ETV Bharat / state

এবার থেকে লোকাল ট্রেনেও বাজবে রবীন্দ্র সংগীত - লোকাল ট্রেন পরিষেবা

যাত্রীদের মনোরঞ্জন করতে এবার পূর্ব রেলের লোকাল ট্রেনেও বাজবে রবীন্দ্র সংগীত এবং যন্ত্র সংগীত । তবে বিধানসভা নির্বাচনের আগে রেল কেন এই উদ্যোগ নিল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ।

eastern railway starts to play rabindra music
লোকাল ট্রেনেও বাজবে রবীন্দ্র সংগীত
author img

By

Published : Jan 21, 2021, 11:04 AM IST

Updated : Jan 21, 2021, 1:45 PM IST

হাওড়া, 21 জানুয়ারি : পূর্ব রেলের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর । রেল যাত্রার একঘেয়েমি কাটাতে এবার থেকে লোকাল ট্রেনের সমস্ত কামরায় বাজবে রবীন্দ্র সংগীত এবং যন্ত্রসংগীত । এতে খুশি নিত্যযাত্রীরা । তবে বিধানসভা নির্বাচনের আগে রেলের এই সিদ্ধান্তে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস । যদিও তাতে আমল দিতে রাজি নয় বিজেপি ।

কোরোনা আবহে বেশ কয়েক মাস বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা । দীর্ঘ টালবাহানার পর গত 9 নভেম্বর থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা । বর্তমানে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে 90 শতাংশ লোকাল ট্রেন কোভিড প্রোটোকল মেনে চালানো হচ্ছে । এবার যাত্রীদের মনোরঞ্জন করতে এই ডিভিশনে লোকাল ট্রেনে রবীন্দ্র সংগীত এবং যন্ত্র সংগীত বাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে আটটি কামরায় এই গান বাজানো হচ্ছে বলে জানিয়েছেন হাওড়ার ডিআরএম সঞ্জয় কুমার সাহা । মূলত লোকাল ট্রেনের প্রতিটি কামরায় যে অ্যানাউন্সিং সিস্টেম আছে তাতেই ওই গান বাজবে ।

এই পরিকল্পনার মূল উদ্দেশ্য যাত্রীদের মনোরঞ্জন এবং দীর্ঘ ট্রেন যাত্রা আরও সুখকর করা বলে জানিয়েছেন ডিআরএম । তিনি আরও বলেন, "ধীরে ধীরে সব লোকাল ট্রেনের কামরায় এই গান বাজানো হবে ।"

এদিকে ট্রেনের নিত্যযাত্রীরা জানিয়েছেন, কোরোনা আবহে রেলের এই ধরনের প্রয়াস কান ও মনের পক্ষে স্বাস্থ্যকর । অবসাদ কাটাতে সাহায্য করবে । বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার এই চেষ্টাকে যাত্রীরা স্বাগত জানিয়েছেন ।

তবে বিধানসভা নির্বাচনের আগে রেল কেন এই উদ্যোগ নিল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল । 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসেন । তারপর ট্র্যাফিক পুলিশ থেকে রাস্তার মোড়ে মোড়ে রবীন্দ্র সংগীত বাজানো চালু হয় । তৃণমূল নেতা ও রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়ের দাবি, বিজেপি সরকার মমতাদিকে নকল করছে । যা মানুষ ধরে ফেলবে । এতে মমতাদির নম্বর বাড়বে । সবটাই ভোটের জন্য বলে তিনি মন্তব্য করেন ।

লোকাল ট্রেনেও বাজবে রবীন্দ্র সংগীত

আরও পড়ুন : দৃষ্টিহীন, শুনে মুখস্থ দেড় হাজার রবীন্দ্র সংগীত

হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা অবশ্য বলেন, "এটা রেলের ভালো কাজ । তৃণমূল কংগ্রেস সবকিছুর মধ্যেই রাজনীতি দেখে ।" তিনি অভিযোগ করেন, কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্প তৃণমূল সরকার নিজেদের বলে চালাচ্ছে । মানুষ তা বোঝেন ।

হাওড়া, 21 জানুয়ারি : পূর্ব রেলের লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর । রেল যাত্রার একঘেয়েমি কাটাতে এবার থেকে লোকাল ট্রেনের সমস্ত কামরায় বাজবে রবীন্দ্র সংগীত এবং যন্ত্রসংগীত । এতে খুশি নিত্যযাত্রীরা । তবে বিধানসভা নির্বাচনের আগে রেলের এই সিদ্ধান্তে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস । যদিও তাতে আমল দিতে রাজি নয় বিজেপি ।

কোরোনা আবহে বেশ কয়েক মাস বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা । দীর্ঘ টালবাহানার পর গত 9 নভেম্বর থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা । বর্তমানে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে 90 শতাংশ লোকাল ট্রেন কোভিড প্রোটোকল মেনে চালানো হচ্ছে । এবার যাত্রীদের মনোরঞ্জন করতে এই ডিভিশনে লোকাল ট্রেনে রবীন্দ্র সংগীত এবং যন্ত্র সংগীত বাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে আটটি কামরায় এই গান বাজানো হচ্ছে বলে জানিয়েছেন হাওড়ার ডিআরএম সঞ্জয় কুমার সাহা । মূলত লোকাল ট্রেনের প্রতিটি কামরায় যে অ্যানাউন্সিং সিস্টেম আছে তাতেই ওই গান বাজবে ।

এই পরিকল্পনার মূল উদ্দেশ্য যাত্রীদের মনোরঞ্জন এবং দীর্ঘ ট্রেন যাত্রা আরও সুখকর করা বলে জানিয়েছেন ডিআরএম । তিনি আরও বলেন, "ধীরে ধীরে সব লোকাল ট্রেনের কামরায় এই গান বাজানো হবে ।"

এদিকে ট্রেনের নিত্যযাত্রীরা জানিয়েছেন, কোরোনা আবহে রেলের এই ধরনের প্রয়াস কান ও মনের পক্ষে স্বাস্থ্যকর । অবসাদ কাটাতে সাহায্য করবে । বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার এই চেষ্টাকে যাত্রীরা স্বাগত জানিয়েছেন ।

তবে বিধানসভা নির্বাচনের আগে রেল কেন এই উদ্যোগ নিল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল । 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসেন । তারপর ট্র্যাফিক পুলিশ থেকে রাস্তার মোড়ে মোড়ে রবীন্দ্র সংগীত বাজানো চালু হয় । তৃণমূল নেতা ও রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়ের দাবি, বিজেপি সরকার মমতাদিকে নকল করছে । যা মানুষ ধরে ফেলবে । এতে মমতাদির নম্বর বাড়বে । সবটাই ভোটের জন্য বলে তিনি মন্তব্য করেন ।

লোকাল ট্রেনেও বাজবে রবীন্দ্র সংগীত

আরও পড়ুন : দৃষ্টিহীন, শুনে মুখস্থ দেড় হাজার রবীন্দ্র সংগীত

হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা অবশ্য বলেন, "এটা রেলের ভালো কাজ । তৃণমূল কংগ্রেস সবকিছুর মধ্যেই রাজনীতি দেখে ।" তিনি অভিযোগ করেন, কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্প তৃণমূল সরকার নিজেদের বলে চালাচ্ছে । মানুষ তা বোঝেন ।

Last Updated : Jan 21, 2021, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.