ETV Bharat / state

ফের বন্ধ হল হাওড়া জুটমিল, চরম বিপাকে আড়াই হাজার শ্রমিক

ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বাজারে কাঁচা মালের অভাবের কারণে মিলে পাটের সরবরাহ কমে গিয়েছিল । তাই অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল ।

ফের বন্ধ হল হাওড়া জুটমিল, চরম বিপাকে হাওড়া জুট মিলের আড়াই হাজার শ্রমিক
ফের বন্ধ হল হাওড়া জুটমিল, চরম বিপাকে হাওড়া জুট মিলের আড়াই হাজার শ্রমিক
author img

By

Published : May 11, 2021, 11:40 AM IST

হাওড়া, 11মে : কাঁচা পাটের অভাবে বন্ধ হয়ে গেল শিবপুরের হাওড়া জুটমিল । কর্মহীন হয়ে পড়লেন আড়াই হাজারের বেশি শ্রমিক । মঙ্গলবার সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলছে । এরপর কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন । তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন মিলের সামনেই । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ ।

কর্মীদের অভিযোগ, এই মিল লকডাউনের সময়কালে প্রায় 9 মাস বন্ধ ছিল । তার আগেও বেশ কয়েকবার বন্ধ হয়েছে । চলতি বছরে 3 মাস আগে খুললেও তাঁরা সঠিক সময়ে বেতন পান না । ঈদের মুখেই মিল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু শ্রমিক । ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বাজারে কাঁচা মালের অভাবের কারণে মিলে পাটের সরবরাহ কমে গিয়েছিল । তাই অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল ।

ফের বন্ধ হল হাওড়া জুটমিল

উল্লেখ্য, গত 11 এপ্রিল হাওড়া সদরে ভোটপর্ব মেটার পর বন্ধ হয়ে যায় ঘুসুড়ির হনুমান জুট মিল । শ্রমিক সংগঠনের তরফে মালিক পক্ষকে বারবার চিঠি দেওয়া হলেও তার কোনও উত্তর পাওয়া যায়নি বলে দাবি শ্রমিক সংগঠনের । লকডাউন চলাকালীন শ্রমিকদের পিএফ থেকে লোন দেওয়ার দাবি জানালেও তাতে কর্ণপাত করেনি মালিক পক্ষ । সব দিক দিয়ে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত শ্রমিকরা ৷ কবে মিল চালু হবে, কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এখন সেই দিকেই তাকিয়ে আছেন তাঁরা ।

আরও পড়ুন : বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে, করোনা রোগীদের ত্রাতা খান ব্রাদার্স

হাওড়া, 11মে : কাঁচা পাটের অভাবে বন্ধ হয়ে গেল শিবপুরের হাওড়া জুটমিল । কর্মহীন হয়ে পড়লেন আড়াই হাজারের বেশি শ্রমিক । মঙ্গলবার সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলছে । এরপর কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন । তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন মিলের সামনেই । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ ।

কর্মীদের অভিযোগ, এই মিল লকডাউনের সময়কালে প্রায় 9 মাস বন্ধ ছিল । তার আগেও বেশ কয়েকবার বন্ধ হয়েছে । চলতি বছরে 3 মাস আগে খুললেও তাঁরা সঠিক সময়ে বেতন পান না । ঈদের মুখেই মিল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু শ্রমিক । ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বাজারে কাঁচা মালের অভাবের কারণে মিলে পাটের সরবরাহ কমে গিয়েছিল । তাই অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল ।

ফের বন্ধ হল হাওড়া জুটমিল

উল্লেখ্য, গত 11 এপ্রিল হাওড়া সদরে ভোটপর্ব মেটার পর বন্ধ হয়ে যায় ঘুসুড়ির হনুমান জুট মিল । শ্রমিক সংগঠনের তরফে মালিক পক্ষকে বারবার চিঠি দেওয়া হলেও তার কোনও উত্তর পাওয়া যায়নি বলে দাবি শ্রমিক সংগঠনের । লকডাউন চলাকালীন শ্রমিকদের পিএফ থেকে লোন দেওয়ার দাবি জানালেও তাতে কর্ণপাত করেনি মালিক পক্ষ । সব দিক দিয়ে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত শ্রমিকরা ৷ কবে মিল চালু হবে, কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এখন সেই দিকেই তাকিয়ে আছেন তাঁরা ।

আরও পড়ুন : বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে, করোনা রোগীদের ত্রাতা খান ব্রাদার্স

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.