ETV Bharat / state

কালীঘাট দর্শনে এসে আটকে পড়া তীর্থযাত্রীদের বাড়ি ফেরানো হল

প্রায় 50 দিন পর বাড়ি ফিরছেন এরাজ্যে আসা বেশকিছু পুণ্যার্থী ।কালীঘাট দর্শনে এসে আটকে পড়েন তাঁরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 16, 2020, 5:14 PM IST

হাওড়া, 16 মে : প্রায় 50 দিন পর বাড়ি ফিরছেন এরাজ্যে আসা কয়েকজন পুণ্যার্থী । গতকাল একটি আশ্রমের উদ্যোগে তাঁদের বাড়ি ফেরানোর জন্য বাসের ব্যবস্থা করা হয় । ভিনরাজ্য থেকে এরাজ্যে কালীঘাট মন্দির দর্শন ও পুজো দিতে এসে আটকে পড়েছিলেন তাঁরা।

লকডাউনের শুরু থেকেই রাজ্যে আটকে ছিলেন এঁরা । যাঁর মধ্যে মহিলা, পুরুষ ও শিশুরা রয়েছে । লকডাউন পরিস্থিতিতে হাওড়ার গঙ্গার ধারে তেলকল ঘাটে একটি আশ্রমে ঠাঁই নিয়েছিলেন। দীর্ঘ টালবাহানার পর গতকাল বাড়ির উদ্দেশে রওনা দিলেন । এতদিন ধরে এই আশ্রমের তরফে তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল । প্রশাসনের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, বাড়ি ফেরানোর ব্যবস্থা তো দূরের কথা, সামান্য চিকিৎসা কিংবা খাওয়ানোর কোনও রকম ব্যবস্থা করা হয়নি তাঁদের জন্য ।

লডাউনের সময় 100 জনের বেশি তীর্থযাত্রী আটকে পড়েন । রাজস্থান, দিল্লি, গোয়ালিয়র, উত্তরপ্রদেশ থেকে এঁরা এসেছিলেন কালীঘাটে পুজো দিতে । এরপরই শুরু হয় লকডাউন । প্রথম দিকে কয়েকজনকে আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে বাড়ি ফিরিয়ে দেওয়া হলেও, বাকিদের ফেরানো সম্ভব হয়নি । এরপর বিষয়টি নিয়ে মিডিয়ায় খবর প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন । রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় এঁদের বাড়ি ফেরানোর জন্য সরকারি অনুমতিপত্র পাস করান । এরপর গতকাল ওই আশ্রমের উদ্যোগে একটি বাস ভাড়া করে তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয় ।

হাওড়া, 16 মে : প্রায় 50 দিন পর বাড়ি ফিরছেন এরাজ্যে আসা কয়েকজন পুণ্যার্থী । গতকাল একটি আশ্রমের উদ্যোগে তাঁদের বাড়ি ফেরানোর জন্য বাসের ব্যবস্থা করা হয় । ভিনরাজ্য থেকে এরাজ্যে কালীঘাট মন্দির দর্শন ও পুজো দিতে এসে আটকে পড়েছিলেন তাঁরা।

লকডাউনের শুরু থেকেই রাজ্যে আটকে ছিলেন এঁরা । যাঁর মধ্যে মহিলা, পুরুষ ও শিশুরা রয়েছে । লকডাউন পরিস্থিতিতে হাওড়ার গঙ্গার ধারে তেলকল ঘাটে একটি আশ্রমে ঠাঁই নিয়েছিলেন। দীর্ঘ টালবাহানার পর গতকাল বাড়ির উদ্দেশে রওনা দিলেন । এতদিন ধরে এই আশ্রমের তরফে তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল । প্রশাসনের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, বাড়ি ফেরানোর ব্যবস্থা তো দূরের কথা, সামান্য চিকিৎসা কিংবা খাওয়ানোর কোনও রকম ব্যবস্থা করা হয়নি তাঁদের জন্য ।

লডাউনের সময় 100 জনের বেশি তীর্থযাত্রী আটকে পড়েন । রাজস্থান, দিল্লি, গোয়ালিয়র, উত্তরপ্রদেশ থেকে এঁরা এসেছিলেন কালীঘাটে পুজো দিতে । এরপরই শুরু হয় লকডাউন । প্রথম দিকে কয়েকজনকে আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে বাড়ি ফিরিয়ে দেওয়া হলেও, বাকিদের ফেরানো সম্ভব হয়নি । এরপর বিষয়টি নিয়ে মিডিয়ায় খবর প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন । রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় এঁদের বাড়ি ফেরানোর জন্য সরকারি অনুমতিপত্র পাস করান । এরপর গতকাল ওই আশ্রমের উদ্যোগে একটি বাস ভাড়া করে তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.