ETV Bharat / state

Durga Puja 2023: মর্ত্যে নয়, এবার পার্বতী পুজো নেবেন কেদারে - পার্বতী পুজো

দুর্গাপুজোয় থিমের লড়াইতে একচুল জমি ছাড়তে চায় না কোনও পুজো কমিটি ৷ তবে এবার সাধ্যের মধ্যে মনে বিশ্বাস রেখে থিমের পুজোয় নেমেছে হাওড়ার বি গার্ডেন আইএইচই ওয়েলফেয়ার কমিটি ।

Durga Puja 2023 News
এবার পার্বতী পুজো নেবেন কেদারে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 7:47 PM IST

এবার পার্বতী পুজো নেবেন কেদারে

হাওড়া, 18 অক্টোবর: দুর্গাপুজোয় থিমের লড়াইতে একচুল জমি ছাড়তে চায় না কোনও পুজো কমিটি । বিশেষ করে শহরের নামজাদা বারোয়ারি পুজোগুলিতেই থিম বা কোনও এক ভাবনা অনুসারে তৈরি করা হয় মণ্ডপ এবং প্রতিমার সাজ । স্বাভাবিকভাবেই থিমের পুজোয় এগিয়ে থাকতে এবং সেই থিমকে একেবারে বাস্তবের কাছাকাছি করে তুলতে অনেক আগে থেকেই কাজ শুরু হয়ে যায় । বলাই বাহুল্য, খরচও হয় অনেক । তাই বড় বারোয়ারি পুজোগুলিতেই থিমের রমরমা দেখা যায় ।

তবে এবার সাধ্যের মধ্যে মনে বিশ্বাস রেখে থিমের পুজোয় নেমেছে হাওড়ার বি গার্ডেন আইএইচই ওয়েলফেয়ার কমিটি । এই বছর বি গার্ডেন আই এইচ ই ওয়েল ফেয়ার কমিটির পুজো 61 বছরে পদার্পণ করল । এই আবাসনে এতদিন মায়ের সাবেকি রূপই পূজিত হয়েছিল। তবে এই বছর কমিটির প্রবীণদের সঙ্গে যুক্ত হয়েছে নবীনরাও । তাই পুজোর ভাবনাতেও এসেছে নতুনত্বের ছোঁয়া । তাই প্রথমটায় তাঁরা নিজেদের ইচ্ছেতে কমিটির কাছে প্রকাশ করলে কিছুটা দ্বিধায় পড়েন তাঁরা । তবে মায়ের পুজোর টাকা এবং শক্তি মা’ই যোগাবেন । এই আত্মবিশ্বাসে ভর করেই দুই প্রজন্ম ধীরে ধীরে শুরু করে পুজো এবং প্যান্ডেল প্রস্তুতি । সর্বজনীন পুজো এই প্রথম হয়ে উঠতে চলেছে থিমপুজো ।

17টি ব্লক, 136টি ঘর নিয়ে তৈরি এই আবাসনের প্রতিটি আবাসিকের থেকে নেওয়া চাঁদাই ছিল পুজোর মূলধন । পুজোয় মূল চাঁদা ছাড়াও প্রতিটি দিনের ব্যয়ভার বহন এবং ভোগের টাকাও আবাসিকরা ভাগ করে নেন । ব্যক্তিগত প্রচেষ্টায় দিন-রাত সকলে মিলে চেষ্টা করছে অর্থ সংগ্রহের ।
চতুর্থীর সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন হবে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় । এ ছাড়াও পুজো উদ্যোক্তারা আমন্ত্রণ জানিয়েছেন, ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, স্থানীয় বিধায়ক নন্দিতা চৌধুরীকে । কেদারনাথের মন্দিরের আদলে তৈরি মণ্ডপে চতুর্থী থেকে দ্বাদশী পর্যন্ত সপরিবারে দেবী দুর্গা অধিষ্ঠান করবেন ।

এই আবাসনের পুজোর এক নবীন উদ্যোক্তা জিৎ বন্দ্যোপাধ্যায় জানান, আবাসনের পুজোয় তেমনভাবে থিমের পুজো খুব একটা দেখা যায় না । তবে এই বছর আবাসিকদের সহায়তায় এই আবাসন সেই চেষ্টা করল । উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয় প্যান্ডেল । কেদারনাথে পার্বতী দর্শন । তবে প্রতিমার সাজ সাবেকি । সীমিত ক্ষমতার মধ্যে অসম লড়াই করে এই অসাধ্য সাধন করা হয়েছে। তৈরি করা হয়েছে থিম সংও । এ ছাড়াও প্রায় প্রতিদিন রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান । পুজো প্রাঙ্গণ জমজমাট থাকছে প্রদীপ প্রজ্বলন, শঙ্খ ধ্বনি, প্রশ্নোত্তর, গানের লড়াইয়ের মতো প্রতিযোগিতার মধ্যে দিয়ে ৷

