ETV Bharat / state

রাজনৈতিক দলের ব্য়ানার, ফেস্টুনে দৃশ্য দৃষণ হাওড়ায় - হাওড়া

নির্বাচন পর্ব মিটে গেলেও হাওড়া শহরজুড়ে চোখে পড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের জন্য লাগানো ব্যানার, ফেস্টুন, পতাকা ৷ একশ্রেণির নাগরিকদের অভিযোগ, এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ৷ অবিলম্বে ওই প্রচার সামগ্রী সরিয়ে ফেলা দরকার ৷

wb_hwh_01_postar, banner remains hanged after poll_wb10026
রাজনৈতিক দলের ব্য়ানার, ফেস্টুনে দৃশ্য দৃষণ হাওড়ায়
author img

By

Published : May 8, 2021, 2:23 PM IST

হাওড়া, 8 মে : ভোটপর্ব মিটলেও হাওড়া শহরে ছড়িয়ে যত্রতত্র রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও হোর্ডিং ৷ বাড়ছে দৃশ্য দূষণ ৷

বিধানসভা নির্বাচন পর্ব শেষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৷ কিন্তু ভোট পর্ব মিটলেও হাওড়া শহরে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং দেওয়াল লিখন জ্বলজ্বল করছে ৷ একশ্রেণির নাগরিকদের অভিযোগ, এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ৷ রাজনৈতিক দলগুলি প্রচারের এইসব সামগ্রী সরিয়ে দেওয়ার কথা মুখে বললেও এখনও পর্যন্ত সেই কাজ শুরু করেনি ৷ এতে ক্ষুব্ধ শহরের বাসিন্দারা ৷

ফি বছরের মতো এবারও নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহরজুড়ে লাগানো হয়েছিল ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৷ পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নামে ছিল দেওয়াল লিখন ৷

গত 10 এপ্রিল হাওড়া শহর এলাকার ভোটপর্ব মিটলেও এখনও জ্বলজ্বল করছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের জন্য লাগানো ব্যানার, পতাকা ৷ গত রবিবার ভোটের ফলাফল ঘোষণার পরও হেলদোল নেই রাজনৈতিক দলের কর্মীদের ৷ শহরের বাসিন্দাদের একাংশের মতে, অবিলম্বে ওই প্রচার সামগ্রী সরিয়ে ফেলা দরকার ৷ না হলে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য ৷

বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহার অভিযোগ, নির্বাচনের পর তাঁদের দলের কর্মীরা কাজ করতে পারছেন না ৷ তবে তাঁরা নিজেরা না সরালেও তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা ফেলে দিয়েছেন বলে অভিযোগ সুরজিতের ৷ যদিও সুরজিৎ স্বীকার করেন, এগুলো দ্রুত সরিয়ে দেওয়া দরকার ৷

অবিলম্বে বিভিন্ন রাজনৈতিক দলের ব্য়ানার, ফেস্টুন খুলে ফেলার দাবি তুলেছেন হাওড়ার বাসিন্দারা ৷

আরও পড়ুন : মুকুলের হাত ধরেও মেলেনি টিকিট, তালা জেলা পরিষদের সহ-সভাধিপতির দপ্তরে

তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান তথা বিধায়ক অরূপ রায় বলেন, ‘‘কোভিডের কারণে এখন মানুষকে আগে বাঁচাতে হবে ৷ পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হয়ে গেলেই আমরা ওই সব ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নেব ৷’’

হাওড়া, 8 মে : ভোটপর্ব মিটলেও হাওড়া শহরে ছড়িয়ে যত্রতত্র রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও হোর্ডিং ৷ বাড়ছে দৃশ্য দূষণ ৷

বিধানসভা নির্বাচন পর্ব শেষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৷ কিন্তু ভোট পর্ব মিটলেও হাওড়া শহরে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং দেওয়াল লিখন জ্বলজ্বল করছে ৷ একশ্রেণির নাগরিকদের অভিযোগ, এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ৷ রাজনৈতিক দলগুলি প্রচারের এইসব সামগ্রী সরিয়ে দেওয়ার কথা মুখে বললেও এখনও পর্যন্ত সেই কাজ শুরু করেনি ৷ এতে ক্ষুব্ধ শহরের বাসিন্দারা ৷

ফি বছরের মতো এবারও নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহরজুড়ে লাগানো হয়েছিল ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৷ পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নামে ছিল দেওয়াল লিখন ৷

গত 10 এপ্রিল হাওড়া শহর এলাকার ভোটপর্ব মিটলেও এখনও জ্বলজ্বল করছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের জন্য লাগানো ব্যানার, পতাকা ৷ গত রবিবার ভোটের ফলাফল ঘোষণার পরও হেলদোল নেই রাজনৈতিক দলের কর্মীদের ৷ শহরের বাসিন্দাদের একাংশের মতে, অবিলম্বে ওই প্রচার সামগ্রী সরিয়ে ফেলা দরকার ৷ না হলে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য ৷

বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহার অভিযোগ, নির্বাচনের পর তাঁদের দলের কর্মীরা কাজ করতে পারছেন না ৷ তবে তাঁরা নিজেরা না সরালেও তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা ফেলে দিয়েছেন বলে অভিযোগ সুরজিতের ৷ যদিও সুরজিৎ স্বীকার করেন, এগুলো দ্রুত সরিয়ে দেওয়া দরকার ৷

অবিলম্বে বিভিন্ন রাজনৈতিক দলের ব্য়ানার, ফেস্টুন খুলে ফেলার দাবি তুলেছেন হাওড়ার বাসিন্দারা ৷

আরও পড়ুন : মুকুলের হাত ধরেও মেলেনি টিকিট, তালা জেলা পরিষদের সহ-সভাধিপতির দপ্তরে

তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান তথা বিধায়ক অরূপ রায় বলেন, ‘‘কোভিডের কারণে এখন মানুষকে আগে বাঁচাতে হবে ৷ পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হয়ে গেলেই আমরা ওই সব ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নেব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.