ETV Bharat / state

হাওড়ায় কোরোনায় আক্রান্ত আরও 1 স্বাস্থ্যকর্মী - corona infected

কোরোনার আক্রান্ত নার্সকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে । গতকাল ভোরে তাঁকে সেখানে ভরতি করা হয় । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই ওই মহিলার জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয় । এরপর সত্য বলা I D হাসপাতালে তার লালা রসের নমুনা পরীক্ষার পর জানা যায় ওই মহিলা COVID-19 পজ়েটিভ ।

one health worker infecte with corona virus in howrah
হাওড়ায় কোরোনায় আক্রান্ত আরও 1 স্বাস্থ্যকর্মী
author img

By

Published : Apr 14, 2020, 5:50 PM IST

Updated : Apr 14, 2020, 8:59 PM IST

হাওড়া, 14 এপ্রিল : ফের কোরোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ৷ এবার সংক্রমণ এক নার্সের শরীরে ৷ এর আগে কোরোনা সংক্রমণ হয় হাওড়া হাসপাতালের সুপারের ৷ এবার হাওড়ার বেসরকারি হাসপাতালের এক নার্সের শরীরে মিলল ভাইরাসের জীবাণু ৷

কোরোনায় আক্রান্ত ওই নার্সকে নিয়ে যাওয়া হয় M R বাঙুর হাসপাতালে । গতকাল ভোরে তাঁকে সেখানে ভরতি করা হয় । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন । হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই ওই মহিলার জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয় । এরপর সত্যবালা I D হাসপাতালে তাঁর লালা রসের নমুনা পরীক্ষার পর জানা যায় ওই মহিলা COVID-19 পজ়েটিভ । এরপরই তাঁকে তড়িঘড়ি সত্যবালা I D হাসপাতাল থেকে M R বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

দিন দিন বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ বিশ্বে কোরোনা সংক্রমণের সংখ্যা 19 লাখ 25 হাজার 179 জন ৷ মৃতের সংখ্যা 1 লাখ 19 হাজার 699 জন ৷ বর্তমানে সবথেকে বেশি মৃত্যুর সাক্ষী অ্যামেরিকা ৷ মৃতের সংখ্যা 23 হাজার 644 ৷ এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা আজ 10 হাজার ছাড়িয়েছে ৷ মোট সংখ্যাটা 10363 ৷ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 339 ৷

এ রাজ্যে আক্রান্তের সংখ্যা 110 ৷ মৃতের সংখ্যা 7 ৷ তবে সুস্থ হয়ে উঠেছেন অনেকজন ৷ তবে, আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যাটা কম ৷ সুস্থ হয়ে উঠেছেন মোট 1035 জন ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 8988 জন ৷

হাওড়া, 14 এপ্রিল : ফের কোরোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ৷ এবার সংক্রমণ এক নার্সের শরীরে ৷ এর আগে কোরোনা সংক্রমণ হয় হাওড়া হাসপাতালের সুপারের ৷ এবার হাওড়ার বেসরকারি হাসপাতালের এক নার্সের শরীরে মিলল ভাইরাসের জীবাণু ৷

কোরোনায় আক্রান্ত ওই নার্সকে নিয়ে যাওয়া হয় M R বাঙুর হাসপাতালে । গতকাল ভোরে তাঁকে সেখানে ভরতি করা হয় । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন । হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই ওই মহিলার জ্বর এবং অন্যান্য উপসর্গ দেখা দেয় । এরপর সত্যবালা I D হাসপাতালে তাঁর লালা রসের নমুনা পরীক্ষার পর জানা যায় ওই মহিলা COVID-19 পজ়েটিভ । এরপরই তাঁকে তড়িঘড়ি সত্যবালা I D হাসপাতাল থেকে M R বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

দিন দিন বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ বিশ্বে কোরোনা সংক্রমণের সংখ্যা 19 লাখ 25 হাজার 179 জন ৷ মৃতের সংখ্যা 1 লাখ 19 হাজার 699 জন ৷ বর্তমানে সবথেকে বেশি মৃত্যুর সাক্ষী অ্যামেরিকা ৷ মৃতের সংখ্যা 23 হাজার 644 ৷ এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা আজ 10 হাজার ছাড়িয়েছে ৷ মোট সংখ্যাটা 10363 ৷ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 339 ৷

এ রাজ্যে আক্রান্তের সংখ্যা 110 ৷ মৃতের সংখ্যা 7 ৷ তবে সুস্থ হয়ে উঠেছেন অনেকজন ৷ তবে, আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যাটা কম ৷ সুস্থ হয়ে উঠেছেন মোট 1035 জন ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 8988 জন ৷

Last Updated : Apr 14, 2020, 8:59 PM IST

For All Latest Updates

TAGGED:

howrah
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.