আরও পড়ুন: রাজ্য থেকে বিদায় বর্ষার, তবুও পুজোয় বৃষ্টি-অস্বস্তি

এবার পার্বতী পুজো নেবেন কেদারে

হাওড়া, 18 অক্টোবর: দুর্গাপুজোয় থিমের লড়াইতে একচুল জমি ছাড়তে চায় না কোনও পুজো কমিটি । বিশেষ করে শহরের নামজাদা বারোয়ারি পুজোগুলিতেই থিম বা কোনও এক ভাবনা অনুসারে তৈরি করা হয় মণ্ডপ এবং প্রতিমার সাজ । স্বাভাবিকভাবেই থিমের পুজোয় এগিয়ে থাকতে এবং সেই থিমকে একেবারে বাস্তবের কাছাকাছি করে তুলতে অনেক আগে থেকেই কাজ শুরু হয়ে যায় । বলাই বাহুল্য, খরচও হয় অনেক । তাই বড় বারোয়ারি পুজোগুলিতেই থিমের রমরমা দেখা যায় ।

তবে এবার সাধ্যের মধ্যে মনে বিশ্বাস রেখে থিমের পুজোয় নেমেছে হাওড়ার বি গার্ডেন আইএইচই ওয়েলফেয়ার কমিটি । এই বছর বি গার্ডেন আই এইচ ই ওয়েল ফেয়ার কমিটির পুজো 61 বছরে পদার্পণ করল । এই আবাসনে এতদিন মায়ের সাবেকি রূপই পূজিত হয়েছিল। তবে এই বছর কমিটির প্রবীণদের সঙ্গে যুক্ত হয়েছে নবীনরাও । তাই পুজোর ভাবনাতেও এসেছে নতুনত্বের ছোঁয়া । তাই প্রথমটায় তাঁরা নিজেদের ইচ্ছেতে কমিটির কাছে প্রকাশ করলে কিছুটা দ্বিধায় পড়েন তাঁরা । তবে মায়ের পুজোর টাকা এবং শক্তি মা’ই যোগাবেন । এই আত্মবিশ্বাসে ভর করেই দুই প্রজন্ম ধীরে ধীরে শুরু করে পুজো এবং প্যান্ডেল প্রস্তুতি । সর্বজনীন পুজো এই প্রথম হয়ে উঠতে চলেছে থিমপুজো ।

17টি ব্লক, 136টি ঘর নিয়ে তৈরি এই আবাসনের প্রতিটি আবাসিকের থেকে নেওয়া চাঁদাই ছিল পুজোর মূলধন । পুজোয় মূল চাঁদা ছাড়াও প্রতিটি দিনের ব্যয়ভার বহন এবং ভোগের টাকাও আবাসিকরা ভাগ করে নেন । ব্যক্তিগত প্রচেষ্টায় দিন-রাত সকলে মিলে চেষ্টা করছে অর্থ সংগ্রহের ।
চতুর্থীর সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন হবে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় । এ ছাড়াও পুজো উদ্যোক্তারা আমন্ত্রণ জানিয়েছেন, ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, স্থানীয় বিধায়ক নন্দিতা চৌধুরীকে । কেদারনাথের মন্দিরের আদলে তৈরি মণ্ডপে চতুর্থী থেকে দ্বাদশী পর্যন্ত সপরিবারে দেবী দুর্গা অধিষ্ঠান করবেন ।

এই আবাসনের পুজোর এক নবীন উদ্যোক্তা জিৎ বন্দ্যোপাধ্যায় জানান, আবাসনের পুজোয় তেমনভাবে থিমের পুজো খুব একটা দেখা যায় না । তবে এই বছর আবাসিকদের সহায়তায় এই আবাসন সেই চেষ্টা করল । উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয় প্যান্ডেল । কেদারনাথে পার্বতী দর্শন । তবে প্রতিমার সাজ সাবেকি । সীমিত ক্ষমতার মধ্যে অসম লড়াই করে এই অসাধ্য সাধন করা হয়েছে। তৈরি করা হয়েছে থিম সংও । এ ছাড়াও প্রায় প্রতিদিন রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান । পুজো প্রাঙ্গণ জমজমাট থাকছে প্রদীপ প্রজ্বলন, শঙ্খ ধ্বনি, প্রশ্নোত্তর, গানের লড়াইয়ের মতো প্রতিযোগিতার মধ্যে দিয়ে ৷

আরও পড়ুন: রাজ্য থেকে বিদায় বর্ষার, তবুও পুজোয় বৃষ্টি-অস্বস্তি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.