ETV Bharat / state

লকডাউন : টিকিয়াপাড়ায় শতাধিক মানুষের মিছিলের উদ্যোক্তা কে ?

এরকম পরিস্থিতিতে শান্তি মিছিলকে সমর্থন করতে নারাজ হাওড়ার প্রাক্তন মেয়র তথা চিকিৎসক রথীন চক্রবর্তী ।

Tikiapara
ছবি
author img

By

Published : May 4, 2020, 6:43 PM IST

হাওড়া, 4 মে : টিকিয়াপাড়া এলাকায় শান্তি ফেরাতে মিছিলের আয়োজন করেছিল হাওড়া সিটি পুলিশ । এমনটাই দাবি তৃণমূল সংখ্যালঘু সেল (হাওড়া)-র সভাপতি ইসলামউদ্দিন লালার । তিনি বলেন, টিকিয়াপাড়া কাণ্ডে পুলিশের সঙ্গে কিছু অসাধু মানুষের যে ঘটনাটি ঘটেছিল তার ভিত্তিতেই মিছিলের আয়োজন করে পুলিশ । কিন্তু ঘটনায় আবেগ তাড়িত হয়ে কিছু মানুষ হঠাৎই মিছিলে বেরিয়ে পড়ে । কোরোনা আতঙ্কের মাঝে যেখানে জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে কীভাবে পুলিশের তরফে এই কর্মসূচির আয়োজন করা হল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

ঘটনায় BJP-র রাজ্য সম্পাদক সঞ্জয় সিং বলেন, "টিকিয়াপাড়া এলাকায় মিছিলের আয়োজন পুলিশ করেছিল । পুষ্পবৃষ্টির আয়োজনও তাদের তরফেই করা হয় । কিন্তু দলে দলে রাস্তায় লোক বেরোলে সংক্রমণ ছড়াবেই । তাহলে হাওড়া সিটি পুলিশ এর তরফ এই ধরনের মিছিলের আয়োজন কেন করা হল? "

যদিও সম্পূর্ণ ভিন্ন দাবি হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) জবি থমাসের । তিনি বলেন, "ওই দিন টিকিয়াপাড়া এলাকায় কোন মিছিলের আয়োজন পুলিশ করেনি । পুলিশের তরফে শুধুমাত্র টহলদারির ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু ওই এলাকার বাসিন্দারা স্বতঃপ্রণোদিত ভাবে বেরিয়ে এসেছিলেন । "

পাশাপাশি তার আরও দাবি, যারা যারা ওই সময় লকডাউন ভেঙ্গে রাস্তায় বেরিয়ে পড়েছিল তাদেরকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে হাওড়া সিটি পুলিশ । সেই ভিত্তিতে তদন্ত চলবে ।

শুধু তাই নয়, এরকম পরিস্থিতিতে শান্তি মিছিলকে সমর্থন করতে নারাজ হাওড়ার প্রাক্তন মেয়র তথা চিকিৎসক রথীন চক্রবর্তী । তিনি বলেন, "অংশগ্রহণকারী সকলের শরীরেই যে কোনও ভাইরাসের উপস্থিতি নেই এমন কোনও প্রমাণ নেই । ফলে একজনের মধ্যেও যদি এই ভাইরাসের উপস্থিতি থাকে তার থেকে সংক্রমিত হতে পারেন 100 জন ।"

হাওড়া, 4 মে : টিকিয়াপাড়া এলাকায় শান্তি ফেরাতে মিছিলের আয়োজন করেছিল হাওড়া সিটি পুলিশ । এমনটাই দাবি তৃণমূল সংখ্যালঘু সেল (হাওড়া)-র সভাপতি ইসলামউদ্দিন লালার । তিনি বলেন, টিকিয়াপাড়া কাণ্ডে পুলিশের সঙ্গে কিছু অসাধু মানুষের যে ঘটনাটি ঘটেছিল তার ভিত্তিতেই মিছিলের আয়োজন করে পুলিশ । কিন্তু ঘটনায় আবেগ তাড়িত হয়ে কিছু মানুষ হঠাৎই মিছিলে বেরিয়ে পড়ে । কোরোনা আতঙ্কের মাঝে যেখানে জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে কীভাবে পুলিশের তরফে এই কর্মসূচির আয়োজন করা হল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

ঘটনায় BJP-র রাজ্য সম্পাদক সঞ্জয় সিং বলেন, "টিকিয়াপাড়া এলাকায় মিছিলের আয়োজন পুলিশ করেছিল । পুষ্পবৃষ্টির আয়োজনও তাদের তরফেই করা হয় । কিন্তু দলে দলে রাস্তায় লোক বেরোলে সংক্রমণ ছড়াবেই । তাহলে হাওড়া সিটি পুলিশ এর তরফ এই ধরনের মিছিলের আয়োজন কেন করা হল? "

যদিও সম্পূর্ণ ভিন্ন দাবি হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) জবি থমাসের । তিনি বলেন, "ওই দিন টিকিয়াপাড়া এলাকায় কোন মিছিলের আয়োজন পুলিশ করেনি । পুলিশের তরফে শুধুমাত্র টহলদারির ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু ওই এলাকার বাসিন্দারা স্বতঃপ্রণোদিত ভাবে বেরিয়ে এসেছিলেন । "

পাশাপাশি তার আরও দাবি, যারা যারা ওই সময় লকডাউন ভেঙ্গে রাস্তায় বেরিয়ে পড়েছিল তাদেরকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে । একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে হাওড়া সিটি পুলিশ । সেই ভিত্তিতে তদন্ত চলবে ।

শুধু তাই নয়, এরকম পরিস্থিতিতে শান্তি মিছিলকে সমর্থন করতে নারাজ হাওড়ার প্রাক্তন মেয়র তথা চিকিৎসক রথীন চক্রবর্তী । তিনি বলেন, "অংশগ্রহণকারী সকলের শরীরেই যে কোনও ভাইরাসের উপস্থিতি নেই এমন কোনও প্রমাণ নেই । ফলে একজনের মধ্যেও যদি এই ভাইরাসের উপস্থিতি থাকে তার থেকে সংক্রমিত হতে পারেন 100 জন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.