হাওড়া, 19 ফেব্রুয়ারি : শেষ পর্যন্ত হাওড়ার জগাছায় স্টোনম্যান কায়দায় খুনের ঘটনার কিনারা করল পুলিশ ৷ গ্রেপ্তার করা হল 4 জনকে ৷ ভারী কিছু থেঁতলে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল ৷ তবে 24 ঘণ্টার মধ্যেই রহস্যের সমাধান করল হাওড়া সিটি পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঘটনায় অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে জগাছা থানার পুলিশ । অভিযুক্তরা হল মহম্মদ সলমন, মহম্মদ সাজ্জাদ, মহম্মদ সাইফুদ্দিন ও মহম্মদ রিঙ্কু ৷ অভিযুক্তেরা মূলত বিহারের বাসিন্দা হলেও অস্থায়ীভাবে চুনাভাটি ও সাঁতরাগাছি অঞ্চলে থাকে৷ পুলিশের বক্তব্য, যে খুন হয়েছে এবং ধৃতেরা অপরাধমূলক কাজের সঙ্গেই জড়িত ৷ সেদিন নিজেদের মধ্যে কোনও সমস্যার জেরে পরিকল্পিতভাবে খুন করা হয় সোনুকে ৷
খুনের ঘটনাটি ঘটে গতকাল দুপুরে জগাছা থানার অন্তর্গত দক্ষিণ মৌরি এলাকায় ৷ সেখানকার একটি ঝোপের মধ্যে থেকে এক যুবকের মাথা মুখ থ্যাঁতলানো দেহ উদ্ধার হয় । মৃতের নাম মহম্মদ সোনু ৷ পাথর বা ওই রকম ভারী কিছু দিয়ে আঘাত করে সোনুকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল । তবু স্টোনম্যান কায়দায় খুনের ঘটনার কারণে বেশ কিছু বিষয়ে ধন্দ ছিল ৷ তবু দ্রুতই ঘটনার কিনারা করল পুলিশ ৷ পুলিশের দাবি, মৃত যুবক মহম্মদ সোনু ও অভিযুক্তরা একে অপরের পরিচিত । সমাজবিরোধী কাজের সঙ্গেই যুক্ত এরা ।
আজ হাওড়া সিটি পুলিশ DC সাউথ জবি থমাস বলেন, " টাকা পয়সা নিয়ে বচসার জেরে খুনের ঘটনা ঘটে । পরিকল্পিত খুন ৷ "