বাগনান, 6 জুন : দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশীর হাতে খুন হলেন এক প্রৌঢ় । রবিবার সকাল 8 টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগনানের নুন্ঠিয়া বাজারে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত রবিবারেও নুন্ঠিয়া বাজারে এসেছিলেন বাগনান খাজুরনানের বাসিন্দা শেখ আবদুল খালেক । তখনই ধারালো অস্ত্র নিয়ে প্রতিবেশী শেখ আসরাফ তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ ৷
ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ আবদুল খালেকের । তারপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আসরাফ । এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার লোকজন । অবিলম্বে দোষীকে গ্রেফতারের দাবিতে বাগনান শ্যামপুর রাস্তার নুন্ঠিয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের ঘিরেও বিক্ষোভের পাশাপাশি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় ।
এই ঘটনার পরে আরও পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকাবাসীর দাবি, শেখ আসরাফের নামে নানা দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে ।
মৃতের ছেলে শেখ মহিবুল দাবি করেন, প্রকাশ্যে তাঁর বাবাকে খুন করা হয়েছে । খুনের আসামীকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁর বাবার মৃতদেহ নিয়ে যেতে দেবেন না বলেও জানান তিনি ।
আরও পড়ুন : Covid Vaccination : কো-উইনের ধাঁচে রাজ্য আসছে নয়া পোর্টাল, বেনভ্যাক্স
তিনি আরও দাবি করেন, শেখ আসরাফ আলি তাঁদের প্রতিবেশী । দুই পরিবারের একে অপরের সঙ্গে কোনও অশান্তি নেই । কেন তাঁর বাবাকে খুন হতে হল সেই কারণ তিনি জানেন না ।
কি কারণে এই খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।