প্রিয় বাবলুর ফোন আর আসে না...

ভিডিয়োতে শুনুন শহিদের মায়ের বক্তব্য

আজ এলাকার বিধায়কের উপস্থিতিতে শহিদ বাবলু সাঁতরার মূর্তি স্থাপন করা হয় ৷ উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস ৷ মূর্তি উন্মোচনের পাশাপাশি চেঙ্গাইল নেতাজি মোড় থেকে চক্কাশী 2 নম্বর কলোনি পর্যন্ত রাস্তার নাম বাবলু সাঁতরার নামে করা হয় ৷ ছেলের নামে রাস্তা তৈরি হওয়ায় খুশি বনমালা সাঁতরা ৷ তবে, আজও দগদগে সেই স্মৃতি ৷ তিনি বলেন, "দুবছর আগেও এই সময় বেঁচে ছিল ৷ একটু আগেই তৈরি হয়ে বের হয়েছিল ৷ আরেকটু সময় বাদেই আসবে মৃত্যু সংবাদ ৷" দেশের বীর সন্তানের স্মরণে ইদ্রিস আলি বলেন, "মূর্তি উন্মোচন নয় ৷ তাঁর নামে রাস্তার নামও করা হয়েছে ৷ বাবলু সাঁতরা যখন মারা গিয়েছিলেন, তখন সবাই তাঁর বাড়িতে গিয়েছিলাম ৷ আমরা সবাই তাঁর পরিবারের পাশে রয়েছি ৷"

উলুবেড়িয়া, 14 ফেব্রুয়ারি : 14ই ফেব্রুয়ারি 2019 ৷ একটা ফোন ৷ বদলে দিয়েছিল পুরো এলাকার চিত্র ৷ ভালোবাসার দিনে শুধুই কান্নার শব্দ শোনা গিয়েছিল উলুবেড়িয়া জুড়ে ৷ শহিদ বাবলু সাঁতরার কফিন বন্দী দেহ এসেছিল উলুবেড়িয়ায় ৷ কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর মা ৷

আরও পড়ুন : সীমান্তের বদলে বাড়ির দরোয়ান! ফের কেন্দ্রকে মহুয়ার টুইট-খোঁচা

দু বছর পার হয়ে গেলেও যেন বিশ্বাস হয় না বনমালা সাঁতরার ৷ আজও ফোনের দিকে তাঁকিয়ে থাকেন ৷ ফোনের রিং হয় ঠিকই, কিন্তু প্রিয় বাবলুর ফোন আর আসে না...

ভিডিয়োতে শুনুন শহিদের মায়ের বক্তব্য

আজ এলাকার বিধায়কের উপস্থিতিতে শহিদ বাবলু সাঁতরার মূর্তি স্থাপন করা হয় ৷ উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস ৷ মূর্তি উন্মোচনের পাশাপাশি চেঙ্গাইল নেতাজি মোড় থেকে চক্কাশী 2 নম্বর কলোনি পর্যন্ত রাস্তার নাম বাবলু সাঁতরার নামে করা হয় ৷ ছেলের নামে রাস্তা তৈরি হওয়ায় খুশি বনমালা সাঁতরা ৷ তবে, আজও দগদগে সেই স্মৃতি ৷ তিনি বলেন, "দুবছর আগেও এই সময় বেঁচে ছিল ৷ একটু আগেই তৈরি হয়ে বের হয়েছিল ৷ আরেকটু সময় বাদেই আসবে মৃত্যু সংবাদ ৷" দেশের বীর সন্তানের স্মরণে ইদ্রিস আলি বলেন, "মূর্তি উন্মোচন নয় ৷ তাঁর নামে রাস্তার নামও করা হয়েছে ৷ বাবলু সাঁতরা যখন মারা গিয়েছিলেন, তখন সবাই তাঁর বাড়িতে গিয়েছিলাম ৷ আমরা সবাই তাঁর পরিবারের পাশে রয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.