ETV Bharat / state

চাল ও ডালে পোকা ! ডোমজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ - Domjur, howrah

আজ সকালে চাল ও ডালে পোকা পাওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷

domjur anganwari
ডোমজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের
author img

By

Published : Aug 10, 2020, 6:16 PM IST

হাওড়া, 10 অগাস্ট : ডোমজুড়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালে ও ডালে পোকা পাওয়া গেছে বলে অভিযোগ ৷ ঘটনায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । ওই কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন তাঁরা ।

আজ সকালে ডোমজুড়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল ও ছোলা দেওয়ার কথা ছিল । সেকারণে অভিভাবকরা ওই কেন্দ্রে আসেন । কথা মতো তা দেওয়াও শুরু হয় । কিন্তু, চাল, ডাল ও ছোলায় পোকা পাওয়া গেছে বলে অভিযোগ । তখন অভিভাবকরা খাদ্যসামগ্রী নিতে অস্বীকার করেন ৷ বিক্ষোভও দেখাতে থাকেন তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ডোমজুড় থানার পুলিশ । আসেন ডোমজুড়ের BDO রাজা ভৌমিকও ।

অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খারাপ মানের চাল ও ডাল দেওয়া হয় । কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি ।

ডোমজুড়ের BDO বলেন, তিনি ঘটনাটি জানার পর চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসারকে এই ব্যাপারে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন । শিশুদের খাবারের ক্ষেত্রে মান এবং পরিমাণ নিয়ে কোনও আপস করা হবে না ৷

হাওড়া, 10 অগাস্ট : ডোমজুড়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালে ও ডালে পোকা পাওয়া গেছে বলে অভিযোগ ৷ ঘটনায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । ওই কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন তাঁরা ।

আজ সকালে ডোমজুড়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল ও ছোলা দেওয়ার কথা ছিল । সেকারণে অভিভাবকরা ওই কেন্দ্রে আসেন । কথা মতো তা দেওয়াও শুরু হয় । কিন্তু, চাল, ডাল ও ছোলায় পোকা পাওয়া গেছে বলে অভিযোগ । তখন অভিভাবকরা খাদ্যসামগ্রী নিতে অস্বীকার করেন ৷ বিক্ষোভও দেখাতে থাকেন তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ডোমজুড় থানার পুলিশ । আসেন ডোমজুড়ের BDO রাজা ভৌমিকও ।

অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খারাপ মানের চাল ও ডাল দেওয়া হয় । কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি ।

ডোমজুড়ের BDO বলেন, তিনি ঘটনাটি জানার পর চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসারকে এই ব্যাপারে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন । শিশুদের খাবারের ক্ষেত্রে মান এবং পরিমাণ নিয়ে কোনও আপস করা হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.